নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মনের আনন্দে লিখতে থাকি; আনন্দ শেষ, তো লেখাও শেষ! সবাইকে শুভেচ্ছা

এই সব দিন রাত্রি

মনের আনন্দে লিখতে থাকি, আনন্দ শেষ তো লেখাও শেষ! কেও না পড়লেও কোন অসুবিধে নেই! সবাইকে শুভেচ্ছা!

এই সব দিন রাত্রি › বিস্তারিত পোস্টঃ

ফেরারি পাখিরা; ধুলায় ফেরেনা

৩০ শে জুন, ২০১৫ সন্ধ্যা ৬:৩০

মাঝবয়েসে পৌঁছে গেলাম। চুল সাদা হচ্ছে; চামড়ায় নেই সেই আগের দ্যুতি। বাসে উঠলে অল্প বয়েসিদের মুখে আঙ্কেল ডাক শুনলে অবশ্য এখনও এদিক ওদিক খুঁজি; আমাকেই ডাকছে?? খুব ইচ্ছে করে কাওকে কাছে ডেকে গল্প করি; আমার ফেলে আসা সেই দুরন্ত বিকেল গুলোর গল্প। জীবনের হিসেব তখন মিলছিলনা কিছুতেই। এখন অবশ্য সব ব্যলান্স শিটে চলে আসছে। সেই দিন গুলোর কথা মনে হলে হাসি আসে আবার কখনও মনে হয় এভাবে না করে ওভাবে করলে হয়ত ঐরকম হত ব্যপারটা। বয়েস বাড়ছে, সব চলছে দ্রুত; আমি ধীরে ধীরে পিছিয়ে পড়ছি। ফেসবুকের একাউন্ট খুলে পুরোনো ছবি দেখি। কি বাচ্চা বাচ্চা ছিলাম। প্রোফাইল পিকচার বদলাই, নতুন ছবি দেই না সেখানে। আগের ছবি গুলোই ঘুরে ফিরে বারবার ফিরে আসে।

কিছু মানুষের ছবি অবশ্য বদলায়নি। এখনও সেই দুরন্ত বিকেলের মত তারা আমার ফেসবুকের ফ্রেন্ডলিস্টে ঝুলে আছে। আমার মোবাইলের কন্টাক্ট লিস্টে এখনও তাদের নাম আছে। সেই নাম্বার গুলো থেকে ফোন আসবেনা কখনই। এমন যেন, সুন্দর একটা গল্প লেখা হচ্ছিল; মাঝপথে লেখক থামিয়ে দিলেন সেটা।

নাজমুল, হায়দার, আশরাফ স্যার, মাহমুদ স্যার, কি তাজা একেকটা প্রাণ ছিল! ওদের কারোই বয়েস বাড়েনি। হায়দারের লাশ কাঁধে নিয়ে কবরে নামিয়েছিলাম। আমার বন্ধু, আমার বয়েসি কারো জীবন শেষ হতে পারে এত তাড়াতাড়ি সেটা তখনও মাথায় ঢুকছিল না। নাজমুল যখন চলে গেল, ওর লাশের দিকে শুধু তাকিয়ে দেখেছি! বিয়ে সব ঠিক ঠাক, প্রেমের বিয়ে! এইসময় কেন চলে যেতে হবে! এই অভিমানে এখনও বয়েস বেড়ে চলেছে ওর প্রেয়সীর। ওর জন্যে পাত্র খুঁজেছিলাম; রাজী হয়নি সে। আশরাফ স্যারের ভুবন ভুলানো হাসি! কিভাবে এত তাড়াতাড়ি শেষ হয় সব! মাহমুদ ভাবি অভিমানে আর আমাদের সাথে যোগাযোগ রাখেন না। ছোট্ট রায়ান বাবুটা নিশ্চয়ই অনেক বড় হয়েছে এখন। মাহমুদ স্যার ভাবির দেয়া চিঠি জমাতেন। এখন শুধু ফেসবুকে মিষ্টি হাসি নিয়ে তাকিয়ে থাকেন আমাদের দিকে। মাঝে মাঝে উনার প্রোফাইলে ঢুকি। কিছু লিখতে ইচ্ছে হয়; আবার ফিরে আসি।

তাহমিদ ছেলেটাকে কেও খুঁজে পাচ্ছেনা। ওর বিমানের টুকরো গুলো পেয়েছে, ওকে পাওয়া যায়নি। কি অদ্ভুত এক অস্থিরতা নিয়ে ওর লাশ মিলে যাবার অপেক্ষা করছি আমরা। আমি আমার সাদা হয়ে যাওয়া চুলে হাত বুলাই; অপেক্ষা করি এক তাজা প্রানের সমাপ্তির! কারন হারিয়ে যাবার বেদনা মৃত্যুর চাইতেও বেশি। একটা নিষ্পাপ প্রাণের জন্যে হৃদয় খুলে দিলাম! হায়; প্রার্থনায় যদি ঘরে ফিরত ফেরারি পাখিরা!

