নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মনের আনন্দে লিখতে থাকি; আনন্দ শেষ, তো লেখাও শেষ! সবাইকে শুভেচ্ছা

এই সব দিন রাত্রি

মনের আনন্দে লিখতে থাকি, আনন্দ শেষ তো লেখাও শেষ! কেও না পড়লেও কোন অসুবিধে নেই! সবাইকে শুভেচ্ছা!

এই সব দিন রাত্রি › বিস্তারিত পোস্টঃ

মনের শুদ্ধতম সময়ে; ভালবেসে

২১ শে জুন, ২০১৪ সকাল ১১:২৯

মনের শুদ্ধতম সময়ে নরম ঘাসের কথা মনে পড়ল। নরম সবুজ ঘাস। যে ঘাসে পা ডুবে যায়। পায়ের পাতায় লাজুক শিশিরের সুড়সুড়ি মাখা ভালোবাসা। যে ঘাসে মন তার বয়স হারিয়ে আবার নবজাতক। যে ঘাসে হাত ধরে হেটে চলে সদ্য কৈশোর পার হওয়া প্রেমিক যুগল। যে ঘাসে গোল হয়ে বসে বাদাম খাওয়া; যে ঘাসে তোমার আমার সন্তানেরা খুনসুটিতে মাতে।



মনের শুদ্ধতম সময়ে বৃষ্টি ভেজা এক রাস্তা মনে পড়ল। সামনে ফেনিল সমুদ্র ছিল। তোমার হাতে আমার হাত ছিল। ইলশেগুঁড়িতে; টুপটাপ জমে থাকা পানিতে স্পন্দন। গরম কফির মগ; মুগ্ধ চোখে তোমায় দেখা। ভেজা বাতাসে নিঃশব্দ সুর ছিল; তোমার চুল ছুঁয়ে ভালবাসা, বিষণ্ণ ভাললাগা!



মনের শুদ্ধতম সময়ে অনেকের মাঝে একা বসে থাকা এক যুবকের কথা মনে পড়ল। একটা একটা করে হৃদস্পন্দন গুনে অপেক্ষা। করুণাময়ের কাছে করজোড়ে প্রার্থনা তোমার জন্যে; আমাদের প্রথম সন্তানের জন্যে। তারপর দরজার ওপার থেকে একটুকরো স্বর্গ নিয়ে ফিরলে তুমি; আনাড়ি হাতে প্রথমবার আলিঙ্গন, প্রথম দেখা; ভাললাগা, ভালবাসা।



মনের শুদ্ধতম সময়ে তোমাদের মনে পড়ল। মমতার স্পর্শ, আমার জীবন জুড়ে; দুরু দুরু বুকে আমার পথ চেয়ে থাকা তোমরা। শুধু আমার জন্যে মন খারাপ করে থাকা তোমরা। শুধু আমার জন্যে প্রিয় খাবারগুলো জমিয়ে রাখা তোমরা। আমি বাড়ি ফিরলে আমাকে জড়িয়ে থাকা তোমরা।

মন্তব্য ২০ টি রেটিং +৫/-১

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ২১ শে জুন, ২০১৪ বিকাল ৩:৩৬

রিয়াদ( শেষ রাতের আঁধার ) বলেছেন: দারুণ লিখেছেন। অল্প কিছু কথায় হৃদয় ছুঁয়ে যাওয়া কিছু লিখেছেন। বিশেষ করে এই টুকু-

মনের শুদ্ধতম সময়ে বৃষ্টি ভেজা এক রাস্তা মনে পড়ল। সামনে ফেনিল সমুদ্র ছিল। তোমার হাতে আমার হাত ছিল। ইলশেগুঁড়িতে; টুপটাপ জমে থাকা পানিতে স্পন্দন। গরম কফির মগ; মুগ্ধ চোখে তোমায় দেখা। ভেজা বাতাসে নিঃশব্দ সুর ছিল; তোমার চুল ছুঁয়ে ভালবাসা, বিষণ্ণ ভাললাগা!

