নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যারে ঘর দিলা সংসার দিলা রে, তারে বৈরাগী মন কেন দিলা রে....
নিবন্ধনিত সীম খোলা বাজারে বিক্রয় হচ্ছে। অথচ এটি হবার কথা নয়। আজো ৭০০০০ সীম পাওয়া গেছে। এত সীম কাদের আই ডি ও ফিংগার প্রিন্ট দিয়ে নিবন্ধিত??
এটি জনমনে আতংক ছড়াচ্ছে।
আমি জানি না আমার আই ডি ও ফিংগার প্রিন্ট দিয়ে কতগুলো সীম নিবন্ধন হয়েছে। এট দেখার কোন সিস্টেম নেই। অথচ থাকা প্রয়োজন।
তাই সরকারের কাছে আমার অনুরোধ,
দয়া করে কার ন্যাশনাল আই ডি দিয়ে কয়টি সীম নিবন্ধন হয়েছে সেটি জানার ব্যবস্থা করুন
প্রায় ৭৫ হাজার সিমসহ আটক ৮!!!
প্রায় ৭৫ হাজার সিমসহ আটক ৮
২৫ শে জুলাই, ২০১৬ সকাল ১০:৪৬
রাজীব বলেছেন: ধন্যবাদ। এটি হলো যে কোম্পানীর সীম আছে সেই কোম্পানীর জন্য।
ধরুন আপনার গ্রামীনের সীম আছে, এখন আপনি এসএমএস দিয়ে জানতে পারবেন যে, গ্রামীন ফোনে আপনার আইডি দিয় কয়টি সীম নিবন্ধন করা হয়েছে। কিন্তু যদি আপনি শুধু মাত্র গ্রামীনের সীম ব্যবহার করেন তাহলে অন্য মোবাইল অপারেটরের কোন সীম আপনার নামে নিবান্ধন হয়েছে কিনা সেটি কি করে জানবেন???
এটি জানতে হলে কি আমাকে ৬ টি কোম্পানীর ১ টি করে সীম কিনে নিবন্ধন করতে হবে??
©somewhere in net ltd.
১| ২৪ শে জুলাই, ২০১৬ রাত ১১:৩৭
অশ্রুকারিগর বলেছেন: আমার মোবাইলে তো মেসেজ এসেছে অপারেটর থেকে সবগুলো সিমেই। যে কয়টা করছি। আপনি না জানলে এই ছবিতে দেওয়া সিস্টেমে আবারো জানতে পারবেন।