নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মনের আনন্দে লিখতে থাকি; আনন্দ শেষ, তো লেখাও শেষ! সবাইকে শুভেচ্ছা

এই সব দিন রাত্রি

মনের আনন্দে লিখতে থাকি, আনন্দ শেষ তো লেখাও শেষ! কেও না পড়লেও কোন অসুবিধে নেই! সবাইকে শুভেচ্ছা!

এই সব দিন রাত্রি › বিস্তারিত পোস্টঃ

"একটু ভাল থাকা"

১২ ই এপ্রিল, ২০১৪ রাত ৮:০৩

আমার মাঝে মাঝে মনে হয়, বর্তমান এই পৃথিবীটা ভালো মানুষদের বসবাসের অনুপযোগী হয়ে পড়ছে। বিজ্ঞাপনের ভাষায়, "একটু চালাক না হলে হয়না"।

চারিদিকে সবাই এক অদৃশ্য প্রতিযোগিতায় নেমেছে যেন। সব কিছুই "একটু ভালো থাকা"র অজুহাতে।

"একটু ঝামেলা" কমাতে "একটু উৎকোচ" প্রদান।

"চা পানি" খাবার অজুহাতে একটু দুর্নীতি!

অমুক ওটা "ম্যনেজ" করেছে; "একটু এদিক সেদিক" করে।

"ছোট্ট একটু মিথ্যে" বলে কাজটা করে ফেলে "অনেকটা স্মার্ট" হওয়া। "একটু সুপারিশে" অনেকটা সুবিধা পাওয়া।

অনেকটা সত্যের সাথে "একটু মিথ্যে" মিশিয়ে "অনেকটা ভালো" ব্যবাসা। সবই চলছে।

মাঝখানে ঝামেলায় আছে, "একটু সৎ" থেকে একটু ভালো থাকতে চাওয়া দলটা।

চারিদিক থেকে ছি ছি, এইযুগে এই "একটু সৎ" এর আদিখ্যেতা কেন? সবই তো হয় একটু এদিক সেদিক করে, এটুকু মানিয়ে না চলতে পারলে হয় কি করে? আধুনিক ছেলের সংজ্ঞায় ৯৯% ভালো হলেই তো হয়; কেউ তো আর কষ্টিপাথরে ঘষতে যাচ্ছে না তোমাকে। "বড় দুর্নীতি" থেকে বেঁচে তো আছি; শেয়ার বাজারে টুকটাক ধরা তো খেয়েছি; বাজারে গিয়ে মুখ থুবড়ে পড়া আমার মানিব্যগের কাহিনী, থাক সে আর নাই বলি। কোন প্রতিবাদ তো করিনি। দিনশেষে আত্মপ্রসাদে ভুগেছি, আমিতো "ওদের" মত খারাপ নই!

এ যেন সেই অদ্ভুত আঁধার; যার কথা কবি বলে গিয়েছিলেন। একটা অন্ধকার সুড়ঙ্গে পথ চলছি আমরা; মাঝে মাঝে বিদ্যুৎ চমকের মত একটু আলো এসে একটু পথ আলোকিত করছে, সেটুকু হেঁটেই আবার থমকে দাড়াই। অপেক্ষায় থাকি কেও একজন জ্বেলে দিক বাতি; আমি অন্ধকারেই সন্তুষ্ট।



আমার দুটি সন্তান আমার সামনে বেড়ে উঠছে খুব দ্রুত। আমি চাইনা ওরাও এই অন্ধকার সুড়ঙ্গে হাটুক। আমি চাই ওরা আলোকিত মানুষ হোক; আমি চাই ওরা আমার সামনে দাঁড়িয়ে আমার মুখের দিকে তাকিয়ে বলুক; "ছি বাবা, তুমি এত খারাপ কেন; আমরা তোমার পথে চলতে চাইনা; আমরা "একটু ভাল" থাকতে চাই না"

মন্তব্য ১৮ টি রেটিং +৪/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ১২ ই এপ্রিল, ২০১৪ রাত ৮:১৭

রাজীব নুর বলেছেন: বর্তমান এই পৃথিবীটা ভালো মানুষদের বসবাসের অনুপযোগী হয়ে পড়ছে।

১২ ই এপ্রিল, ২০১৪ রাত ৮:৫৫

এই সব দিন রাত্রি বলেছেন: ঠিক; সন্তানকে তবে কি খারাপ মানুষ হতে শেখাব?

২| ১৩ ই এপ্রিল, ২০১৪ সকাল ৭:৪৩

মামুন রশিদ বলেছেন: আপনার সন্তানদের জন্য শুভ কামনা ।

১৩ ই এপ্রিল, ২০১৪ বিকাল ৪:৫২

এই সব দিন রাত্রি বলেছেন: ধন্যবাদ মামুন ভাই; অনেক ভাল থাকবেন :)

৩| ১৩ ই এপ্রিল, ২০১৪ বিকাল ৩:১৮

মুদ্‌দাকির বলেছেন: আমার মনে হয় নিজে ভালো থাকলে আলো এক সময় জ্বলবেই ইনশাল্লাহ!!!

