নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মনের আনন্দে লিখতে থাকি; আনন্দ শেষ, তো লেখাও শেষ! সবাইকে শুভেচ্ছা

এই সব দিন রাত্রি

মনের আনন্দে লিখতে থাকি, আনন্দ শেষ তো লেখাও শেষ! কেও না পড়লেও কোন অসুবিধে নেই! সবাইকে শুভেচ্ছা!

এই সব দিন রাত্রি › বিস্তারিত পোস্টঃ

আমার নির্বাসন পর্ব তিন ঃ ঝুম বৃষ্টি বনাম তুষারপাত !!

১০ ই ডিসেম্বর, ২০১৪ রাত ৩:০৮

প্রথম পর্ব এইখানে , দ্বিতীয় পর্ব এইখানে



লাইবেরিয়ায় আমি কাজ করতাম ডেনমার্কের লেঃ কঃ ইয়েন নেলসনের সাথে। পঞ্চাশ ঊর্ধ্ব ভদ্রলোক ইউরোপের বাইরে এই প্রথম এসেছেন। লাইবেরিয়ার উষ্ণ আবহাওয়া আমার যতটা পছন্দ ছিল, উনার ঠিক ততটাই অপছন্দ ছিল। বিষুবরেখার একদম কাছে হওয়ায় বাতাসে জলীয়বাষ্প আর সূর্যের তিব্রতা উনাকে সকালে গোলাপি আর দুপুরে টকটকে লাল করে তুলত।

সকালে অফিসে এসেই কিছুক্ষন আবহাওয়া বিষয়ে অভিযোগে উনার দিন শুরু হত। আমি উনাকে বললাম, বৃষ্টি শুরু হলে বেশ ভাল লাগবে তার। বিশ্বাস করল না। কারন ইউরোপিয়ানরা যেমন বৃষ্টি দেখে অভ্যস্ত, সেটাতে বিরক্তি ছাড়া আর কিছুর উদ্রেক হয় না। আমাদের অফিসের জানালা দিয়ে আটলান্টিক দেখা যেত। যতদুর চোখ যায় শুধু নীল পানি



হটাত একদিন আকাশ কাল করে মেঘ জমল আটলান্টিকের উপরে। বাতাসে বৃষ্টির গন্ধ! মুগ্ধ ইয়েন বলল, "I have never experienced heavy rain"

আমি বললাম "wait and see"

হুড়মুড় করে আকাশ ভেঙ্গে নেমে এল ঝুম বৃষ্টি। সব ভেসে গেল। ইয়েনের বিরক্তি; আমার নির্বাসনের বিষাদ, সব।



হাফপ্যান্ট পড়া কিছু বালক নেমে গেল বৃষ্টি উদযাপনে।



ইয়েনের মুখে হাসি। আমি বুঝলাম বৃষ্টির সুর ওকে স্পর্শ করেছে।

- Man it feels like first snowfall; only so different in texture।



আমি তখনও জানিনা তুষারপাত কেমন হয়। আমি তবুও আত্মবিশ্বাস ভরে বললাম, যদিও আমি তুষারপাত দেখিনি, তবে আমার মনে হয় না ঝুম বৃষ্টির চেয়ে সুন্দর আর কিছু হতে পারে। ইয়েন মুচকি হেসেছিল



জানালার ফাক দিয়ে তুষারপাত দেখেই থমকে গিয়েছিলাম তাই। প্রকৃতি বোধ হয় ইচ্ছে করেই তুষারপাতের সময় ঠাণ্ডা কমিয়ে দেয়। আমি দ্রুত বের হলাম হোটেলের দরজা দিয়ে। মিহি পাওডারের মত গুড়ো আকাশ থেকে পড়ছে। সাদা এত সুন্দর হতে পারে আমার কল্পনায় ছিল না। দেখতে দেখতে আশ পাশের রাস্তা, গাছ, পার্কের বেঞ্চ সব সাদা হয়ে গেল।

ইয়েনের মুচকি হাসি মনে পড়ে গেল। জীবনে প্রথম ঝুম বৃষ্টি দেখা আর প্রথম তুষারপাত দেখা একই রকম।



সৃষ্টিকর্তা আমাদের মুগ্ধ করতে কত আয়জোন করে রেখেছেন চারপাশে।

"Heaven gives it glimpses only to those. Not in position to look too close"। আমরা প্রতিদিনের ব্যস্ততায় আশেপাশের স্বর্গীয় মুহূর্ত গুলোকে এড়িয়ে যাই।