২২ শে জুন, ২০১৪ সকাল ৭:০৩

এই সব দিন রাত্রি বলেছেন: অনেক ধন্যবাদ ভাই।ভাল থাকবেন :-)

২| ২১ শে জুন, ২০১৪ সন্ধ্যা ৬:০৮

হাসান মাহবুব বলেছেন: চমৎকার কিছু অনুভূতি।

২২ শে জুন, ২০১৪ সকাল ৭:০৪

এই সব দিন রাত্রি বলেছেন: :-)

৩| ২১ শে জুন, ২০১৪ সন্ধ্যা ৬:৫০

বেপরোয়া বেদুঈন বলেছেন: বেশ কিছু নান্দনিক অনুভবের অনুভবের অনবদ্য চিত্রণ ।

২২ শে জুন, ২০১৪ সকাল ৭:০৫

এই সব দিন রাত্রি বলেছেন: মনের শুদ্ধতাবাদী হতে চেয়েই শুধু

৪| ২১ শে জুন, ২০১৪ সন্ধ্যা ৭:১৪

মামুন রশিদ বলেছেন: শুদ্ধতম সময় জড়িয়ে থাক সব সময় ।

২২ শে জুন, ২০১৪ সকাল ৭:০৮

এই সব দিন রাত্রি বলেছেন: সবসময় জড়িয়ে থাক সবাইকে, শুভকামনা :-)

৫| ২১ শে জুন, ২০১৪ সন্ধ্যা ৭:৩২

আহমেদ জী এস বলেছেন: এই সব দিন রাত্রি ,




শুদ্ধতম সময়ে মনের ভেতর জড়িয়ে থাকা কিছু বৃষ্টি ভেজা নরম ঘাসের কথা বুনে তুললেন যেন .......

২২ শে জুন, ২০১৪ সকাল ৭:০৯

এই সব দিন রাত্রি বলেছেন: শুদ্ধতম চিন্তায় শুধু

৬| ২১ শে জুন, ২০১৪ রাত ৮:২৮

is not available বলেছেন: অসাধারণ লেখা! প্রকৃতির রুপগুলোর বর্ণনায় একেবারে অতীত স্মৃতিতে ফিরে গিয়েছিলাম! ধন্যবাদ এরকম কিছু মূহুর্ত উপহার দেয়ার জন্য!

২২ শে জুন, ২০১৪ সকাল ৭:১০

এই সব দিন রাত্রি বলেছেন: আমি নিজেও লিখতে লিখতে অতীতে চলে গিয়েছিলাম

৭| ২১ শে জুন, ২০১৪ রাত ৯:২৩

ফা হিম বলেছেন: সুন্দর।

২২ শে জুন, ২০১৪ সকাল ৭:১২

এই সব দিন রাত্রি বলেছেন: যা কিছু শুদ্ধ তাই সুন্দর :-)

৮| ২২ শে জুন, ২০১৪ দুপুর ১২:৫৮

আহসানের ব্লগ বলেছেন: ভাল লিখেছেন

২৩ শে জুন, ২০১৪ রাত ৮:২০

এই সব দিন রাত্রি বলেছেন: অনেক ধন্যবাদ ভাই।ভাল থাকবেন :-)

৯| ২৬ শে জুন, ২০১৪ সকাল ১০:৩২

আহসানের ব্লগ বলেছেন: আপনিও :)

২৮ শে জুন, ২০১৪ বিকাল ৪:৪৮

এই সব দিন রাত্রি বলেছেন: :-)

১০| ২১ শে জুলাই, ২০১৪ রাত ১০:১১

শায়মা বলেছেন: সুন্দর!!!

২২ শে জুলাই, ২০১৪ রাত ১২:১৩

এই সব দিন রাত্রি বলেছেন: ধন্যবাদ শায়মা আপু। অনেক ভাল থাকবেন। :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.