নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যারে ঘর দিলা সংসার দিলা রে, তারে বৈরাগী মন কেন দিলা রে....
আজ দুপুরে জামায়াত শিবিরের গুলিতে ৭ সাংবাদিক আহত হয়েছেন। কয়েকদিন আগে কক্সবাজারে জামায়াত শিবিরের গুলিতে ৩ জন নিহত হয়েছিল।
যখন ছাত্রলীগ-যুবলীগে মারামারি হয় তখন পত্রিকায় অস্রহাতে তাদের ছবি দেখা যায়, যখন ছাত্রদল-ছাত্রদলে মারামারি হয় তখন পত্রিকায় অস্রহাতে তাদের ছবি দেখা যায়। গত কয়েক বছরে পত্রিকায় কয়বার যে ছাত্রদল ও ছাত্রলীগকে পিস্তল, বন্দুক, রামদা, চাপাতি হাতে দেখেছি গুনে শেষ করা যাবে না। এমনকি বিশ্বজিত হত্যাতো পুরো ভিডিও টিভিতে দেখানো হয়েছে।
কিন্তু জামায়াত শিবিরকে অস্রহাতে পত্রিকা বা টিভিতে দেখা যায় না কেন? পত্রিকায় তাদেরকে শুধু লাঠি বা ইট হাতে দেখা যায় কিন্ত অস্র হাতে দেখা যয় না কেন? সাংবাদিক ভাইয়েরা কি অস্রহাতে জামায়াত শিবিরের ছবি প্রকাশ করতে ভয় পাচ্ছেন? সাংবাদিক ভইদের কাছে আমার অনুরোধ দেশের এই ক্রান্তিলগ্নে ভয় পাবেন না। দয়া করে জামায়াত শিবিরের আসল রূপ প্রকাশ করে দিন।
২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:১২
রাজীব বলেছেন:
২| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:২৩
বাকরুদ্ধ আমি বলেছেন: কিছু চ্যানেল বন্ধ করে দিয়ে সাংবাদিকদেরকে সাহস দিচ্ছেন ?????? এক পক্ষীয় সাংবাদিকতা পরিহার করুন । লেজ লুকিয়ে রাখা যায় না । লেজ হয়ে গেছে আপনার ।
দলীয় লেবাস ছাড়ুন , সাধারণ মানুষের মত কথা বলুন
২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৪৫
রাজীব বলেছেন:
৩| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৪৯
ওমেগা পয়েন্ট বলেছেন: কিন্তু জামায়াত শিবিরকে অস্রহাতে পত্রিকা বা টিভিতে দেখা যায় না কেন? পত্রিকায় তাদেরকে শুধু লাঠি বা ইট হাতে দেখা যায় কিন্ত অস্র হাতে দেখা যয় না কেন? সাংবাদিক ভাইয়েরা কি অস্রহাতে জামায়াত শিবিরের ছবি প্রকাশ করতে ভয় পাচ্ছেন? সাংবাদিক ভইদের কাছে আমার অনুরোধ দেশের এই ক্রান্তিলগ্নে ভয় পাবেন না। দয়া করে জামায়াত শিবিরের আসল রূপ প্রকাশ করে দিন। ...............ব্যায়াপুক বিনুদুন
৪| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:১৬
আমি তুমি আমরা বলেছেন: পড়লাম
২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:১১
রাজীব বলেছেন: ধন্যবাদ
৫| ০৮ ই মার্চ, ২০১৩ সকাল ১০:৩৯
স্বপ্নবাজ তরুণ বলেছেন: আপনাকে চিনে ফেলেছি।আপ্নি জামাত শিবিরের গুণগান গেয়ে দিয়াছেন। তার মানে কি আপনি ও
০৮ ই মার্চ, ২০১৩ দুপুর ১২:৫৮
রাজীব বলেছেন: গুন আবার গান!
ঠিকই, আমি তাদের গান(মানে বন্দুক)-এর ছবি দেখতে চেয়েছি।
©somewhere in net ltd.
১| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:০৫
মোঃ শাব্বির আহমাদ বলেছেন: এখানে যে দল গুলো এসেছে এরা জামাত বিরোধী। কওমি মাদ্রাসা, চরমনাই পীর সাহেবের মুরিদ সহ অনেকগুলো দল। এরা জামাত শিবিরকে দেখতে পারে না।
এদের কারো কাছে পিস্তল বন্দুক নেই। কিন্তু সাত জন সাংবাদিক গুলিবিদ্ধ।
পত্রিকা প্রত্যক্ষ দর্শীরা বলছে সাধারণ মুসল্লিদের উদ্দেশে করা গুলি সাংবাদিকদের গায়ে লেগেছে। কেউ কেউ বলছেন যে মুসল্লিরা হামলা করেছেন। তাহলে প্রশ্ন হল মুসল্লিরা বন্দুকগুলি কোথায় পেল? পুলিশ সরবরাহ করেছে?
এখানে কার কথা উদ্দেশ্য প্রণোদিত?