নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মনের আনন্দে লিখতে থাকি, আনন্দ শেষ তো লেখাও শেষ! কেও না পড়লেও কোন অসুবিধে নেই! সবাইকে শুভেচ্ছা!
পথের অনেক গল্প থাকে। সহজ গল্প, কঠিন গল্প; নরম গল্প, ঘুমের গল্প; জানালায় চেনা মুখ, চেনা আবছায়া; আংগুলের ফাকে চেনা স্পর্শ
অথবা একা একা এক অর্বাচীন; অপাংক্তেয়; রং জ্বলা কাধের ব্যাগে মাথা রেখে গুনে যায় মাইল ফলক। কোন এক অচেনা আকাশের তারা গুলো জানালায় আটকে থাকে; উন্মত্ত এক চালকের সবাইকে টপকে যাবার ইচ্ছেটাই এক মাত্র উত্তেজনা।।।আরও জোরে, আরো আরো জোরে চালাও খ্যাপা!! অন্যের হাতে প্রাণ সপে; চলছে অর্বাচীন; ইচ্ছেহীন, অটোপাইলটে!!
২০ শে সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৩:১৮
এই সব দিন রাত্রি বলেছেন: মিস করতেছি বহুত!!
২| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১:১৮
হাসান মাহবুব বলেছেন: একাকীত্ব,উচ্চাভিলাষ আর, স্বপ্নের ত্রিমাত্রিক সমীকরণে মানুষের স্থান কোন অতল গহবরে? ভালো লাগলো লেখাটি।
২০ শে সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৩:২০
এই সব দিন রাত্রি বলেছেন: আমি নিজেও জানিনা হাসান মাহবুব ভাই :-)
৩| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১:২৩
নেক্সাস বলেছেন: অনেক ভাল লাগলো লিখাটি।
২০ শে সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৩:২১
এই সব দিন রাত্রি বলেছেন: ধন্যবাদ নেক্সাস ভাই
৪| ২০ শে সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৩:২১
মায়াবী রূপকথা বলেছেন: বুঝতে পারিনি। স্পিরিচ্যুয়াল কোন ভাবনা থেকে লিখেছেন মনে হচ্ছে
০৩ রা নভেম্বর, ২০১৫ রাত ৯:৩৫
এই সব দিন রাত্রি বলেছেন: ঠিক তা নয়; কোন এক একাকী ভ্রমণের গল্প বলতে পারেন
৫| ২৬ শে অক্টোবর, ২০১৫ রাত ২:২২
আমিনুর রহমান বলেছেন:
একাকিত্বের গল্পে ভালো লাগা।
০৩ রা নভেম্বর, ২০১৫ রাত ৯:৩৬
এই সব দিন রাত্রি বলেছেন: আপনাকেও অনেক শুভেচ্ছা পাঠে
৬| ০১ লা নভেম্বর, ২০১৫ বিকাল ৪:৫২
ক্যাটালিয়া বলেছেন: ভালোলাগা!
০৩ রা নভেম্বর, ২০১৫ রাত ৯:৩৬
এই সব দিন রাত্রি বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে ক্যটালিয়া
৭| ০৯ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৮:১৩
সুলতানা রহমান বলেছেন: উত্তেজনাময় জীবন নাকি আনন্দের। ভাল লাগলো। আপনার এই নিকের একটা বই আছে হুমায়ূন আহমেদের।
১২ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৮:২৫
এই সব দিন রাত্রি বলেছেন: মানুষ সত্যি জানেনা কিসে তার আনন্দ,কিসে মুক্তি! লাগামহীন অটোপাইলটে চলছে সবই।
৮| ১২ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৮:৩১
সুলতানা রহমান বলেছেন: এটাতো খুব ভাল বলেছেন। মানুষ সত্যি জানেনা কিসে তার আনন্দ, কিসে তার মুক্তি!
২৩ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:৫০
এই সব দিন রাত্রি বলেছেন: মানুষ আরো জানেনা; কিসে তার মৃত্যু; শরীরের নয়, আত্মার
©somewhere in net ltd.
১| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১২:৩৯
শতদ্রু একটি নদী... বলেছেন: মুক্তগদ্য ভালোই হইছে স্যার। যে যেই লাইনের কিছু একটা চলে আসতে বাধ্য। এইখানেও চলে আসলো অটোপাইলট।