নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রাজীব

মানুষ আমি আমার কেন পাখির মত মন....

রাজীব

যারে ঘর দিলা সংসার দিলা রে, তারে বৈরাগী মন কেন দিলা রে....

রাজীব › বিস্তারিত পোস্টঃ

আমাদের টিভি চ্যানেল ভারতে চলবে?

২৪ শে নভেম্বর, ২০১৫ রাত ৯:৫৩

ভারতের অনকগুলো চ্যানেল আমাদের দেশে চলে, সেসব চ্যানেলে অনকে বাংলাদেশী কোম্পানী বিজ্ঞাপন দেয়। আমাদের দেশের বেশীরভাগ দর্শক ভারতীয় চ্যানেলগুলো দেখেন। বাংলা চ্যানেল খুব কম দর্শকই দেখেন। এই নিয়ে আমাদের দেশের এক শ্রেনীর সুশীল সমাজের খুব আক্ষেপ। কারন ভারতে আমাদের কোন চ্যানেল দেখা যায় না। আসুন একটু দেখি ভারতে কেন আমাদের চ্যানেল দেখানো হবে?

আমাদের প্রায় সবগুলো চ্যানেলেই ঘন্টায় ঘন্টায় খবর দেখানো হয়। তার মানে টোটাল সময়ের অর্ধেক সময়ই খবর। আর একটা বড় সময় জুড়ে রয়েছে টক শো, যা বেশীরভাগই রাজনীতি নিয়ে। এখন একবার ভাবুন তো ভারতীয় কোন এক রাজ্যের লোকজন কেন আমাদর স্থানীয় খবর দেখবে ও আমাদের রাজনীতি নিয় টকশো দেখবে?? ভারতেও অনেক খবর ভিত্তিক চ্যানেল আছে, কিন্তু সেগুলো কি আমাদের এখানে কেউ দেখে? দেখে না, কারন ভারতের খবর দিয়ে আমাদের প্রয়োজন বা বিনোদনের চাহিদা কোনটাই মিটে না। সেই একই কারনে আমাদের দেশের খবর ও টকশো বিদেশের কেউ দেখতে চাইবেন না এটাই স্বাভাবিক।

দর্শক টানতে হলে অনুষ্ঠানের মান বাড়াতে হবে। ভালো ভালো প্রগ্রাম দেখাতে হবে। তাহলেই দর্শক সেসব চ্যানেল দেখবে। তবে আমাদের নির্মাতাদের ও চ্যানেল মালিকদের যা বুদ্ধির দৌড় এসব কথা তাদেরকে শুনালে তারা না আবার ভারতীয় খরব প্রচার করা শুরু করে!!

মন্তব্য ৪২ টি রেটিং +৪/-০

মন্তব্য (৪২) মন্তব্য লিখুন

১| ২৪ শে নভেম্বর, ২০১৫ রাত ১০:০৫

মেহে বলেছেন: :-B ভারতীয় নাটক দেখার চেয়ে ওদের খবর দেখা আরো ভালো

২৪ শে নভেম্বর, ২০১৫ রাত ১০:১০

রাজীব বলেছেন: এক শ্রেনীর দর্শক সবসময় বিনোদন চায়। তাদের কাছে চারিদিকে কি হচ্ছে সেটির কোন দাম নেই। বিশেষ করে মেয়েরা সব সময় তাদের স্বপ্নের দুনিয়ার থাকতে চায়। আর এসব নাটক তাদেরকে স্বপ্নের দুনিয়ার খোজ দেয়।

২| ২৪ শে নভেম্বর, ২০১৫ রাত ১০:৫৩

প্রামানিক বলেছেন: বুঝি না কি কারণে এমন

২৪ শে নভেম্বর, ২০১৫ রাত ১১:০৬

রাজীব বলেছেন: আমাদের দেশে বুদ্ধিমান ও প্রতিভাবান লোক নেই সেটি আমি বিশ্বাস করি না। আসলে সবকিছু চলে গেছে অযোগ্যদের দখলে।

৩| ২৪ শে নভেম্বর, ২০১৫ রাত ১১:৩২

আখেনাটেন বলেছেন: আসলে ব্যাপারটা হচ্ছে যারা টিভি চ্যানেল চালান সবার কোন না কোন মতলব আছে। কারো রাজনৈতিক অভিলাষ, কারো অল্প পুঁজিতে বেশি লাভের অভিলাষ, যেখানে নীতি নৈতিকতার বালাই নেই। আর এই দুই অভিলাষের মাঝে পড়ে আমরা আমজনতা চিড়ে চ্যাপ্টা। আবার অদূরদর্শিতা, প্রতিভাহীনতা এই সৃজনশীল সেক্টরকে ভাগাড়ে পরিণত করেছে। আপনি যথার্থই বলেছেন-'আসলে সবকিছু চলে গেছে অযোগ্যদের দখলে'।

