নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মনের আনন্দে লিখতে থাকি; আনন্দ শেষ, তো লেখাও শেষ! সবাইকে শুভেচ্ছা

এই সব দিন রাত্রি

মনের আনন্দে লিখতে থাকি, আনন্দ শেষ তো লেখাও শেষ! কেও না পড়লেও কোন অসুবিধে নেই! সবাইকে শুভেচ্ছা!

এই সব দিন রাত্রি › বিস্তারিত পোস্টঃ

মানবিক; পাশবিক অথবা মাঝামাঝি

২২ শে জুলাই, ২০১৪ রাত ১২:১১

আজকাল কোন কাজ না থাকলে ফেসবুক খুলে বসে থাকি। অর্থহীন ভাবে কিছু সময় পার করা; সাথে সময় বাঁচানো লাইক বাটনে সামাজিকতা রক্ষা।

ফেসবুকে একটা মজার ব্যপার হল সাধারনত আমি যা পছন্দ করি, তাই আমার টাইমলাইন জুড়ে থাকে। কিছু অপছন্দের ব্যপার চলে আসলে সেগুলো এড়িয়ে যাবারও সুব্যবস্থা আছে। তবে সাধারন ভাবে আমি কিছু এড়াতে চাইলে দ্রুত স্ক্রল করে নিচে নেমে যাই।



বাচ্চাদের ফুটো হয়ে যাওয়া বুক



বাবার কোলে মৃত শিশু



রক্তমাখা পুতুল



কোন এক মায়ের আহাজারি



কোন এক বাবার বুক ফাটা কান্না



ভেঙ্গে পড়া বাড়ির সামনে এক বৃদ্ধ



আমার মাউসের স্ক্রল বাটন একসময় স্লথ হয়ে আসে;



কোন এক নতুন বাবার কোল আলো করে হাসে এক সন্তান



দ্রুত লাইক বাটন চাপি; তারপর আবার.........



বাচ্চাদের ফুটো হয়ে যাওয়া বুক



বাবার কোলে মৃত শিশু



রক্তমাখা পুতুল



কোন এক মায়ের আহাজারি



সত্যিকারের স্ক্রল বাটন যাদের হাতে; তাদের ফেসবুক টাইমলাইন জুড়ে থাক এসব; আমাকে ক্ষমা করা হউক।

আমার ঘৃণা প্রকাশে কারও কেশ বক্র হয়না, তাই ঘৃণা মনে মনে।



আমি শুধু স্ক্রল করে নিচে নামি।



অনেক নিচে...



মানবিক; পাশবিক ছাড়িয়ে



নর্দমার কীট; অথবা মাঝামাঝি

মন্তব্য ৮ টি রেটিং +৪/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ২২ শে জুলাই, ২০১৪ বিকাল ৩:৫৬

হাসান মাহবুব বলেছেন: ফেসবুক এখন নিজের এমন একটা অস্তিত্ব যাকে হেলাফেলা করা যায় না। নিজের ঘরের মতোই সুন্দর করে সাজাতে হয় এটাকে। এটা সুন্দর না কুৎসিত হবে তা সম্পূর্ণ আপনার ওপরেই নির্ভর করে। আমি আমার ফেসবুক নিয়ে খুশি। অনেক যাচাই বাচাই করি তো!

২৫ শে জুলাই, ২০১৪ সকাল ১১:১৮

এই সব দিন রাত্রি বলেছেন: আমিও চেষ্টা করি। তবে এত বেশি আসছে এই পোস্ট গুলো। মন খারাপ করার মত :(

২| ২২ শে জুলাই, ২০১৪ সন্ধ্যা ৬:২২

প্রোফেসর শঙ্কু বলেছেন: স্ক্রল করে নিচে নামতে নামতে কতটা নিচে নামা যায় সেটা এখন ভুলে গেছি আমরা।

২৫ শে জুলাই, ২০১৪ সকাল ১১:১৯

এই সব দিন রাত্রি বলেছেন: আমার মাঝে মাঝে মনে হয় পশুরা আমাদের থেকে অনেক ভালো

৩| ২৫ শে জুলাই, ২০১৪ সন্ধ্যা ৬:৩৫

শান্তির দেবদূত বলেছেন: আসলেই মন খারাপ করার মত, আমিও একটা
দীর্ঘশ্বাস ছেড়ে দ্রুত স্ক্রল করে নিচে নেমে যাই আরও দ্রুত আরও নিচে। এ সমস্ত পোষ্টগুলোতে কমেন্ট করতেও প্রচন্ড কষ্ট হয়, কিই বা কমেন্ট করার আছে, কোন শান্তির বানী শোনাবো!

২৭ শে জুলাই, ২০১৪ সকাল ৯:৩১

এই সব দিন রাত্রি বলেছেন: আপনি তো শান্তির দেবদূত! আপনি হতাশ হয়ে গেলে ক্যামনে হবে? গাজার মানুষ গুলার জন্যে দীর্ঘশ্বাস ছাড়তেও অপরাধবোধ হয়!

৪| ০১ লা আগস্ট, ২০১৪ রাত ১২:৪৮

এহসান সাবির বলেছেন: ঈদের শুভেচ্ছা রইল।

০১ লা আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৭:৫৫

এই সব দিন রাত্রি বলেছেন: আপনাকেও ঈদের শুভেচ্ছা এহসান ভাই :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.