নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মনের আনন্দে লিখতে থাকি; আনন্দ শেষ, তো লেখাও শেষ! সবাইকে শুভেচ্ছা

এই সব দিন রাত্রি

মনের আনন্দে লিখতে থাকি, আনন্দ শেষ তো লেখাও শেষ! কেও না পড়লেও কোন অসুবিধে নেই! সবাইকে শুভেচ্ছা!

এই সব দিন রাত্রি › বিস্তারিত পোস্টঃ

আমার নির্বাসন - পাইন বন আর পুতিনের দেশে!

০৭ ই ডিসেম্বর, ২০১৪ রাত ৩:৩৩

মাঝে মনে হয়, জীবনটা খুব দ্রুত ফুরিয়ে আসছে। গালাপাগোস দ্বীপে কিছু কচ্ছপ নাকি হাজার বছর বেচে থাকে। হাত পা গুটিয়ে কচ্ছপের মত খোলসে ঢুকে যদি সময়টা আরেকটু বাড়িয়ে নেয়া যেত, তবে মন্দ হত না! বাংলাদেশে জন্ম নেয়া আমার গড় আয়ু বেধে দেয়া হয়েছে ৬৯ এ। ঘড়ির কাঁটা এক মুহূর্ত বিশ্রাম না নিয়ে আমাকে নিয়ে চলেছে সেই গন্তব্যে। তাল রাখতে রীতিমত হিমশিম খেয়ে যাচ্ছি। অভিজ্ঞতার ঝুলি পূর্ণ করছি মহা মূল্যবান সময়ের বিনিময়ে।
শীত আসলেই আমার হাঁচি কাশির দমকে এলাকা গরম থাকে।যশোরে এর আগের শীতে ৪ ডিগ্রী পর্যন্ত নেমেছিল; ঠাণ্ডায় জমে গিয়ে আল্লাহকে বলেছিলাম; "ডীপ ফ্রিজে রাখস কেন আমারে হে খোদা"। ঊনি তাই মুচকি হেসে এই শীতে আমার জন্যে সত্যিকারের "ডীপ ফ্রিজ" ঠাণ্ডার আয়োজন করলেন!
ঢাকা কলেজের উল্টো দিকের 'খনি' থেকে উদ্ধার হল -২০ এ টিকে থাকার সরঞ্জাম। সাথে যোগ হল তিন ডিব্বা অলিভ অয়েল, দুই ডিব্বা মধু আর একগাদা ভেসলিন। "বরফ" বিশেষজ্ঞরা আমাকে বিভিন্ন ভাবে ভয় দেখাতে শুরু করলেন। আমিও তাদের হতাশ না করে একরাশ ভয় বুকে যাত্রা করলাম ঠাণ্ডা মরুভূমি অভিমুখে।

ঠাণ্ডা দেশের "গরম" মানুষ

Vnukovo International Airport এ যখন নামলাম, তখন রাত আঁটটা বেজে পঁচিশ। রাশিয়ানদের "ঠাণ্ডা" মেজাজ টের পেলাম এয়ারপোর্টে নেমেই। এতটা নিঃশব্দ কোন বিমান বন্দরে এর আগে যাইনি। ইম্মিগ্রেশনে প্রায় তিন ঘণ্টা সময় নিল তারা। আমাদের ভিসা কিংবা কাগজে কোন সমস্যা নেই, তবুও! ইমিগ্রেশন পার হয়ে বরফ বিশেষজ্ঞদের পরামর্শ মতই তিন লেয়ারে নিজেকে ঢেকে প্রস্তুত হলাম। বাইরে তখন -১২! জীবনে প্রথমবার এই রকম ঠাণ্ডার সাথে পরিচয় হতে যাচ্ছে! বাইরে বের হবার সাথে সাথে ঢাকা কলেজের উল্টো দিকের মামুদের প্রতি কৃতজ্ঞতায় ভরে গেল মন টা। উনারা নিজেরা বেছে বেছে যা দিয়েছিলেন, সবই কাজ করছে! বাসের অপেক্ষায় কিছুক্ষণ দাড়িয়ে থেকে ভাবছিলাম, এই শীতে মানুষ জনের নিশ্চয়ই অনেক কষ্ট হয়।আমাকে ভুল প্রমাণ করার জন্যেই বুঝি এক রাশান হাফ প্যান্ট পরে আমার সামনে দাড়িয়ে সিগারেট খেতে লাগল। আমার বিস্ময় দৃষ্টি দেখে একটু হেসে সামনে এসে বলল; "দোবরে ভিয়েচার"(শুভ সন্ধ্যা)।আমি কিছু না বুঝেই একটু হেসে মাথা নাড়লাম। ঠাণ্ডা দেশের "গরম" মানুষ আমার ভয় দূর করে দিল;নাহ,মনে হয় বেঁচে ফিরব এ যাত্রা :)
চলবে.।.।

