নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মনের আনন্দে লিখতে থাকি, আনন্দ শেষ তো লেখাও শেষ! কেও না পড়লেও কোন অসুবিধে নেই! সবাইকে শুভেচ্ছা!
আর-রাহমান! বরকতময় কুরআনের সুরাহ আর-রাহমানের প্রথম আয়াত। একটা শব্দ, একটা আয়াত। পরের আয়াতটার সাথে একসাথে পড়লে পুরো অর্থটা বোঝা যায়। আল্লাহ্মাল কুরআন! আর-রাহমান। শিক্ষা দিয়েছেন কুরআন। দুটি আয়াত, দুটি গভীর অর্থপূর্ণ আয়াত। আর-রাহমান আল্লাহ্র ৯৯ টি নামের একটি। কেন শুধু নামটিকে বাক্য থেকে আলাদা করে একটি আয়াত করা হল? আল্লাহ্ চাইছেন আমরা চিন্তা করি। আর-রাহমান শব্দটি এসেছে “রাহমা" থেকে। বাংলায় এর অর্থ অনেকে বলেন ক্ষমাশীল। প্রকৃত অর্থে এই রাহমাকে বুঝতে হলে একটি উদাহরণ দিয়ে বুঝতে হবে। একটি ভ্রূণ মায়ের গর্ভে বেড়ে উঠছে; ভ্রূণটি জানেনা কে তাঁকে এই নিরাপদ আশ্রয়ে আগলে রেখেছে। কে তাঁকে নিয়মিত নিজের শরীর থেকে খাবার পৌঁছে দিচ্ছে। অন্যদিকে মা তার অনাগত সন্তানকে না দেখেই নিঃস্বার্থ ভাবে ভালবেসে ফেলেন। তার জন্যে সব ধরনের ত্যাগ করতে প্রস্তুত হয়ে যান; এমনকি নিজের জীবনধারণের ধারা পাল্টে ফেলেন। ভবিষ্যতে সন্তান বড় ধরনের কোন অপরাধ করলেও ক্ষমা করার জন্যে তৈরি তিনি। মা আর সন্তানের এই মায়ার সম্পর্কটাই রাহমা। আর-রাহমান রাহমা’র সর্বচ্চ স্তর; আল্লাহ্ বলতে চাইছেন তার চাইতে বেশি রাহমা আর কেও ধারন করেনা। তিনি সকল রাহমার উৎস। তিনি আর-রাহমান যিনি কুরআনের শিক্ষক। কেও আমাদের কুরআন শিক্ষা দেন না, আর-রাহমান ছাড়া। যদি আমি একটি আয়াত শিখতে পারি, তার অর্থ আল্লাহ্ আমাকে শিখিয়েছেন। এবং যেহেতু তিনি আমাদের নিঃস্বার্থভাবে ভালবাসেন, তাই দুর্বলতম ছাত্রটির হাতও তিনি ছাড়বেন না। কুরআন শিখতে তাই শুধু আমাদের ইচ্ছেটাই যথেষ্ট। আমরা প্রতিদিন একটি আয়াত শিখতে পারি, আল্লাহ্ আমাদের শিক্ষক। ইনশাল্লাহ আল্লাহ্ আমাদের পুরো কুরআন শিখতে পারার সামর্থ্য দিবেন।
২১ শে মে, ২০১৪ রাত ১১:৩০
এই সব দিন রাত্রি বলেছেন: ধন্যবাদ আপু; ভালো থাকবেন
২| ২১ শে মে, ২০১৪ সকাল ১১:০৬
মুদ্দাকির বলেছেন: সুন্দর +++
২১ শে মে, ২০১৪ রাত ১১:৩০
এই সব দিন রাত্রি বলেছেন: ধন্যবাদ ভাই, অনেক ভাল থাকুন
৩| ২১ শে মে, ২০১৪ সকাল ১১:৪০
তানভীরএফওয়ান বলেছেন: Nice+++
২১ শে মে, ২০১৪ রাত ১১:৩১
এই সব দিন রাত্রি বলেছেন: থ্যাংকস তানভীর ভাই
৪| ২১ শে মে, ২০১৪ বিকাল ৪:৩৪
ফায়ারম্যান বলেছেন: ++
২১ শে মে, ২০১৪ রাত ১১:৩২
এই সব দিন রাত্রি বলেছেন: ++ সাদরে গ্রহণ করলাম
৫| ২২ শে মে, ২০১৪ রাত ৩:২৯
প্রোফেসর শঙ্কু বলেছেন: প্লাস দিলাম। ভাল আছেন?
২২ শে মে, ২০১৪ সকাল ৮:০০
এই সব দিন রাত্রি বলেছেন: ধন্যবাদ প্রোফেসর। আলহামদুলিল্লাহ ভালো আছি; আপনি কেমন আছেন?
©somewhere in net ltd.
১| ২১ শে মে, ২০১৪ সকাল ১০:৫৬
কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর লিখছেন