নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মনের আনন্দে লিখতে থাকি, আনন্দ শেষ তো লেখাও শেষ! কেও না পড়লেও কোন অসুবিধে নেই! সবাইকে শুভেচ্ছা!
সবচেয়ে দ্রুত পরিবর্তন হয় মানুষের; পুরাই বর্ষা কালের মত! এই মেঘ, রৌদ্র, ছায়া; হঠাৎই আবার ঝুম বৃষ্টি! হায়, মানুষ; কি আজব যন্ত্র তুমি! একই অঙ্গ, কত রূপ! সাধু আমি, শয়তান আমি, প্রেমিক আমি, প্রতারক আমি! সহজ নয় এই সমীকরণ; দুই আর দুই চার নয়, দুইটি "দুই" হয়। সব রূপে আমি সাবলীল, আমি বর্ষা ঋতুর মত! হায় মানুষ, কি আজব যন্ত্র তুমি!
২| ২০ শে জুন, ২০১৬ বিকাল ৩:৫৫
প্রোফেসর শঙ্কু বলেছেন: এটাই মানুষের আসল রূপ যে সে বহুরূপী।
৩| ২০ শে জুন, ২০১৬ বিকাল ৪:১৮
বোকা মানুষ বলতে চায় বলেছেন: আপনাকে আমি খুঁজিয়া ফিরি আপনার ভেতর
অজানা কয়জনা বসত করে আমারই ভেতর
লেখাটি ভাল লেগেছে। +++
৪| ১৪ ই জুলাই, ২০১৬ রাত ১০:৫৭
ক্যাটালিয়া বলেছেন: ঠিক ঠিক!
©somewhere in net ltd.
১| ১৮ ই জুন, ২০১৬ রাত ৩:৪৫
আনিসা নাসরীন বলেছেন: সুন্দর