নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যারে ঘর দিলা সংসার দিলা রে, তারে বৈরাগী মন কেন দিলা রে....
আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনগনের ভোটের অধিকারে জন্য লড়াই করেছেন অনেক দিন। এজন্য তিনি অনেক ত্যাগ স্বীকার করেছেন। এমনি তার জীবনের উপর আক্রমন হয়েছে অনেকবার। করা হয়েছে গ্রনেড হামলা। তারপরও জনগনের ভোটের অধিকারের জন্য তিনি লড়াই করে গেছেন।
মাননীয় প্রধানমন্ত্রীর অধীনে গত ৫ বছরে ৫ হাজারেরও বেশী নির্বাচন হয়েছে, যেগুলো ছিল অনেক অনের ভোটারের উপস্থিতিতে অবাধ ও সুষ্ঠ নির্বাচন। তারপরও আগামী সংসদ নির্বাচনে ভোট দিতে পারছেন না দেশের প্রায় অর্ধেক (৫০%) ভোটার।
২| ১৪ ই ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৫৯
শহুরে আগন্তুক বলেছেন: কেন?
১৪ ই ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:২৭
রাজীব বলেছেন: নির্বাচন না হলে ভোট দিবেন কেমনে??? ৫০% আসনে নির্বাচন হচ্ছে না।
৩| ১৫ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১:০১
মাজহারুল হুসাইন বলেছেন: ১৫২ জন বিনা প্রতিদ্বন্দ্বীতায় । সরকার তো হয়েই গেল । কেন বাপু আর নির্বাচন করে পয়সা নষ্ট জীবন নষ্ট । পরে চামে চুমে নির্বাচিত করে নিয়ে আসলেই তো হয় ।
১৫ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১:১৭
রাজীব বলেছেন: দুঃখ যে, এবার আর নৌকা মার্কায় ভোট দিতে পারলাম না। আমি যে আসনের ভোটার সেখানে নির্বাচন না হলে ভোট দেবো কিভাবে????
৪| ২৬ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:২০
বেলা শেষে বলেছেন: রাজীব Vhai, Assalamualikum, no Need anymore Election- Selection had done by Dr. Hassina. Today or tomorrow next "Selection will done by India"
©somewhere in net ltd.
১| ১৪ ই ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৩০
জাহিদ গাছবাড়ী বলেছেন: হ্যাঁ, ঠিক বলেছেন।