২৬ শে নভেম্বর, ২০১৫ সকাল ১০:২০

রাজীব বলেছেন: কোন চ্যানেল মালিকেরই মূল ব্যবাসা বা কাজ এটি নয়। প্রত্যেকেই অনেক ব্যবসার মাঝে নিজের ইজ্জত বাড়ানোর জন্য একটি টিভি চ্যানেল খুলে বসেছে। সেজন্যই টিভি চ্যানেলগুলোর কোন উন্নতি নেই।

৪| ২৫ শে নভেম্বর, ২০১৫ রাত ৯:৫৮

বাংলার ফেসবুক বলেছেন: বস বাংলাদেশের চেনেলগুলো সঠিক চিত্র বাস্তব সম্মত সংবাদ পরিবেশিত হয় না। আর নাটক সিনেমা ভারতের থেকে অনেক নিন্মমানের তাই চেনেলের এই দশা। ফেসবুক সুন্দরভাবে চললো তাকেও বন্ধ করে দিলো এখন বোঝেন কেমনে

২৯ শে নভেম্বর, ২০১৫ রাত ৯:৫১

রাজীব বলেছেন: ফেসবুক কি টিভির বিকল্প?

৫| ২৮ শে নভেম্বর, ২০১৫ সকাল ১০:২০

সুলতানা রহমান বলেছেন: যুক্তি আছে।

৩০ শে নভেম্বর, ২০১৫ রাত ১০:২৬

রাজীব বলেছেন: ধন্যবাদ।

৬| ২২ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১:৫৮

চাঁদগাজী বলেছেন:

ভারতের বিভিন্ন আন্চলিক ভাষায় চালালে চলবে।

২২ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১০:৫৩

রাজীব বলেছেন: মনে হয় না। কারন পশ্চিম বাংলার আন্চলিক ভাষায় চালালে চলবে না।

৭| ২২ শে ডিসেম্বর, ২০১৫ রাত ২:০৫

মানবী বলেছেন: এই ব্লগে কয়েক সপ্তাহ আগে একজন ভারতীয় ব্লগার জানিয়েছেন সেখানে একাধিক বাংলাদেশি চ্যানেল অণুমোদিত এবং নিয়মিত ভাবে সম্প্রচার হচ্ছে।
অণুমোদনের বিষয়টা বেশ সাম্প্রতিক মনে হয়, সেকারনেই হয়তো আমরা অনেকে অয়গত নই।

২২ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১০:৫৫

রাজীব বলেছেন: যদি চলেও, কেউ কি দেখে। আমাদের খবর ও টকশো দেখে তাদের কি লাভ?

৮| ১৯ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৪:৩১

আমিই মিসির আলী বলেছেন: ঠিক বলছেন।
কিন্তু এদেশে বিজ্ঞাপন আর খবর ছাড়া কোন চ্যানেল তো টিকবে না।
এদেশের অনুষ্ঠান কম বিজ্ঞাপন ই বেশী ভাল লাগে।

১৯ শে জানুয়ারি, ২০১৬ রাত ১০:১৪

রাজীব বলেছেন: টিকবে, শুধু টিকবেই না, খুব ভালো ভাবে টিকবে।

১। শুধুমাত্র পুরোনো দিনের বাংলা সিনেমা, পুরোনে দিনের গান দিয়েই একটি চ্যানেল চালানো যেতে পারে। এখনো প্রতিদিনই হিন্দি কোন না কোন চ্যানেলে অমিতাভের সিনেমা দেখা যায়।

২। জেমস, আইয়ুব বাচ্চু, মাকসুদ ইত্যাদি দেশী শিল্পীদের গান নিয়ে একটি মিউজিক চ্যানেল চালানো যায়।

৩। পুরোনো দিনের নাটক দিয়ে একটি চ্যানেল চালানো যেতে পারে।

এমনকি হিন্দি বস্তাপচা সিরিয়ালের নকল করে আমাদের দেশে পচডিমের মত যেসব সিরিয়াল বানানো হয় সেগুলোও অনেকেই দেখতো যদি মাঝে মাঝে খবর ও বিজ্ঞাপনের ঝামেলা না থাকত।

৯| ২১ শে জানুয়ারি, ২০১৬ রাত ৮:১৯

মিঃ এলিয়েন বলেছেন: আমার দেশে তো সব টিভি চ্যানেলে খবর নিয়ে ব্যস্ত থাকে না?? তা ছাড়া ঐ দেশের চ্যানেলে কি আছে? ও দের দেশের চ্যানেলে দেখে বর্তমান ক্রাইম এর সংখ্যা বেড়ে যাচ্ছে। Bro

