নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মনের আনন্দে লিখতে থাকি; আনন্দ শেষ, তো লেখাও শেষ! সবাইকে শুভেচ্ছা

এই সব দিন রাত্রি

মনের আনন্দে লিখতে থাকি, আনন্দ শেষ তো লেখাও শেষ! কেও না পড়লেও কোন অসুবিধে নেই! সবাইকে শুভেচ্ছা!

এই সব দিন রাত্রি › বিস্তারিত পোস্টঃ

জঙ্গি বৈমানিক(Fighter Pilot) হতে হলে পর্ব ২

০৮ ই জুন, ২০১৪ রাত ৯:৫৪

প্রথম পর্বে জঙ্গি বৈমানিকের প্রাথমিক যোগ্যতা নিয়ে লিখতে শুরু করেছিলাম। যেখানে চোখের ব্যপারে লিখেছিলাম। এবার লিখতে চাই হৃৎপিণ্ড নিয়ে।

ধরুন আপনি শব্দের চেয়ে বেশি গতিতে ছুটে চলেছেন; আচমকা আপনাকে বিমানের গতিপথ পরিবর্তন করতে হলে Gravity এর বিপরীতে কাজ করতে হবে। বিমানে অবস্থিত G মিটার এই রিডিং দেয়। যদি তা ৮ জি প্রদর্শন করে তবে বুঝতে হবে আপনার শরীরের ওজন বেড়ে এখন ৮ গুণ হয়ে গিয়েছে। প্রচণ্ড চাপে মাথা থেকে রক্ত নেমে আসে শরীরের নিচের ভাগে। মস্তিস্ক রক্ত শূন্য হয়; চোখের সামনে আলো নিভে আসে। এই অবস্থার নাম Black Out! Black out বেশিক্ষন স্থায়ী হলে সেটি মৃত্যু ডেকে আনতে পারে বৈমানিকের। একজন জঙ্গি বৈমানিককে অবশ্যই একটি সক্ষম হৃৎপিণ্ডের অধিকারী হতে হয়। এমন একটি হৃৎপিণ্ড যেটি সর্বাবস্থায় মস্তিষ্কে রক্ত চলাচল অব্যাহত রাখতে পারে।এন্টি "জি" পোশাক পড়ে, মুখ খিঁচে, পেটের পেশী শক্ত করে এবং নিঃশ্বাস নেবার একটি বিশেষ পদ্ধতি অনুসরণ করে হৃৎপিণ্ডকে মস্তিষ্কে অব্যাহত রক্ত সরবরাহ করতে সাহায্য করেন বৈমানিক।



একজন বৈমানিককে তাই প্রতিদিন উড্ডয়নের পূর্বে রক্তচাপ পরীক্ষা করে যেতে হয়। একটি মানুষের জন্যে আদর্শ রক্ত চাপ (১২০/৮০) এবং সেটা ধরে রাখতে বেশ কাঠখড় পোড়ানর দরকার পড়ে বৈকি। একজন ফ্লায়িং ফিট বৈমানিক তাই তার হৃৎপিণ্ডের ব্যপারে অত্যন্ত যত্নশীল। পরিমিত জীবনযাপন, পরিমিত আহার, পর্যাপ্ত ঘুম এবং জীবনের সমস্যাগুলোকে সমস্যা না ভেবে চ্যলেঞ্জ হিসেবে নিয়ে একজন জঙ্গি বৈমানিক তার হৃৎপিণ্ডের সুস্থতা ধরে রাখেন।

একজন জঙ্গি বৈমানিক তাই দৈনিক ৮ ঘণ্টা ঘুমান এবং স্ট্রেস ফ্রি জীবনযাপনে বিশ্বাসী হন।



ধরে নিলাম আপনার চোখ এবং হৃদয় জঙ্গি বৈমানিক হবার উপযুক্ত। এইবার তাহলে জানা যাক কিভাবে আপনি জঙ্গি বিমানের ককপিট পর্যন্ত পৌছাবেন।



