নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

\"সেকি অন্য তত্ত্ব মানে, মানুষতত্ত্ব যার সত্য হয় মনে\"

আজব লিংকন

শব্দ দাও অথবা মৃত্যু

আজব লিংকন › বিস্তারিত পোস্টঃ

মৃত্যুর ঘ্রাণ

১৮ ই অক্টোবর, ২০২৪ রাত ১১:৩২


মৃত্যুর কি ঘ্রাণ হয়?
কেমন হয় সে ঘ্রাণ?
শিউলির মতো ম্লান নাকি কাঠগোলাপের মতো মিষ্টি?
কালো গোলাপের মতো মৃদু
নাকি বকুলের মতো বাসি হয়েও প্রখর তিব্র?

কেমন হয় সে ঘ্রাণ?
হাসনাহেনার মতো কি ঘোর ঝিম ধরানো?
যেন দু'চোখের পাতায় ঈশ্বর পরম মমতায়
ঢেলে দেয় সর্ব রাজ্যের ঘুম।
মাতালের মতো আমি তন্দ্রাচ্ছন্ন চোখে চেয়ে থাকি।

কেমন হয় সে ঘ্রাণ?
আমার প্রিয়তমার দেহের মতো কি সে পরিচিত
কমলালেবু ফুলের মতো মিষ্টি কামিনীর ঘ্রাণ?
যাকে আমি প্রতিনিয়ত ভুলে যেতে চাই।
ভুলে যেতে চাই তার দেয়া প্রতিটা প্রতিশ্রুতি।

কেমন হয় সে ঘ্রাণ?
নবজাতক শিশুর মুখে মায়ের দুগ্ধের মতো পবিত্র?
নাকি নেশায় বিভোর মদারুর মুখের মতো জঘন্য?
আমারও যে খুব জানতে ইচ্ছে হয়।
যেভাবে একজন দৃষ্টিহীন মানুষ তীক্ষ্ণ ভাবে
সবকিছু ঘ্রাণে বুঝে নিয়ে পৃথক করে নেয়।

মাঝে মাঝে ভাবি আমিও যদি দৃষ্টিহীন হতাম
তবে তোমার মায়াবী চোখের ইন্দ্রজালে না জড়িয়ে
তোমার ঘ্রাণে হয়তো তোমার মন বুঝে যেতাম।
অথচ তোমার চোখে আমার মৃত্যু ছিল লেখা।

আচ্ছা সত্যি কি মৃত্যুর ঘ্রাণ হয়?
হয়তো হয়! কই আমি তো পাইনি!
যেদিন চারদিন কোমায় থেকে ফিরলাম
আইসিইউর বেডে নিজেকে সেই শিশুরমতো পেলাম।
ক্ষনিকের জন্য সব ভুলে যেন নতুন জন্ম আমার।

গাঢ়-গভীর একটা ঘুম, যে ঘুমে কোন যন্ত্রণা নেই।
এমন শান্তির ঘুমিতো আমি কতকাল চেয়েছিলাম।
অথচ ঈশ্বর আবারও আমাকে ছুঁড়ে-ফেলে দিলেন
পৃথিবী নামক একটা নরকে।
কিংবা কে জানে হয়তো নতুন কোন স্বর্গে।

মন্তব্য ১০ টি রেটিং +৪/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ১৯ শে অক্টোবর, ২০২৪ রাত ১২:০২

অস্বাধীন মানুষ বলেছেন: ভালো লাগল ।

১৯ শে অক্টোবর, ২০২৪ রাত ১২:১৯

আজব লিংকন বলেছেন: ধন্যবাদ। কৃতজ্ঞতা।

২| ১৯ শে অক্টোবর, ২০২৪ রাত ১:৪৩

সামরিন হক বলেছেন: সুন্দর কবিতা।

শুভেচ্ছা রইলো।

১৯ শে অক্টোবর, ২০২৪ দুপুর ২:৫৩

আজব লিংকন বলেছেন: থ্যাঙ্ক ইউ সো মাচ।
আপনার জন্য শুভকামনা রইলো।

৩| ১৯ শে অক্টোবর, ২০২৪ সকাল ৭:৩২

জুল ভার্ন বলেছেন: চমৎকার লিখেছেন। কবিতার আধ্যাত্মিক উপলব্ধি!

১৯ শে অক্টোবর, ২০২৪ দুপুর ২:৫৩

আজব লিংকন বলেছেন: কিছুটা আধ্যাত্মিক, বাকিটা নিজের জীবনের উপলব্ধি।
ধন্যবাদ জুল ভার্ন ভাইজান।

৪| ২০ শে অক্টোবর, ২০২৪ রাত ১০:৫১

মামুন ইসলাম বলেছেন: চমৎকার লিখেছেন। আপনার কবিতার তিন নম্বর লাইন পড়ে আম শিউলীর কথা মনে পড়ে গেল। আবার জানতে চাইয়েন না কোন শিউলি বা শিউলি আমার কি হয় ? ইত্যাদি ইত্যাদি আর কি ;)

২১ শে অক্টোবর, ২০২৪ রাত ১২:১৮

আজব লিংকন বলেছেন: হা হা হা।
এই জায়গায় তো সমস্যাটা তৈরি করলেন। পাগলকে বলছেন নৌকা না নড়াইতে। এখন তো আমার মন উসখুস উসখুস করতেছে শোনার জন্য শিউলিটা কে ছিল ভাইজান?

৫| ২১ শে অক্টোবর, ২০২৪ বিকাল ৪:৪১

জটিল ভাই বলেছেন:
হায়রে আজব লিংকন,
এই ঘ্রাণ খুঁজিয়াছে ফকির লালন।
খুঁজিয়াছে হাসন রাজা, আরো কতোজন!
তাইতো ইতিহাসে তাঁদের পদচারণ।

২১ শে অক্টোবর, ২০২৪ বিকাল ৪:৫১

আজব লিংকন বলেছেন: হ্যাঁ ভাইজান। তাইতে সাঁইজী বলেন, "শব্দ স্পর্শ রূপ রস গন্ধ। এই পঞ্চে হয় নিত্যানন্দ। যার অন্তরে সদানন্দ। নিরানন্দ জানে না সে। প্রেম পাথারে যে সাঁতারে। তার মরণের ভয় কি আছে।"

আমার জন্য লালনবাদ। আপনার জন্য জটিলবাদ।
সবার জন্য সাধুবাদ। জয় গুরু।।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.