১৩ ই এপ্রিল, ২০১৪ বিকাল ৪:৫৩

এই সব দিন রাত্রি বলেছেন: ইনশাল্লাহ; আমি আসলে অন্ধকারের যাত্রীদের চোখ খুলবার একটা প্রয়াস নিয়েছি মাত্র

৪| ১৩ ই এপ্রিল, ২০১৪ বিকাল ৩:১৯

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: কোন অবস্থাতেই সন্তানদের খারাপ হতে বলা যায়না। একটু ভালো থাকার জন্যেও নয়।
ধন্যবাদ, এই সব দিন রাত্রি।

১৩ ই এপ্রিল, ২০১৪ বিকাল ৪:৫৫

এই সব দিন রাত্রি বলেছেন: নিজে শুদ্ধ না হয়ে সন্তানকে শুদ্ধ হতে বলাটা এক রকমের প্রতারণা বলে মনে হয়; সেই দৃষ্টিভঙ্গিতেই লিখতে চেয়েছি আসলে। আপনাকেও অনেক ধন্যবাদ ভাই :)

৫| ১৪ ই এপ্রিল, ২০১৪ রাত ৮:৫০

প্রোফেসর শঙ্কু বলেছেন: আমরা যখন পরবর্তী প্রজন্মকে ভাল থাকতে বলব, তখন যদি তারা হেসে আঙুল দেখিয়ে বলে- তোমরাই বা কেমন ভাল ছিলে, যে উপদেশ শোনাচ্ছ? কি উত্তর দেব আমরা তখন?

তবু আশায় বুক বাঁধি- ভাল থাকুক ওরা।

১৫ ই এপ্রিল, ২০১৪ বিকাল ৫:৫৭

এই সব দিন রাত্রি বলেছেন: তবু আশায় বুক বাঁধি; ভাল বলেছেন প্রোফেসর। অনেক ভাল থাকবেন :)

৬| ১৫ ই এপ্রিল, ২০১৪ দুপুর ১২:৩৪

হাসান মাহবুব বলেছেন: ভালো লাগলো। শুভকামনা।

১৫ ই এপ্রিল, ২০১৪ বিকাল ৫:৫৮

এই সব দিন রাত্রি বলেছেন: আপনাকেও অনেক শুভকামনা হাসান ভাই। আপনার কন্যা কেমন আছে?

৭| ১৮ ই এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৬:৩৯

শান্তির দেবদূত বলেছেন: অনেক ভালো লেগেছে লেখাটা; আপনার সন্তানের জন্য অনেক দোয়া রইল, এমন পিতার সন্তান নিঃসন্দেহে ভালো মানুষ হবে।

সমস্যা থাকবেই, এই সব নিয়েই আমাদের সামনে এগিয়ে চলতে হবে। শুভকামনা রইল।

১৯ শে এপ্রিল, ২০১৪ সকাল ৯:০৮

এই সব দিন রাত্রি বলেছেন: আপনার কমেন্ট পড়ে লজ্জিত হলাম; শুদ্ধতার বিচারে এখনও ওই পর্যায়ে পোঁছাতে পারি নাই যেখানে "নিঃসন্দেহে" ভালো হবে আমার সন্তানেরা। তবে আল্লাহর কাছে প্রার্থনা করি ওদের জন্যে। সামনে এগিয়ে চলতেই চাই; অনেক ভাল থাকবেন ভাই :)

৮| ২১ শে এপ্রিল, ২০১৪ রাত ১:২৮

অদ্বিতীয়া আমি বলেছেন: খুব সত্যি একটা ব্যাপার।

হয় বিবেক টুকু বাদ দিয়ে , "একটু" ভালো থাকার প্রতিযোগিতা কিংবা
প্রতিযোগিতা থেকে সরে যেয়ে মানিয়ে নিতে না পারা , সৎ থাকার দল ,যাদের আত্মতৃপ্তিই সম্বল।

যতই কঠিন হোক , দ্বিতীয় ধরণের মানুষ সবসময় ই আছে , থাকবে ...

খুব ভালো লাগলো লেখা , ভাবনা ।

২১ শে এপ্রিল, ২০১৪ বিকাল ৪:৪২

এই সব দিন রাত্রি বলেছেন: দ্বিতীয় ধরনের মানুষগুলোর জন্যেই মনে হয় এখনও ভোর হয়; এখনও বৃষ্টি নামে। আশাহত নই; কিছুটা বিরক্ত বলতে পারেন। অনেক ধন্যবাদ আপনাকে আপু

৯| ১৯ শে মে, ২০১৪ রাত ১১:১৩

মহামহোপাধ্যায় বলেছেন: মানুষের ওপর বিশ্বাস হারানো যে পাপ!! তাই বিশ্বাস করি এখনো অনেক সৎ মানুষ আছেন পৃথিবীতে। আর নতুন প্রজন্ম বেড়ে উঠুক তাঁদের চতূর্পাশে।

২২ শে মে, ২০১৪ সকাল ৭:৫৭

এই সব দিন রাত্রি বলেছেন: মানুষে এখনো বিশ্বাস রাখি,তাইতো আশায় বুক বাধ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.