মন্তব্য ১৭ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৭) মন্তব্য লিখুন

১| ০৭ ই ডিসেম্বর, ২০১৪ ভোর ৪:২৭

খেলাঘর বলেছেন:

কি জন্য গিয়েছেন?

০৭ ই ডিসেম্বর, ২০১৪ ভোর ৫:০২

এই সব দিন রাত্রি বলেছেন: অফিসের কাজে; তবে আমার কন্যাদের ছাড়া যে কোন ভ্রমণই আমার কাছে নির্বাসন মনে হয়

২| ০৭ ই ডিসেম্বর, ২০১৪ ভোর ৫:৫৮

অ্যামাটার বলেছেন: পরের পর্বের অপেক্ষায় থাকলাম।

০৯ ই ডিসেম্বর, ২০১৪ রাত ২:৪১

এই সব দিন রাত্রি বলেছেন: আসছে.।। অনেক ধন্যবাদ পঠে। :)

৩| ০৮ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১০:৪৯

আমিনুর রহমান বলেছেন:



কেমন আছেন?

০৯ ই ডিসেম্বর, ২০১৪ রাত ২:৪২

এই সব দিন রাত্রি বলেছেন: আলহামদুলিল্লাহ আমিনুর ভাই ভাল আছি। আপনি ভাল আছেন?

৪| ০৯ ই ডিসেম্বর, ২০১৪ দুপুর ১২:৪৫

অপূর্ণ রায়হান বলেছেন: ভালো লাগলো। আরও একটু বড় হলে লেখা পড়ে আরও তৃপ্তি পেতাম :)

শুভেচ্ছা।।

০৯ ই ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:১১

এই সব দিন রাত্রি বলেছেন: সময় নিয়ে লেখা হয়ে ওঠে না ভাই। পরের গুলো আরেকটু বড় করতে চেস্টা করব। অসংখ্য ধন্যবাদ আপনাকে :)

৫| ২১ শে ডিসেম্বর, ২০১৪ বিকাল ৫:২৬

মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: শুরুটাতো ভালই হল... :)

১৮ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৩:২৭

এই সব দিন রাত্রি বলেছেন: তা ঠিক; তবে সময় আর কাটছে না জহির ভাই :(

৬| ১০ ই জানুয়ারি, ২০১৫ সকাল ১১:১৬

মায়াবী রূপকথা বলেছেন: ঠান্ডা লাগছে। ভালো লেখা।

১৮ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৩:২৮

এই সব দিন রাত্রি বলেছেন: আরও লখেছি; পড়ে দেখতে পারেন :)

৭| ১৫ ই জানুয়ারি, ২০১৫ রাত ৯:৫০

আরমিন বলেছেন: -১৮ তে হাফ প্যান্ট! কিভাবে পসিবল?

১৮ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৩:৩০

এই সব দিন রাত্রি বলেছেন: আমাদের ইন্টারপ্রেটর কে জিজ্ঞেস করেছিলাম; সে আরও ভয়াবহ ইনফরমেশন দিল। এরা নাকি নতুন বছরে "শুদ্ধ" হতে বরফগলা পানিতে ডুব দেয়!! শুনেই আমার পুরো ঈঈঈঈঈঈঈঈঈঈঈঈঈ অবস্থা :)

৮| ২২ শে ডিসেম্বর, ২০১৫ ভোর ৬:০৮

রুদ্র জাহেদ বলেছেন: ভালো লাগল পড়ে...

২৩ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:৪৯

এই সব দিন রাত্রি বলেছেন: ধন্যবাদ জাহেদ ভাই :)

৯| ২৩ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:৫৯

জুন বলেছেন: সিরিজটা পড়লাম। একদা অনেক প্রিয় রাশিয়ান বই চুক আর গেকের এর কিছু চিত্র ভেসে উঠলো চোখের সামনে।
অনেক ভালোলাগা
+

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.