নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যারে ঘর দিলা সংসার দিলা রে, তারে বৈরাগী মন কেন দিলা রে....
আমি চেতনাধারী মানুষ কি না জানি না, কারন চেতনা যেমন ইচ্ছে করে নিজের ভিতর লালন করা যায় না, তেমনি চেতনা বলে কয়ে আসে না। আমার মনে হয় চেতনা নিজেই মানুষের মধ্যে লুকিয়ে থাকে যেটি প্রয়োজনের সময় নিজের অস্তিত্ব জানিয়ে দেয়।
কিন্তু বিরোধী দলের ঢাকা অভিমুখে যাত্রা আমি কোন ভাবেই সমর্থন করতে পারছি না। আমি রাজনৈতিক ভাবে ব্যাপারটি ভাবছি না। আমি জানি, সরকারের বাধার মুখেও অনেক মানুষ ঢাকায় চলে আসবে। অনেক হানাহানি হবে। কিন্তু এই শীতকালে মানুষগুলো রাস্তায় থাকবে কি করে?? যদি বৃষ্টি হয় তখন তারা কোথায় যাবে। এই শীতে এমন কোন কর্মসূচী না দিলেই কি হতো না?
২৭ শে ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:২৫
রাজীব বলেছেন: আমাদের রাজনৈতিক দলের প্রধানেরা জনগনের কথা তো ভাবেই না এমনকি ওনাদের নিজেদের নেতা কর্মীদের কথাও ভাবে না।
২| ২৭ শে ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:০৩
গুগলরকস বলেছেন: ইউরো বাংলা- তোরে জিগাই ৫ পাস একজন ব্যাক্তি কি দেশ চালাইতে পারে?
২৭ শে ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:২৩
রাজীব বলেছেন: প্লিজ, ঝগড়া নয়।
আপনার প্রশ্ন সঠিক, কিন্তু এটি নির্বাচনী আইনের কাজ। প্রধানমন্ত্রী হতে হলে শিক্ষাগত যোগ্যতা কি হতে হবে সেটি মনে হয় আইনে বলা আছে।
আর গনতন্ত্রে জনগনের ভোটই শেষ কথা।
৩| ২৭ শে ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:১৬
ইউরো-বাংলা বলেছেন: গুগলরকস হাম্বালীগ তুমি ৫ মাসে কার জন্ম-মৃত্যুর কথা বলছ ? যদি বলে থাকো বঙ্গবন্ধুর বাকশাল, তাহলে বলব উনি কিন্তু কেয়ামত পর্যন্ত ক্ষমতায় থাকার জন্যই বাকশাল কায়েম করেছিল।
বাকশাল কায়েমের পূর্বে শ্লোগান ছিল -
এক নেতা এক দেশ - বঙ্গবন্ধুর বাংলাদেশ।
বাকশাল কায়েমের পরে শ্লোগান ছিল -
এক নেতা এক দেশ - এক রাতে সব শেষ।
২৭ শে ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:২৭
রাজীব বলেছেন: প্লিজ, ঝগড়া নয়। আসুন আলাপ করি।
আন্দোলন করে কি বাকশালকে দমানো গিয়েছিল?
