নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মনের আনন্দে লিখতে থাকি, আনন্দ শেষ তো লেখাও শেষ! কেও না পড়লেও কোন অসুবিধে নেই! সবাইকে শুভেচ্ছা!
ইয়াক-১৩০ রাশিয়ানদের তৈরি এক অনন্য প্রশিক্ষণ বিমান। রাশিয়ানদের দাবী, বর্তমান পৃথিবীতে এই গোত্রের বিমানের মধ্যে এটিই সেরা। এর বাড়তি সুবিধা হল এর বিপুল পরিমাণ গোলাবারুদ বহন ক্ষমতা; যেটি প্রশিক্ষণের পাশাপাশি যুদ্ধক্ষেত্রেও সমান অবদান রাখতে সক্ষম। রাশিয়ান বিমান মানেই হচ্ছে অসাধারণ ডিজাইন আর মাত্রারিক্ত ইঞ্জিন শক্তি। কিন্তু ইয়াক-১৩০ এর সাথে যোগ করেছে সর্বাধুনিক কম্পিউটার প্রযুক্তি। রাশিয়ানরা এঁকে আদর করে ডাকে "ফ্লাইং আই ফোন"। বিমানের নিয়ন্ত্রণের জন্য রয়েছে কম্পিউটার নিয়ন্ত্রিত উড্ডয়ন ব্যবস্থা, যাকে ইংরেজিতে বলে ফ্লাই বাই ওয়্যার সিস্টেম।
সিম্পল এবং ফ্লেক্সিবল
বিমানটির প্রস্তুতির কাজ শুরু হয় ১৯৮০ সালে। লক্ষ্য ছিল এমন একটি প্রশিক্ষণ বিমান বানানো যেটি দিয়ে আধুনিক এবং সম্ভাব্য ভবিষ্যৎ বিমানের প্রশক্ষন দেয়া যায়। কিন্তু মাঝপথে থেমে যায় কাজ; সোভিয়েত ইউনিয়নে তখন ভাঙ্গন ধরেছে। স্নায়ু যুদ্ধের শেষে রাশিয়া আর ইতালির যৌথ প্রযোজনায় আবার এই বিমান বানাবার কাজ শুরু হয়; রাশিয়ানদের তখন অর্থনীতির অবস্থা শোচনীয়। ৫০/৫০ শেয়ারে কাজ হচ্ছিল, যেখানে চুক্তি অনুযায়ী ইতালির দায়িত্ব ছিল বিমানের যন্ত্রাংশ সরবরাহ করার আর সেটিকে বিশ্ববাজারে বিক্রি করার। কিন্তু রাশিয়ানদের ডিজাইন হাতে পেয়ে যাবার পর ইতালিয়ানরা চোখ উল্টায়, চুক্তি ভঙ্গ করে নিজেরাই বানিয়ে ফেলে একটি প্রশিক্ষণ বিমান; এম-৩৪৬।আবার আঁটকে যায় বিমান তৈরির কাজ। ২০০০ সালের পড়ে এসে ইয়াকোলভ এর ডিজাইনার আর ইরকুট কর্পোরেশনের যৌথ উদ্যোগে আবার কাজ শুরু হয়। ২০০৫ এর পর থেকে রাশিয়ানরা এই বিমান বাজারে ছাড়ে।
রাশিয়ানরা এঁকে ফ্লাইং আই ফোন বলার কারণ হচ্ছে আই ফোনের মতই এর ব্যবহার খুব সহজ এবং এর কম্পিউটার আকাশে বৈমানিকের অনেক কাজ কমিয়ে দেয়। বিশেষ করে বৈমানিকের "পাইলটিং" দক্ষতার অনেক কাজ বিমানের ফ্লাই বাই ওয়্যার করে দিতে সক্ষম। যার ফলে জঙ্গি বৈমানিক তার আসল মিশনের দিকে বেশী মনঃসংযোগ করতে পারে।