বাংলাদেশ বিমান বাহিনী আপনাকে একজন জঙ্গি বৈমানিক হতে সাহায্য করবে। তবে সে স্বপ্নের আরাধ্যে পৌছাতে কঠোর পরিশ্রম এবং ধৈর্য থাকতে হবে। প্রথমত আপনাকে পড়াশোনা করতে হবে বিজ্ঞান বিভাগে। আমি ভেবেছিলাম সামরিক বাহিনীতে ঢোকার পর আমাকে আর বই খাতা নিয়ে বসতে হবে না। যারা এমন ভাবছেন তাদের বলে রাখি একজন জঙ্গি বৈমানিককে প্রচুর পড়াশোনা করতে হয় এবং এই পড়াশোনা তাকে করতে হয় নিজেকে উড্ডয়নের যোগ্য রাখার জন্যেই। তবে Aerodynamics পড়ে তার প্রত্যক্ষ ফলাফল নিজের চোখে দেখা এক বিরল অভিজ্ঞতা বৈকি। জঙ্গি বিমান গুলো মানুষের প্রযুক্তিগত উৎকর্ষতার সর্বোচ্চ নিদর্শন। একজন জঙ্গি বৈমানিককেও তাই ততখানিই চৌকশ হতে হয়।

চলবে

বাংলাদেশ বিমানবাহিনীতে যোগদানের সকল খবর জানতে নিচের এইখানে গুতা দিন।



প্রথম পর্ব

মন্তব্য ২১ টি রেটিং +৩/-০

মন্তব্য (২১) মন্তব্য লিখুন

১| ০৮ ই জুন, ২০১৪ রাত ১০:০৮

ইমাম হাসান রনি বলেছেন: প্রথম পর্বের মত এই পর্বও পড়ে ফেললাম । টিভিতে বৈমানিকের উপর G ফোরস নিয়ে একটা প্রতিবেদন দেখছিলাম । আচ্ছা এমনটা হলে তো সেন্স লেস হওয়ারও সম্ভাবনা থাকে ।

০৮ ই জুন, ২০১৪ রাত ১১:১৬

এই সব দিন রাত্রি বলেছেন: ব্ল্যাক আউটের প্রথমিক পর্যায়ে চোখ এবং মস্তিষ্ক অক্সিজেন সরবরাহ হারায় এবং এই অবস্থা খুব বেশি সময় থাকলে বৈমানিক সেন্স লেস হয়ে যেতে পারেন এবং স্ট্রোক করে মারা যেতে পারেন

২| ০৮ ই জুন, ২০১৪ রাত ১০:৫৪

রাহাত লতিফ তৌসিফ বলেছেন: ভালো তো, বাংলাদেশে জঙ্গি পাইলট কয় জন?

০৮ ই জুন, ২০১৪ রাত ১১:১৭

এই সব দিন রাত্রি বলেছেন: এই প্রশ্নটার উত্তর জানতে আপনাকে বিমান বাহিনীতে যোগাযোগ অথবা যোগদান করতে হবে।

৩| ০৮ ই জুন, ২০১৪ রাত ১১:০৪

রাজা মশাই বলেছেন: আমার একটা প্রশ্ন। বৈমানিক হতে হলে এসএসসি তে সাইন্স এবং এইচএসসিতে সাইন্স কি মাষ্ট থাকতে হবে? অন্য গ্রুপের পোলাপন কি করবে?

০৮ ই জুন, ২০১৪ রাত ১১:২১

এই সব দিন রাত্রি বলেছেন: বৈমানিক হতে হলে আপনাকে বিজ্ঞান বিভাগে পড়াশোনা করতে হবে; সেটা পৃথিবীর যেকোনো বিমান বাহিনীর জন্যেই প্রযোজ্য।

৪| ০৯ ই জুন, ২০১৪ রাত ১২:১৩

ইসপাত কঠিন বলেছেন: আপনি কি এখনো The Avengers এ আছেন?

০৯ ই জুন, ২০১৪ রাত ১০:১৩

এই সব দিন রাত্রি বলেছেন: না ভাই :)

৫| ০৯ ই জুন, ২০১৪ রাত ২:২০

কামরুল ইসলাম রুবেল বলেছেন: waiting for next ep.

০৯ ই জুন, ২০১৪ রাত ১০:১৩

এই সব দিন রাত্রি বলেছেন: আসিতেছে :)

৬| ০৯ ই জুন, ২০১৪ সকাল ৮:৩১

নাজমুল হাসান মজুমদার বলেছেন: চমৎকার পোস্ট । খুব বিমান চালাইতে মন চাইতো এক সময় । শুভেচ্ছা ভাই ।

০৯ ই জুন, ২০১৪ রাত ১০:১৪

এই সব দিন রাত্রি বলেছেন: আপনাকেও শুভেচ্ছা ভাই; অনেক ভালো থাকবেন :)