মন্তব্য ১২ টি রেটিং +২/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ৩০ শে জুন, ২০১৫ রাত ১১:৪০

বোকা মানুষ বলতে চায় বলেছেন: মন খারাপের গল্পে অনেক জায়গায় যেন নিজেকে খুঁজে পেলাম, পেলাম নিজের অনেক হারিয়ে যাওয়া প্রিয় মানুষদের গল্পগুলোর মত কিছু কষ্টের গল্প। :(

০১ লা জুলাই, ২০১৫ সকাল ৭:৩৫

এই সব দিন রাত্রি বলেছেন: ভাই, আসলেই অসময়ে চলে যাওয়া মানুষ গুলো শুধু কষ্টের স্মৃতিই রেখে যায় তাদের আশে পাশের মানুষ গুলোর জন্যে

২| ০১ লা জুলাই, ২০১৫ দুপুর ১:০১

হাসান মাহবুব বলেছেন: এত কম বয়েসে কাছের মানুষদের চলে যাওয়াটা কোনোভাবেই মেনে নেয়া যায় না। "তবুও কেটে যাচ্ছে জীবন/ জীবনের নিয়মে"

০৩ রা জুলাই, ২০১৫ সকাল ১০:১৯

এই সব দিন রাত্রি বলেছেন: জীবন কারো জন্যেই থেমে থাকেনা; সে চলে তার নিজস্ব নিয়মে

৩| ০১ লা জুলাই, ২০১৫ বিকাল ৩:৫০

শতদ্রু একটি নদী... বলেছেন: হায়দার স্যার নাজমুল স্যারের কথা মনে আছে। নাজমুল স্যারের ভাই আমাদের ক্লাসমেট ছিলো। স্যার মারা যাওয়ার বছর খানেক পর যার কথা বললেন যে বিয়েতে রাজী না, আমাকে স্যারের দেয়া গিফট আইটেম বের করে দেখাইতেছিলো। কি যে কস্ট লাগছিলো বইলা বোঝানো যাবেনা। আস্রাফ স্যার মাহমুদ স্যারের ব্যাপারেও অনেক স্মৃতি। এমনকি আমার এক্সিডেন্টের পর আমার ওয়ালে লেখা অনেকের কমেন্ট হাইড করে দিছি। এইসব সহ্য করার ক্ষমতা আমার নাই। সাফায়েত আমার ফার্স্ট টার্ম। মেসে একই রুমে থাকতো। তাহমিদের কথা কি বলবো। সাদা মনের কিশোর বলতে পারেন। সবকিছু হাহাকার হইয়াই থাকবে স্যার।

০৩ রা জুলাই, ২০১৫ সকাল ১০:১৯

এই সব দিন রাত্রি বলেছেন: আল্লাহ্‌ ঐ বাচ্চা ছেলেটার বাবা মাকে ধৈর্য ধরার শক্তি দিন :(

৪| ০৩ রা জুলাই, ২০১৫ রাত ৮:১৮

পাতা ঝরার দিনে বলেছেন: ওই গাধা মাঝ বয়েসি হইলি কবে??

০৩ রা জুলাই, ২০১৫ রাত ১০:৫৩

এই সব দিন রাত্রি বলেছেন: হাহা হিসেবে কি ভুল হইলো তবে !!!

৫| ০৩ রা জুলাই, ২০১৫ রাত ১১:৪১

মায়াবী রূপকথা বলেছেন: ব্যস্ততায় আসা হয়না, অনুসারিত ব্লগগুলো দেখে যাই। এটা পড়ে মন ভারী হয়ে এলো :(

০৪ ঠা জুলাই, ২০১৫ সন্ধ্যা ৬:৩৯

এই সব দিন রাত্রি বলেছেন: তাহমিদ এখনও ফেরেনি আমাদের কাছে। ওর পথ চেয়ে বসে আছি আমরা সবাই; হে আল্লাহ্‌! সাহায্য কর আমাদের!

৬| ০৩ রা জুন, ২০১৬ সন্ধ্যা ৬:১৩

কামরুল ইসলাম রুবেল বলেছেন: তাহমিদ এর ব্যাপারটা মাঝে মাঝেই স্মৃতিতে ভেসে আসে। কোথায় কেমন আছে সে?

শিরোনামের শব্দটা ধুলায় নয়, কুলায় হবে। কুলায় মানে নীড়ে।

০৪ ঠা জুন, ২০১৬ দুপুর ২:১০

এই সব দিন রাত্রি বলেছেন: গানের লাইনটা হুবুহু কপি করতে চাইনি; আমাদের ফেরারি পাখি গুলো ধুলোর ধরায় আর ফিরে আসবেনা, তাই লিখেছিলাম। তাহমিদ হারিয়ে গেছে, আল্লাহর কাছে আছে, ভাল আছে অবশ্যই

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.