এই বিমানটির আরেকটি অনন্য ব্যপার হল এর কম্পিউটার কে আকাশেই রি প্রোগ্রামিং করা যায়। যার মাধ্যমে সম্পূর্ণ ভিন্ন ধরনের তিনটি বিমানের প্রশিক্ষণের প্রোফাইল সেট করা যায়। কখনও এটি সু-৩০ হিসেবে, কখনও সু-২৭ হিসেবে বা কখনও এফ-১৬ এর মত উড্ডয়ন করা যাবে। এবং এখানেই শেষ নয়। যেহেতু এটি একটি কম্পিউটার প্রোগ্রাম, ভবিষ্যৎ যেকোনো বিমানের প্রোফাইল এতে সেট করে বৈমানিক কে প্রশিক্ষণ দেয়া সম্ভব।
রাশিয়ান অনন্য ডিজাইনের কারনে এই বিমান অনেক কম গতিতে নাক উঁচু অবস্থায় সোজা চলতে পারে। আকাশে তখন এটিকে দেখতে একটি ফণা তোলা সাপের মতন দেখায়। বর্তমান সময়ে আর কোন প্রশিক্ষণ বিমানের পক্ষে এটি করা সম্ভব হয়নি।
অস্ত্রশস্ত্র
প্রশিক্ষণের পাশাপাশি এর ঈর্ষনীয় গোলাবারুদ বহন করার ক্ষমতা এঁকে লাইট গ্রাউন্ড এটাক বিমানের মর্যাদা দিয়েছে। ৯ টি হার্ড পয়েন্টে এটি ৬৬০০ পাউন্ড ওজনের গোলাবারুদ বহনে সক্ষম। এর মধ্যে রয়েছে আকাশ থেকে আকাশে নিক্ষেপণ যোগ্য গাইডেড মিসাইল, টিভি গাইডেড বম্ব, বিশাল এস-২৫ রকেট, এবং আরও অনেক কম্বিনেশনের অস্ত্রশস্ত্র।
সবচাইতে ভাল খবর হচ্ছে, এই বিমান উড্ডয়ন খরচ আর ব্যবহার উপযোগিতার বিচারে অনেক এগিয়ে এর সমসাময়িকদের চেয়ে। এর জন্যে যেহেতু আলাদা করে কোন ইন্সটলেশন দরকার পরেনা তাই এটি সাধাসিধে যেকোন বিমানবন্দর আর রানওয়ে থেকে অপারেশন চালাতে সক্ষম।
বর্তমানে রাশিয়ান এয়ার ফোর্সের সকল বিমানের প্রশিক্ষনে ব্যবহার করা হচ্ছে এই ইয়াক-১৩০। এর ফলে প্রশিক্ষণের খরচ কমেছে তাদের, কিন্তু প্রশিক্ষণের মানের সাথে কোন বোঝাপড়া করতে হয় নি। বাংলাদেশ বিমান বাহিনিতেও অতি শীঘ্রই যোগ হতে যাচ্ছে এই বিমানটি।
ইয়াক-১৩০ এর উপর নির্মিত একটি ভিডিও
(এটি কোন বিজ্ঞাপন পোস্ট নয়)
০৮ ই জুলাই, ২০১৫ সন্ধ্যা ৭:১৭
এই সব দিন রাত্রি বলেছেন: জাস্ট লাভ দা বার্ড!!
