নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রোদ হাসলে আকাশের নীল হাসে।
গুচ্ছ গুচ্ছ সাদা মেঘ দল ব্যস্ত হয়ে
দূর সীমাহীন দিগন্তে ছুটে।
লিলুয়া বাতাসে তোমার মুখে এসে পড়া চুল আর
ঢেউ খেলানো আঁচলের সাথে—
কাশবনে সব কাশফুল নেচে যায়।
নিভৃতে একজোড়া অপলক চোখ আনমনে
তোমা পানে চেয়ে রয়।
কাশফুলের মতো নম্র
অপরূপ সুন্দর দুরন্ত চঞ্চল
তুমি অথবা শরৎকাল
আহা কী মায়াবী !
কোন নামে তোমায় ডাকি
আকাশী - নীলিমা ;
মেঘবতী - রোদেলা ;
শুভ্রতা নাকি শশী ?
ঝকঝকে নীল আকাশের মতো স্নিগ্ধ
যত দেখি জুড়ায় না আমার আঁখি।
১৫ ই অক্টোবর, ২০২৪ সকাল ১১:১৬
আজব লিংকন বলেছেন: ধন্যবাদ ভাইজান।
২| ১৫ ই অক্টোবর, ২০২৪ সকাল ১১:২১
সৈয়দ মশিউর রহমান বলেছেন: সুন্দর হয়েছে।
১৫ ই অক্টোবর, ২০২৪ রাত ১০:৪০
আজব লিংকন বলেছেন: ধন্যবাদ ভাইসাব।
৩| ১৫ ই অক্টোবর, ২০২৪ দুপুর ১২:৪২
মরুভূমির জলদস্যু বলেছেন:
- শরতের আকাশ আর কাশফুল, ফুরফুরে বাতাস আর গ্রামের প্রকৃতি সবসময় ভালো লাগে আমার।
- কবিতা ভালো হয়েছে।
১৫ ই অক্টোবর, ২০২৪ রাত ১০:৪০
আজব লিংকন বলেছেন: আমারও অনেক প্রিয়। প্রকৃতির রূপ যতই দেখি ততই পিপাসা আরো বেড়ে যায়।
ধন্যবাদ ভাই।
৪| ১৫ ই অক্টোবর, ২০২৪ বিকাল ৪:৪৯
কাজী ফাতেমা ছবি বলেছেন: খুব সুন্দর হয়েছে। শরত আমার পছন্দের ঋতু
১৫ ই অক্টোবর, ২০২৪ রাত ১০:৪১
আজব লিংকন বলেছেন: ধন্যবাদ ছবি আপা।
জাহিদ হাসানের নাটকের সেই লাইন মনে পড়ে গেল, ❝মানুষের মন হচ্ছে অক্টোবরের আকাশ, এই মেঘ শূন্য, এই আবার ঝমঝমে বৃষ্টি!❞
৫| ১৫ ই অক্টোবর, ২০২৪ সন্ধ্যা ৬:৫৭
Salina Alam বলেছেন: সরি! আরেকটা নাম বাদ পড়ে গেছে তা নীলাম্বরী। অনেক ভালো লাগলো।
১৫ ই অক্টোবর, ২০২৪ রাত ১০:৪২
আজব লিংকন বলেছেন: নীলাম্বরী। বেশ.. তবে আপনার জন্য তাই হোক।
জানেন নীলাম্বরী নামের কাউকে আমি এপর্যন্ত দেখিনি। তবে এখন খোঁজার চেষ্টা করবো। নামটা মাথায় স্টাক হয়ে গেল। সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ আপু।
৬| ১৬ ই অক্টোবর, ২০২৪ রাত ১২:২৬
মামুন ইসলাম বলেছেন: চমৎকার।
১৬ ই অক্টোবর, ২০২৪ সন্ধ্যা ৬:৫৫
আজব লিংকন বলেছেন: থ্যাঙ্ক ইউ ভাইসাব।
©somewhere in net ltd.
১| ১৫ ই অক্টোবর, ২০২৪ সকাল ১০:৪১
জুল ভার্ন বলেছেন: বাহ! চমৎকার!!!