বাকশালে কিন্তু অনেকেই যোগ দিয়েছিলো।
৪| ২৭ শে ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৪০
েফরারী এই মনটা আমার বলেছেন: আজকে আমাদের ভাবার সময় হয়েছে কে আমাদের আপন,কে পর। কে আমাদের শুভাকাঙ্খী , কে নয়। কে বন্ধু, কে বন্ধু বেশে শত্রু।আমরা সকলেই জানি যে,
আমাদের দেশের কোন রাজনৈতিক দলের কোন নেতাই দেশ বা জনগনের জন্য রাজনীতি করে না, আদর্শে জন্য করে না ।সবাই নিজের জন্যেই রাজনীতি করে । বড়জোর নিজ পরিবারের জন্য ,দলের জন্য করে । সে বর্তমান প্রধানমণ্ত্রীই হোক আর বিরোধীদলীয় নেত্রীই হোক,এরশাদ সাহেবই হোক আর সাবেক প্রেসিডেন্ট বদরূদ্দোজা চৌধূরীই হোক। সে ৭১'রণান্গনে বীর যোদ্বা আবদুল কাদের সিদ্দীকিই হোক আর দেলোয়ার হোসেন সাইদীই (দেইল্ল্যা রাজাকার) হোক। সাকাচৌই হোক আর তেতুঁল হুজুর(যদিও এদের নামের সাথে হুজুর শব্দটি লেখা ঠিক নয )শফি সাহেবই হোক। এদের মধ্যে কেউ একত্তরের চেতনা ফেরী করে বন্ধু বেশে শত্রু প্রতিবেশী দাদাদের আশির্বাদের(!) জন্য দেশের স্বার্থ বিকিয়ে দেয়,কেউ বা জাতীয়তাবাদী চেতনা ফেরী করে বন্ধুবেশি শত্রু , বিশ্ব সন্ত্রাসী মার্কিন যুক্তরাস্ট্রের আস্থা অর্জনের জন্য সবকিছু করার অন্গীকার করে,কেউ ইসলাম রক্ষার দোহাই দিয়ে জণগনের জানমালের ক্ষতি করে বেড়ায় ইত্যাদি ইত্যাদি ।এরা সকলেই এক ও অভিন্ন আদর্শে (?) বিশ্বাসী। সেটা হলো দেশ ও জাতীর জন্য সর্ব্বোচ্চৌ ত্যগের কিছু গৎবাধাঁ বুলি আওড়াও , জণগন নামক একদল গাধাঁর সামনে একগাদা মিথ্যা আশ্বাসের মুলা ঝুলিয়ে ছলে বলে কৌশলে ক্ষমতায় যাও । তারই ফল আজকের এই জ্বালাও-পোড়াও রাজনীতি ।সুতারাং এখন সময় এসেছে আমাদের সাবধান হওয়ার। নয়তো আরো কঠিন পরিণতি আমাদের দিকে ধেয়ে আসছে।
পড়ুন--
হরতাল-অবরোধের নামে দেশকে অর্থনৈতিকভাবে ধ্বংস ও বিধ্বস্ত করে দেশবাসীকে কী ফায়দা দেয়া হচ্ছে? দেশ-জাতিকে ক্ষতিগ্রস্তকারী রাজনীতিকদের প্রত্যাখান করুন...
Click This Link
২৭ শে ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৫২
রাজীব বলেছেন: কয় নাম্বার?
৫| ২৭ শে ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৪২
েফরারী এই মনটা আমার বলেছেন: গতকাল আমি আমার এক বন্ধুকে "তুই ব্যটা একনম্বর Politisian ...." বলতেই সে খুব খেপে গেল।
কারনটা কারো জানা থাকলে দয়া করে বলবেন কি ?
Click This Link
২৭ শে ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৫১
রাজীব বলেছেন: কত হলো?
২৭ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১০:০৩
রাজীব বলেছেন: কতবার কপি পেস্ট করলেন????
৬| ২৭ শে ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৪৩
েফরারী এই মনটা আমার বলেছেন: দুর্নীতি না থাকলে এদেশ বিশ্বের এক নম্বর ধনী দেশে পরিণত হতো
Click This Link
৭| ২৭ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১১:৪৭
লেজারবিম বলেছেন: সকল মুক্ত চিন্তার মানুষদের প্রতি আমার একটা জানার আছে তা হলো বংগবীর কাদের সিদ্দিকী কি আমাদের বনধু ?
২৮ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১১:০৪
রাজীব বলেছেন: কিসের মধ্যে কি?
তিনি এখজন যোদ্ধা।
৮| ২৮ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১২:৩৬
ওপেস্ট বলেছেন: সব বাকশালীদের কবরস্থ করা হবে
২৮ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১:০৫
রাজীব বলেছেন: আসলে একটি দলকে কখনো ধ্বংস করে দেয়া যায় না। হিটলারও পারেনি ইহুদীদেরকে শেষ করতে। আমাদের দেশের দুই জোট ভয়ানক খেলায় মেতেছে।
আমার মতে রাজনীতি হচ্ছে "আর্ট অফ কমফ্রোমাইজ"। অথচ দুই জোটের কে্উই ছাড় দিতে নারাজ।
©somewhere in net ltd.
১| ২৭ শে ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৫৭
ইউরো-বাংলা বলেছেন: শীতকালের কর্মসূচীই ভালো, শীতকালে বৃষ্টি হয় না। মার্চ ফর ডেমোক্রেসি এটা সমপোপযোগী কর্মসূচী, তাই খালেদা জিয়া অবশ্যই ধন্যবাদ প্রাপ্য।
আপনার কাছে জানতে চাই - ''গণতন্ত্র ও বাকশাল একসাথে চলতে পারে কিনা'' ?