৭| ০৯ ই জুন, ২০১৪ রাত ৮:৫৬

শুঁটকি মাছ বলেছেন: ছোটোকালে বিমান চালানোর শখ আছিলো। :-< |-)

০৯ ই জুন, ২০১৪ রাত ১০:১৬

এই সব দিন রাত্রি বলেছেন: সময় এখনও আছে; বাংলাদেশে অনেক ফ্লাইং ক্লাব হয়েছে। যোগ দিতে পারেন :)

৮| ১১ ই জুন, ২০১৪ রাত ১১:৪০

করিম বস বলেছেন: অনেক কিছু জানতে পারল এই মুর্খ ..ধন্যবাদ চমৎকার পোস্ট

১২ ই জুন, ২০১৪ সকাল ৭:০৭

এই সব দিন রাত্রি বলেছেন: অসংখ্য ধন্যবাদ আপনাকে :)

৯| ১২ ই জুন, ২০১৪ রাত ২:০৮

এ কে এম রেজাউল করিম বলেছেন: আশা রাখি আমারর ছেলে মুহাম্মদ মাহিমুল করিম (মাহিন) আমেরিকা যুক্ত রাস্ট্রের ইয়ার ফোরস একাডেমীতে ভরতি হবে ২০১৫-এ। Fighter Pilot হওয়ার স্বপ্ন দেখছি তাকে নিয়ে। সরাসরি 'এ' পাওয়া মেধাবী ছাত্র সে। ১১ গ্রেড-এ পড়ে। পড়াশুনায় খুবই সিরিয়াস সে। অংক, বিজ্ঞান তার প্রিয় সাবজেক্ট। আমি যখন ছাত্র ছিলাম তখন আমার ঐকান্তিক আশা ও প্রচেষ্টা ছিল Fighter Pilot হওয়ার। প্রথম বাংলাদেশ বিমান বাহিনীতে চেষ্টা করলাম হলো না তার পর আমেরিকায় এসে ভরতি হয়েছিলাম এভিয়েশন পাইলট প্রগামের ডিগ্রীতে কিন্তু অরথ অভাবে পারি নি, এখন আমার ছেলে পড়বে ইনশাল্লাহ। আশা করি তার অরথ অভাব হবেনা।

পাঠক পাঠীকাদের কাছ থেকে মাহিনের জন্য শুভকামনা ও দোয়া প্রারথনা করছি।

১২ ই জুন, ২০১৪ সকাল ৭:১১

এই সব দিন রাত্রি বলেছেন: মাহিনের জন্যে অনেক শুভ কামনা রইলো। ইউ এস এয়ার ফোর্সের জঙ্গি বিমান চালাবার সুযোগ রীতিমত ইর্ষনীয় ব্যাপার। আপনাকেও অনেক ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্যে :)

১০| ২৩ শে জুলাই, ২০১৪ রাত ৮:৫৪

মুনতাসির নাসিফ (দ্যা অ্যানোনিমাস) বলেছেন: গুড পোস্ট ...

২৭ শে জুলাই, ২০১৪ সকাল ৯:২৫

এই সব দিন রাত্রি বলেছেন: ধন্যবাদ ভাই। অনেক ভাল থাকবেন।

১১| ১২ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ১২:১৫

মহামহোপাধ্যায় বলেছেন: প্রধানমন্ত্রীর কার্যালয়ের কাছে যে "BAF Information and Selection Centre" সেখানে একবার পরীক্ষা দিতে গিয়েছিলাম "জিডি পাইলট পোস্টে" খুব সম্ভবত ৫৮ শর্ট কোর্সে, ২০০৬ সালে। পরীক্ষা হলের একজন একজন ভুল রো'তে গিয়ে বসছিল দেখে হলের গার্ড বলেছিলেন "মাথায় কি গ্যাস্ট্রিক হয়েছে"?? হা হা হা!! এখনও বাসে যাবার সময় ওখানে আসলেই আমার কানে বাজে "মাথায় কি গ্যাস্ট্রিক হয়েছে"?? আইএসএসবি পর্যন্ত যেতে পারিনি তার আগেই আউট হয়ে গেছি।

আপনার দুটি পোস্ট পড়ে মনে হচ্ছে একজন জঙ্গি বিমানের পাইলটকে অনেক সাধ্য সাধনার মাঝ দিয়ে যেতে হয় নিজেকে ফিট রাখার জন্য। সাধুবাদ রইল।

এরপরে আরেকটা পর্ব আশা করতে পারি কি ?? ভালো থাকুন। শুভেচ্ছা রইল :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.