নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যারে ঘর দিলা সংসার দিলা রে, তারে বৈরাগী মন কেন দিলা রে....
আপনাদের কারো মনে আছে কি দুই আব্দুলের কথোপকথন?
মিডিয়া এই রুদ্ধদ্বার বৈঠককে ডায়লগ বলে অবহিত করেছিল।
যদিও দরজা বন্ধ করে কি আলাপ হয়েছিল সাধারন জনগন তা কখনো জানতে পারে নি।
সেই দুই আব্দুলের দুজনই আমাদেরকে ছেড়ে চলে গেছেন। আমার এখনো মনে হয় আমাদের বড় দুটি দলের বর্তমান মহাসচিব বা সাধারন সম্পাদকের চেয়ে আব্দুল জলিল ও আব্দুল মান্নান ভুইয়া অনেক ভালো নেতা ছিলেন। দুঃখ জনক হলেও সত্যি যে আমাদের দেশের রাজনীতি থেকে ভালো ভালো নেতারা চলে যাচ্ছে কিন্তু সেই শুন্য স্থানটা যোগ্য কেউ পুরন করতে পারছে না।
০৮ ই মার্চ, ২০১৩ রাত ১২:৪০
রাজীব বলেছেন: আমাদের ভালো ভালো নেতারা কালের স্রোতে হারিয়ে যাচ্ছে আর যতসব গন্জিকাসেবিরা নেতা বনে যাচ্ছে।
২| ০৮ ই মার্চ, ২০১৩ রাত ১২:৫১
বাংলার হাসান বলেছেন: আমার এখনো মনে হয় আমাদের বড় দুটি দলের বর্তমান মহাসচিব বা সাধারন সম্পাদকের চেয়ে আব্দুল জলিল ও আব্দুল মান্নান ভুইয়া অনেক ভালো নেতা ছিলেন। একমত
০৮ ই মার্চ, ২০১৩ সকাল ৯:৪৮
রাজীব বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১| ০৮ ই মার্চ, ২০১৩ রাত ১২:৩২
বোকামন বলেছেন: তাজা কথা বলেছেন