২৮ শে জানুয়ারি, ২০১৬ রাত ৯:১০

রাজীব বলেছেন: ক্রাইমের সংখ্যা কোথায় না বাড়ছে?
এজন্য আইন-শৃংখলা ব্যবস্থা শক্ত করতে হবে।

আর চ্যানেলের দর্শক পেতে হলে বিনোদনমূলক অনুষ্ঠান বাড়াতে হবে।

১০| ২৩ শে জানুয়ারি, ২০১৬ রাত ৯:৩৭

চাঁদগাজী বলেছেন:


ভারতের মানুষ বিনোদন প্রিয়, সেটা করতে পারলে চলবে।

২৮ শে জানুয়ারি, ২০১৬ রাত ৯:১১

রাজীব বলেছেন: ঠিক বলেছেন। শুধু ভারতে নয় বেশীরভাগ দেশেই মানুষ টিভি দেখে বিনোদনের জন্য।

১১| ২৮ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৪:১০

কল্লোল পথিক বলেছেন: শতভাগ সহমত।কথায় যুক্তি আছে।

২৮ শে জানুয়ারি, ২০১৬ রাত ৯:১১

রাজীব বলেছেন: ধন্যবাদ।

১২| ২৮ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৫:৪৩

বিদ্রোহী ভৃগু বলেছেন: তবে আমাদের নির্মাতাদের ও চ্যানেল মালিকদের যা বুদ্ধির দৌড় এসব কথা তাদেরকে শুনালে তারা না আবার ভারতীয় খরব প্রচার করা শুরু করে!!
এইটা জব্বর কইছেন ;) =p~ =p~ =p~

৮নং কমেন্টের উত্তরে সহমত। ++++

২৮ শে জানুয়ারি, ২০১৬ রাত ৯:১২

রাজীব বলেছেন: বিভিন্ন চ্যানেল পরিচালকদের বুদ্ধির প্রতি বিশ্বাস রেখেই বলেছি ভাই। ;)

১৩| ৩১ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ২:৫১

বিজন রয় বলেছেন: আমাদের টিভি চ্যানেলগুলো সারা বিশ্বে ছড়িয়ে পড়ুক বেশি বেশি।

১৪| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৯:৩৭

সারাফাত রাজ বলেছেন: রাজীব ভাই, অনেকদিন আপনার খোঁজ খবর নেই কেন? আপনি ভালো আছেন তো? নাকি আমার উপর রাগ করেছেন?

১৫| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:৫৯

রেজওয়ানা আলী তনিমা বলেছেন: দর্শক টানতে হলে অনুষ্ঠানের মান বাড়াতে হবে। ভালো ভালো প্রগ্রাম দেখাতে হবে। তাহলেই দর্শক সেসব চ্যানেল দেখবে। তবে আমাদের নির্মাতাদের ও চ্যানেল মালিকদের যা বুদ্ধির দৌড় এসব কথা তাদেরকে শুনালে তারা না আবার ভারতীয় খরব প্রচার করা শুরু করে!!

ভালো বলেছেন, কিন্তু শুনছেটা কে? যেটা আমরা সাধারণ দর্শকেরা বুঝি সেটা বড় বড় মানীগুণী মানুষেরা বোঝেন না বা না বোঝার ভাণ করেন।

১৬| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:৫৮

নুর ইসলাম রফিক বলেছেন: যদিও উচিত যুক্তি।
কিন্তু কথা হচ্ছে ভারতের দর্শকরা বাংলাদেশি চ্যানেল দেখছেন না যে এটা কিন্তু সঠিক নয়।
সঠিক হচ্ছে ভারত বাংলাদেশের কোন চ্যানেল তাদের দেশে সম্প্রচার করছেনা।
কেন করছেনা সেটা কিন্তু আপনার যুক্তিগুলি যুক্ত নয়।
যাই হোক আপনার যুক্তিগুলি ভালো।

১৭| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৬ ভোর ৫:২৮

কবিয়fল দস্তগীর বলেছেন: বরাবর একটা বৈষম্য থেকেই যাচ্ছে
আমাদের দৈন্যতা ঘুচে যাক....... :)

১৮| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৬ ভোর ৫:২৯

কবিয়fল দস্তগীর বলেছেন: বরাবর একটা বৈষম্য থেকেই যাচ্ছে
আমাদের দৈন্যতা ঘুচে যাক....... :)

