নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যারে ঘর দিলা সংসার দিলা রে, তারে বৈরাগী মন কেন দিলা রে....
দুপুরে অনেক আশা নিয়ে টিভি চালু করলাম। ভাবলাম যে, দিল্লির মুখ্যমন্ত্রী হিসেবে আম আদমি প্রধান শপথ নিবেন। সেটি একটু দেখবো। কিন্তু কি আশ্চর্য!! আমাদের দেশের সবগুলু টিভি চ্যানেলে একটি দলের নির্বাচনী ইশতেহার প্রকাশ সরাসরি দেখানো হচ্ছে। আমাদের দেশে ২ টি জোট মিলে ১৪+১৮=৩২ টি দল আছে। আমাদের সবগুলো চ্যানেল মনে হয় ৩২ দলের নির্বচনী ইশতেহার প্রচার সরাসরি দেখাবে। বুঝলাম যে, দেশী চ্যানেলে দিল্লি দেখা যাবে না, কিন্তু এত এত হিন্দি চ্যানেল খুজেও পেলাম না দিল্লির মুখ্যমন্ত্রীর শপথ অনুষ্ঠান। শেষে বুঝলাম দিল্লি আসলেই বহু দূর।
সেজন্যই বলি ভারতীয় টিভি চ্যানেলগুলোর উটিৎ আমাদের কাছ থেকে শিক্ষা নেয়া। যেখানে আমাদেরর নির্বাচনের আগে সব দলের ইশতেহার ঘোষনা সবগুলো টিভি চ্যানেল সরাসরি দেখায় সেখানে তারা এতগুলো চ্যানেল নিয়েও তাদের রাজধানীর মুখ্যমন্ত্রীর শপথ অনুষ্ঠান সরাসরি দেখাতে ব্যার্থ!!!
২| ২৮ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৮:৩০
মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
//শেষে বুঝলাম দিল্লি আসলেই বহু দূর।//
গণমাধ্যমের তৎপরতায় বাংলাদেশ সত্যিই অনেক এগিয়ে।
শুভেচ্ছা
২৮ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৮:৪০
রাজীব বলেছেন: আপনাকেও শুভেচ্ছা।
©somewhere in net ltd.
১| ২৮ শে ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৪৩
ইউরো-বাংলা বলেছেন: আমাদের বেশিরভাগ টিভিমিডিয়াই আওয়ামীলীগের মালিকানাধীন। বিএনপি সমর্থিত কয়েকটি টিভি ছিল ছিল, কিন্তু তাও সরকারী হস্তক্ষেপে আওয়ামীলীগ হয়ে গেছে।
জামাত সমর্থিত একটি দিগন্ত ছিল, তা বন্ধ করে দিয়ে আওয়ামী সরকার।