নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রাজীব

মানুষ আমি আমার কেন পাখির মত মন....

রাজীব

যারে ঘর দিলা সংসার দিলা রে, তারে বৈরাগী মন কেন দিলা রে....

রাজীব › বিস্তারিত পোস্টঃ

সংখ্যালঘুদের অপমান করছে প্রথম আলো????

২২ শে নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:২৬

ইদানিং প্রথম আলো একটি বিজ্ঞাপন প্রচার করছে, যেটিতে সবাই বলে

ভুইলা যাইয়ের না আমরাই সংখ্যা গরিষ্ঠ, আমরাই সংখ্যা গরিষ্ঠ।



এটি বলে প্রথম আলো কি বুঝাতে চায়?? সংখ্যা গরিষ্ঠ হলে তার মতের দাম আছে আর সংখ্যালঘু হলে তাদের মতের দাম নেই??



এটি বলে কি প্রথম আলো সংখ্যালঘুদের অপমান করছে না??



আমার মতে যেকোন মানুষের কথার বা মতের মধ্যে যুক্তি বা মেরিট থাকতে হবে। সেই মেরিটের ভিত্তিতে মতামতের প্রায়োরিটি বিবেচনা করা যায়। সংখ্যালঘু বা সংখ্যা গরিষ্ঠ এক্ষেত্রে বিবেচ্য নয়।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২২ শে নভেম্বর, ২০১৩ রাত ৯:২০

ভোরের সূর্য বলেছেন: আপনার কথা শুনে খুব হাসি পাচ্ছে ভাই। প্রথম আলোর বিজ্ঞাপন টা দেখেছি।কখনোও আপনার মতন প্যাচিয়ে দেখিনি বা ভাবিনি এমনকি আমার মনে হয় ৯৯% লোকই বিজ্ঞাপনের মানেটা বুঝতে পেরেছে।
আপনি সংখ্যালঘু বলতে কি বোঝাতে চাচ্ছেন? আমার কাছেতো বিজ্ঞাপনটা খুবই ভাল লেগেছে। সেখানে বাংলাদেশের প্রাণ,খেটে খাওয়া মানুষের কথা বলা হয়েছে। সোজা কথায় আম জনতাকে বোঝানো হয়েছে।যারা আসলে দেশের চাকা সচল রাখে তারাই সংখ্যাগরিষ্ঠ। যখন এই বিজ্ঞাপন টা দেখি,আমার মনে হয় যে আমিও তাদের মধ্যে একজন।আমাদের শক্তি বেশি সেইসব অপশক্তির চেয়ে বা যারা আম জনতাকে নিয়ে নিপীড়ন,নির্যাতনের রাজনীতি করে।বা যারা গরীব খেটে খাওয়া মানুষের পেটে লাথ্যি মেরে নিজেদের আঁখের গোছায়।
অবৈধ পথে টাকা কামানো আমলা,রাজণীতিক,ব্যাবসায়ী,চিকিৎসক এবং অন্যান্য মানুষ যদি ঐ সংখ্যালঘুদের মধ্যে পরে তাহলে তাদের আবার কিসের মতামত বা মানুষ হিসাবে কিসের মূল্য আছে?

দয়া করে সহজ ব্যাপারটা সহজভাবে দেখুন এবং ভাবুন।অহেতুক জটিল করে ফেলবেন না নিজের দৃষ্টীভঙ্গিকে। প্রথম আলোর বিজ্ঞাপনটির ভাষা খুব সরল এবং স্পষ্ট। এখানে প্রশ্ন তোলার কোন অবকাশ নাই।

২২ শে নভেম্বর, ২০১৩ রাত ১১:৫৮

রাজীব বলেছেন: পুরো বিজ্ঞপনটি নিয়ে আমারও কোন অভিযোগ থাকত না শুধু মাত্র
"আমরাই সংখ্যাগরিষ্ঠ" এই ডায়লগটি যদি না থাকত।

এবং দেখুন এই ডায়লগটি না থাকলেও কিন্তু বিজ্ঞাপনের মেসেজ ঠিকই থাকত।

২| ২৩ শে নভেম্বর, ২০১৩ রাত ১২:৫২

ভোরের সূর্য বলেছেন: আমরাই সংখ্যাগরিষ্ঠ কারা এর উত্তর আপনাকে দিয়েছি। আরো স্পষ্টকরে বল্লে সাধারণ আমজনতা যারা খেটে খায়, চাওয়া পাওয়াও সাধারন। তারমানে অবৈধ পথে টাকা কামানো আমলা,রাজণীতিক,ব্যাবসায়ী,চিকিৎসকদের চেয়ে আমরা সাধারণ মানুষরাই বেশি সংখ্যাগরিষ্ঠএবং এটা বলতে সমস্যা কোথায়? এটা অনেকটা মেসেজ দেয়ার মতন যে আমরা ন্যায় পথের মানুষরাই বেশি সংখ্যাগরিষ্ঠ তোমাদের মতন অবৈধ পথের মানুষের চেয়ে। তাই সাবধান, আমাদের নিয়ে রাজণীতি করোনা,নিপীড়ন করোনা।

৩| ২০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৮:৪৬

মুহামমদ মিনহাজ বলেছেন: Click This Link

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.