নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রাজীব

মানুষ আমি আমার কেন পাখির মত মন....

রাজীব

যারে ঘর দিলা সংসার দিলা রে, তারে বৈরাগী মন কেন দিলা রে....

রাজীব › বিস্তারিত পোস্টঃ

কিসে আটকে রয়েছে নারী?

০৮ ই মার্চ, ২০১৩ সকাল ১০:০৯

আমাদের দেশের নারীদেরকে দাবিয়ে রাখা হয়েছে, আটকে রাখা হয়েছে কিন্তু কিসে আটকে রয়েছে আমাদের নারী?? আমার মনে হয় আমাদের নারীরা আটকে রয়েছে তাদের ধ্যান-ধারনায়, পোষাকে-আশাকে, চলনে-বলনে। আমাদের দেশে মেয়েদেরকে ছোটকাল থেকেই সাজগোজ, গয়নাগাটি, শারী-চুড়ি ইত্যাদি শেখানো হয়। এসব অলংকার ও পোষাক এমন যে এগুলো পরে কেউ স্বাভাবিক ভাবে চলাফেরা করতে পারে না। মেয়েরা কেন, কোন ছেলে বা কোন পালোয়ানও শাড়ি-চুড়ি একগাদা অলংকার পড়ে স্বাভাবিক ভাবে চলাফেরা করতে পারবে না।



ফলে স্বাভাবিক ভাবেই নারী হয়ে যায় অবলা। তারা সবসময় ভাবে সাথে থাকা কোন ছেলে সংগীটি তার জন্য গাড়ির দরজা খুলে দিবে, তাকে ধরে বাসে উঠাবে, বা কঠিন পথ কোলে করে পাড় করে দিবে। এতে করে মানষিক ভাবে নারীকে অবলা করে তোলা হয়।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০১ লা জুন, ২০১৩ রাত ১০:৪০

হাসান কালবৈশাখী বলেছেন:
ভাল লেখার পাঠক নেই!

পোষ্টের বক্তব্যের সাথে একমত!

০২ রা জুন, ২০১৩ রাত ৯:০৩

রাজীব বলেছেন: কেউ একজন তো বুঝলো।
ইদানিং ব্লগে ভালো পাঠক বা লেখক কোনটাই পাচ্ছি না।
ধন্যবাদ

২| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৮:৫৪

প্রত্যাবর্তন@ বলেছেন: বাস্তব চিত্রই তুলে ধরেছেন ।

২৫ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:১০

রাজীব বলেছেন: দু:খ এটাই যে, কেউ বুঝলো না, উল্টো যদি শারি চুড়ির এ্যাড করতাম দেখতেন কত লাইক আর কত কি

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.