রাস্তার পাশে একটা ফুল



মায়ের হাত ধরে বেনি দুলিয়ে হেটে যাওয়া মেয়েটা



স্টেশন প্ল্যাটফর্মে এক চায়ের কাপে দুই পরিবারের রুটি ভাগ করে খাওয়া



গাড়ির জানালা দিয়ে দেখা সেই পদ্ম পুকুর





তুষারপাত এড়াতে চাইলেও অবশ্য সম্ভব না। দেখতেই হবে চোখ মেলে। তবে বৃষ্টিতে যেমন পানি জমে সবার কষ্ট বাড়ে, তুষার গলেও অনেকটা পিচ্ছিল এক কাদা বেশ দুর্ভোগ তৈরি করে



তবে ইয়েন পাশে থাকলে হয়ত অর মুচকি হাসির উত্তরে বলতে পাড়তাম,



ঝুম বৃষ্টি আর তুষার পাতের মধ্যে আসলে কোন প্রতিযোগিতা নেই;



তবে ঝুম বৃষ্টি আমার অনেক আপন; আমার কন্যার আহ্বানের মতই মিষ্টি



"বাবা, বাইরে বৃষ্টি হচ্ছে, চল বৃষ্টিতে ভিজি"



চলবে.।।।

মন্তব্য ১৪ টি রেটিং +৪/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ১০ ই ডিসেম্বর, ২০১৪ রাত ৩:৪৫

খেলাঘর বলেছেন:

বিষুব রেখাটা কে একেছে, কতটুকু চেপ্টা?

১০ ই ডিসেম্বর, ২০১৪ রাত ৩:৪৮

এই সব দিন রাত্রি বলেছেন: আমি একেছিলাম ভূগোল খাতায়! আপনাকে আঁকতে দেয়নি??

২| ১০ ই ডিসেম্বর, ২০১৪ দুপুর ১:২৯

অপূর্ণ রায়হান বলেছেন: ভালো লাগলো। আগামী পর্বের অপেক্ষায় +

ভালো থাকবেন অনেক অনেক :)

২৬ শে ডিসেম্বর, ২০১৪ রাত ২:৩৫

এই সব দিন রাত্রি বলেছেন: সরি অপূর্ণ ভাই, অনেকদিন পর পর বসার সুযোগ হয়; তাই উত্তর দিতে দেরি হয়ে গেল। আগামী পর্ব লিখছি ঃ)। আপনিও ভাল থাকবেন

৩| ১০ ই ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:৪৩

এহসান সাবির বলেছেন: চলুক.....

২৬ শে ডিসেম্বর, ২০১৪ রাত ২:৩৫

এই সব দিন রাত্রি বলেছেন: ধন্যবাদ সাথে থাকুন
:)

৪| ২১ শে ডিসেম্বর, ২০১৪ বিকাল ৫:১৯

কলমের কালি শেষ বলেছেন: বেশ ভালো লাগলো । চলতে থাকুক ।

২৬ শে ডিসেম্বর, ২০১৪ রাত ২:৩৬

এই সব দিন রাত্রি বলেছেন: চলবে ইনশাল্লাহ!!

৫| ২১ শে ডিসেম্বর, ২০১৪ বিকাল ৫:৪৭

মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: আমিও মুগ্ধ হয়েছিলাম যখন ভারতের মানালিতে সকালে ঘুম থেকে উঠে দেখলাম চারিদিক তুষারে ঢেকে গেছে ! সে এক চরম অনুভূতি ! কি সুন্দর, আলহামদুলিল্লাহ।

২৬ শে ডিসেম্বর, ২০১৪ রাত ২:৩৭

এই সব দিন রাত্রি বলেছেন: আসলেই অনেক সুন্দর জহিরুল ভাই। আমি মুগ্ধ! আলহামদুলিল্লাহ। :)

৬| ২৭ শে ডিসেম্বর, ২০১৪ রাত ৮:০২

অ্যামাটার বলেছেন: ্পড়ে ফেললাম ৩টা পর্বই। দারুন। আবারও অপেক্ষায় :)

৩০ শে ডিসেম্বর, ২০১৪ ভোর ৪:১০

এই সব দিন রাত্রি বলেছেন: সময় পাইনা আসলে.।.।। তবে অনেক কিছু লিখতে ইচ্ছে করে। আস্তে আস্তে লিখছি। আশা কর পড়বেন। :)

৭| ৩০ শে ডিসেম্বর, ২০১৪ রাত ৯:৫১

কামরুল ইসলাম রুবেল বলেছেন: সবগুলো পর্ব পড়লাম, পরের পর্বের অপেক্ষায়।

৩১ শে ডিসেম্বর, ২০১৪ বিকাল ৫:৩৬

এই সব দিন রাত্রি বলেছেন: রুবেল ভাই, অপেক্ষা করুন; ছাপাখানায় আছে; আসছে!!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.