১৯| ০১ লা মার্চ, ২০১৬ বিকাল ৫:১৭

আমি এ আর বলছি বলেছেন: অশেষ ধন্যবাদ

২০| ০৪ ঠা মার্চ, ২০১৬ বিকাল ৩:৪৬

বিজন রয় বলেছেন: নতুন লেখা দিন।

২১| ২৬ শে মার্চ, ২০১৬ দুপুর ১:৪৫

রায়হানুল এফ রাজ বলেছেন: এই অবস্থা থেকে উত্তরণের জন্য প্রয়োজন যথাযথ পদক্ষেপ।

২২| ০৮ ই এপ্রিল, ২০১৬ সকাল ১১:২২

আহসানের ব্লগ বলেছেন: একমত

২৩| ০৮ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১২:৫৬

ডি মুন বলেছেন: দর্শক টানতে হলে অনুষ্ঠানের মান বাড়াতে হবে। ভালো ভালো প্রগ্রাম দেখাতে হবে। ----- এটাই আসল কথা।

যে দেশের চ্যানেল দেশের মানুষই দেখতে চায় না, সে চ্যানেলগুলো বাইরের মানুষ দেখবে - এটা আশা করা অন্যায়।

২৪| ১৯ শে এপ্রিল, ২০১৬ রাত ১০:০৮

চাঁদগাজী বলেছেন:


বাংগালীদের জীবন নিয়ে মুভি করলে ভারতে চলবে।

২৫| ২১ শে এপ্রিল, ২০১৬ রাত ১:০১

বেদের ছেলে মফিজ মিয়া বলেছেন: গরমে খাসিতে পরিণত হলো রাজারবাগের তিন কুকুর !
প্রচন্ড গরমে এবার খাসিতে পরিণত হলো একই পরিবারের তিনটি কুকুর। রাজধানীর রাজারবাগে মির্জা আব্বাসের বাড়ির সামনে এই বিস্ময়কর ঘটনাটি ঘটেছে। উৎসুক জনতার ভীড় সামল‍াতে খাসি তিনটিকে পুলিশি হেফাজতে রাখা হয়েছে।



জানা যায়, দীর্ঘদিন যাবৎ কুকুর তিনটি ওই এলাকায়ই বসবাস করছিলো। এরমধ্যে ছিলো একজন ছিলো মহিলা কুকুর। আর দুজন ছিলো তার দুই সন্তান, পুরুষ কুকুর। প্রতিদিনকার মত আজ সকালেও তার‍া রোদ পোহাতে এলাকার একটি কনফেকশনারী দোকানের সামনে গিয়ে বসে। বিশ্রাম নিতে নিতে একসময় তারা ঘুমিয়ে যায়। ঘুমের মধ্যেই তাদের দেহের আবরণ বদলাতে শুরু করে। কিছুক্ষণের মধ্যেই বদলে যায় পুরো দৃশ্য। রোদের উত্তাপে খাসিতে পরিণত হয় কুকুর তিনটি !


খাসির হবার পর পুলিশের হেফাজতে তিন কুকুর


এসময় ভয় পেয়ে আশেপাশের লোকজন চিৎকার চেচামেচি শুরু করলে খাসি তিনটির ঘুম ভেঙ্গে যায়। এবং একে অপরকে অবাক হয়ে দেখতে থাকে।

শেষখবর পাওয়া পর্যন্ত বিবিসি, সিএনএন ও রয়টার্স থেকে তিনজন সাংবাদিকসহ অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক ইতিমধ্যেই বাংলাদেশের উদ্দেশ্যে রওনা দিয়েছেন খাসি তিনটিকে নেড়েচেড়ে দেখার জন্য। - প্রথম আলু

২৬| ২৫ শে এপ্রিল, ২০১৬ ভোর ৪:২৭

কালনী নদী বলেছেন: সেদিনের অপেক্ষায় রইলাম।

২৭| ০১ লা মে, ২০১৬ দুপুর ২:৪৫

রাঙা মীয়া বলেছেন: চলবে তো অবশ্যই। কিন্তু চালানোর অনুমতিই তো নেই ! সরকার এবং বুদ্ধিজীবীগণ এব্যাপারে নীরব /:)

২৮| ০৫ ই মে, ২০১৬ রাত ২:২৩

নীল বেদনা বলেছেন: রাজীব ভাই, আপনার ফেবু এড্রেসটা কি পেতে পারি? রিকোয়েস্ট পাঠাতাম।

০৯ ই মে, ২০১৬ বিকাল ৩:৩৮

রাজীব বলেছেন: https://www.facebook.com/salahuddin.razib.3

২৯| ১২ ই মে, ২০১৬ রাত ৩:৪৭

ডঃ এম এ আলী বলেছেন: এ সুখপাঠ্য লিখাটি খুবই ভাল লেগেছে । অনেক ভাল থাকুন এ শুভকামনা থাকল ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.