২| ০৮ ই জুলাই, ২০১৫ দুপুর ১:৩৬
নিয়ামুল ইসলাম বলেছেন: রাশিয়ান ডিজাইন, লাভ ড্যাট
০৮ ই জুলাই, ২০১৫ সন্ধ্যা ৭:১৯
এই সব দিন রাত্রি বলেছেন: আসলেই; ওদের ডিজাইনের তুলনা নেই! এফ-২২ অনেক আধুনিক বিমান কিন্তু ডিজাইনের সীমাবদ্ধতায় "ডগ ফাইটে" বেশি একটা জুত করে উঠতে পারবেনা সু এর সাথে
৩| ০৮ ই জুলাই, ২০১৫ দুপুর ১:৪১
হাসান মাহবুব বলেছেন: +++
০৮ ই জুলাই, ২০১৫ সন্ধ্যা ৭:২০
এই সব দিন রাত্রি বলেছেন: ধন্যবাদ মাহবুব ভাই
৪| ০৮ ই জুলাই, ২০১৫ দুপুর ২:৪১
ডি মুন বলেছেন: সুন্দর পোস্ট
+++
০৮ ই জুলাই, ২০১৫ সন্ধ্যা ৭:২০
এই সব দিন রাত্রি বলেছেন: ধন্যবাদ মুন ভাই
৫| ০৮ ই জুলাই, ২০১৫ সন্ধ্যা ৬:৩৯
বোকা মানুষ বলতে চায় বলেছেন: তথ্যবহুল চমৎকার পোস্ট। +
০৮ ই জুলাই, ২০১৫ সন্ধ্যা ৭:২২
এই সব দিন রাত্রি বলেছেন: আপনার পোস্ট গুলোও বেশ চমৎকার! আমি ব্লগে খুব বেশি নিয়মিত না। শুধু অনুসরনে থাকা আপনাদের লেখা গুলো মাঝে মাঝে চোখ বুলাতে পারি
৬| ০৯ ই জুলাই, ২০১৫ রাত ১:৩১
নাজমুল হাসান মজুমদার বলেছেন: মাঝে মাঝে প্লেন চালাইতে খুব মন চায় ।
পোস্টের জন্যে অসংখ্য শুভেচ্ছা এই সব দিন রাত্রি
০৯ ই জুলাই, ২০১৫ রাত ৩:৪৯
এই সব দিন রাত্রি বলেছেন: আল্লাহ্ আপনার মনের ইচ্ছে পূরণ করুন!! আপনাকেও অনেক শুভেচ্ছা নাজমুল ভাই
৭| ০৯ ই জুলাই, ২০১৫ রাত ২:১২
প্রামানিক বলেছেন: ধন্যবাদ, খুশির খবর, বাংলাদেশের বিমান বাহিনীতেও যোগ হবে।
০৯ ই জুলাই, ২০১৫ রাত ৩:৫০
এই সব দিন রাত্রি বলেছেন: আসলেই খুশির খবর! অনেক ধন্যবাদ পাঠে। ভাল থাকবেন
৮| ০৯ ই জুলাই, ২০১৫ সকাল ৭:৫৭
মন্জুরুল আলম বলেছেন: সুন্দর পোষ্ট
০৯ ই জুলাই, ২০১৫ সকাল ১১:১৮
এই সব দিন রাত্রি বলেছেন: ধন্যবাদ ভাই। ভাল থাকবেন
৯| ০৯ ই জুলাই, ২০১৫ দুপুর ১২:২৩
সাদী ফেরদৌস বলেছেন: খুব বিশ্বাস যোগ্য সুত্রে খবর পাইলাম ( উকিপিডিয়া ) বাংলাদেশ ১০ ইয়াক অর্ডার দিয়েছে রাশিয়ার কাছে ।
০৯ ই জুলাই, ২০১৫ বিকাল ৪:৩৮
এই সব দিন রাত্রি বলেছেন: উইকির সব কথা বিশ্বাস না করাই ভাল
১০| ০৯ ই জুলাই, ২০১৫ বিকাল ৫:০১
সৃজন আহমদ বলেছেন: যেহেতু রাশিয়ার তৈরী , অস্বাধারন না হয়ে উপায় নাই ।
০৯ ই জুলাই, ২০১৫ বিকাল ৫:৩৭
এই সব দিন রাত্রি বলেছেন: সত্যি তাই; রাশিয়ানরা বিমান নকশার ব্যপারটা অন্য এক উচ্চতায় নিয়ে গিয়েছে
১১| ০৯ ই জুলাই, ২০১৫ বিকাল ৫:২৫
সাদী ফেরদৌস বলেছেন: দুঃখিত বাংলাদেশ ১০ টা না , আগামি কয়েক বছরে বাংলাদেশ ২৪ তা ইয়াক ১৩০ পাবে রাশিয়ার কাছ থেকে , কয়েকটা লিঙ্ক দিলাম । দুইটাই প্রভাবশালী মিডিয়া , আতি পাতি কিছু না ।
১) Click This Link
২) Click This Link
০৯ ই জুলাই, ২০১৫ বিকাল ৫:৩৬
এই সব দিন রাত্রি বলেছেন: আসছে শীঘ্রই; জল্পনা কল্পনার অবসান ঘটবে তখনই। অনেক ভাল থাকবেন সাদী ভাই
১২| ০৯ ই জুলাই, ২০১৫ রাত ৮:১১
শহুরে আগন্তুক বলেছেন: কিনতে হয় একখান
০৯ ই জুলাই, ২০১৫ রাত ৮:৪৮
এই সব দিন রাত্রি বলেছেন: কিন্না ফেলেন; মুল্য ১৫ মিলিয়ন ডলার (মাত্র)
১৩| ০৯ ই জুলাই, ২০১৫ রাত ১০:১৪
আমিনুর রহমান বলেছেন:
আহা ! আপনাদের কপাল এতে চড়ার সুযোগ আপনাদের আছে কিংবা না চড়তে পারলেও ধরে দেখার তো সুযোগই হয়নি
কেমন আছেন?
