নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যারে ঘর দিলা সংসার দিলা রে, তারে বৈরাগী মন কেন দিলা রে....
আমি জানি না ভোট দিতে পারবো কিনা? আমি জানি না ব্যালটে কোন কোন মার্কা আছে?? কয়জন প্রার্থী আছে? আসলে আমি যেই সংসদীয় আসনের ভোটার সেখানে নির্বাচন হবে কি না সেটিইতো জানি না। কি করে জানবো? কেউ তো ভোট চাইতে আসেনি। কোন নির্বাচনী প্রচারওতো চোখে পড়েনি। কোন পোস্টার বা ব্যানার দেখিনি।
তাহলে কি করে বুঝবো, আমি কি ১৫৪ আসনের ভোটার নাকি ১৪৬ আসনের?
কেউ কি বলতে পারেন কি ভাবে জানতে পারি আমার এলাকায় ভোট হবে কি না? হলে কে কে প্রার্থী? কার মার্কা কি??
২| ০৩ রা জানুয়ারি, ২০১৪ রাত ৯:০৫
মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: গ্রাম্যবালক বলেছেন: আপনি আপনার জুতায় কালি মেখে ভোট কেন্দ্রে যাবেন। যদি কোণ ব্যালট বা প্রার্থি না পান তা হলে প্রিজাইডিং অফিসারের কপালে একখানা সিল মেরে আইসেন এই জুতাখানা দিয়া।। হা হা হা
৩| ০৩ রা জানুয়ারি, ২০১৪ রাত ৯:০৫
ধাবমান বলেছেন: একটা শ্রেণী আছে যারা সব কিছু কে প্রশ্নবিদ্ধ করে থাকে , কোন দিন জানতে চেয়েছেন গোবরে কেন পদ্ম ফুল ফুটে । দুই দলই লোভী তার পর ও দেখতে যে মোটামুটি ভালো ।
©somewhere in net ltd.
১| ০৩ রা জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:৫৮
গ্রাম্যবালক বলেছেন: আপনি আপনার জুতায় কালি মেখে ভোট কেন্দ্রে যাবেন। যদি কোণ ব্যালট বা প্রার্থি না পান তা হলে প্রিজাইডিং অফিসারের কপালে একখানা সিল মেরে আইসেন এই জুতাখানা দিয়া।। হা হা হা