০৯ ই জুলাই, ২০১৫ রাত ১০:৩৫
এই সব দিন রাত্রি বলেছেন: আলহামদুলিল্লাহ ভাল আছি আমিনুর ভাই। আপনি কেমন আছেন? আল্লাহ্র অশেষ করুনায় এই সুন্দরীর সাথে সাক্ষাৎ হয়েছে; কপালটা বেশ ভালই বলতে হবে!! আশা করছি আপনার আশাও পূর্ণ হবে
১৪| ০৯ ই জুলাই, ২০১৫ রাত ১০:৪৪
আমিনুর রহমান বলেছেন:
দোয়া করবেন আশা যেনো পুর্ন হয়। আমি ভালো আছি।
১০ ই জুলাই, ২০১৫ রাত ১১:০৮
এই সব দিন রাত্রি বলেছেন: আলহামদুলিল্লাহ
১৫| ১০ ই জুলাই, ২০১৫ রাত ৯:৩০
মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: ব্যাপক জিনিস, কিন্তু ভাল হত যদি দুনিয়ার দেশগুলো এসবের পেছনে টাকা খরচ না করে মানুষের জীবন উন্নয়নে টাকা খরচ করত।
কিন্তু আফসোস, মানুষ এখন আধিপত্যবাদের দিকে ছুটছে আর সেজন্যই দেশগুলো সমর শক্তি বৃদ্ধিতে বেশী বেশী খরচ করছে। অথচ আমাদের মত দেশগুলোতে কত মানুষ দারিদ্রের সাথে লড়ছে...
১০ ই জুলাই, ২০১৫ রাত ১১:১৭
এই সব দিন রাত্রি বলেছেন: সত্য বলেছেন। মানুষের প্রযুক্তিগত উৎকর্ষতার সর্বোচ্চ মাপকাঠি হচ্ছে এই যুদ্ধবিমান গুলো। মানুষের মজ্জায় আছে যুদ্ধ আর হানাহানি। তাই এই দিকেই উন্নতি বেশি হয়েছে ইতিহাস জুড়ে। অবশ্য যুদ্ধাস্ত্র শুধু যুদ্ধের জন্যে প্রয়োজন, তাও নয়; যুদ্ধ এড়াতেও এর অনেক ভুমিকা রয়েছে। অনেক ধন্যবাদ জহিরুল ভাই, সুন্দর মন্তব্যের জন্যে।
১৬| ২৯ শে জুলাই, ২০১৫ রাত ৮:২৮
মহামহোপাধ্যায় বলেছেন: কঠিন জিনিস!!
বাংলাদেশ বিমান বাহিনীতে সংযোজিত হচ্ছে জেনে ভালো লাগছে
©somewhere in net ltd.
১| ০৮ ই জুলাই, ২০১৫ দুপুর ১:২৯
শতদ্রু একটি নদী... বলেছেন: বিনামুল্যে এই সুন্দরীরে চালাবেন স্যার? সরকাররেই টাকা পয়সা দিয়েন কিছু। ২১ স্কোয়াড্রনের ডাকনাম কি ফ্লাইং আইফোন হইতে যাইতেছে?
রাশিয়ান রহস্যময় ডিজাইন ভালো পাই। জাস্ট লাভড দিস বার্ড।
ছোট কইরা খুব সুন্দর লিখছেন।