নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মনের আনন্দে লিখতে থাকি; আনন্দ শেষ, তো লেখাও শেষ! সবাইকে শুভেচ্ছা

এই সব দিন রাত্রি

মনের আনন্দে লিখতে থাকি, আনন্দ শেষ তো লেখাও শেষ! কেও না পড়লেও কোন অসুবিধে নেই! সবাইকে শুভেচ্ছা!

এই সব দিন রাত্রি › বিস্তারিত পোস্টঃ

মা

১১ ই অক্টোবর, ২০১৩ ভোর ৪:২৬

আমার ৪ বছর বয়েসি মেয়েটা পিসিতে একটা ছবি একে পাঠিয়েছে; একটা ঘর, একটা সূর্য, আর অনেক গুলো মেঘ! সূর্য আর মেঘ গুলোকে সে হার্ট আকৃতি দিয়েছে, মেঘ থেকে বৃষ্টির মত 'হৃদয়' ঝড়ে পরছে ঘরটার উপর।



আমি পুলকিত হয়ে জিজ্ঞেস করলাম, এই ঘরটা কার মা?

-আমার ঘর!

-হুম, কে কে থাকে এই ঘরে?

-আমি থাকি আর মা থাকে; আর অনেক গুলা 'হার্ট' থাকে, তুমি জানোওওও?

আমার কিঞ্চিৎ মন খারাপ হল, "হুম, আমি নাই?"

-না, তোমার আর অবন্তির জন্যে আরেকটা ঘর একে দিব! এইখানে তো আমি আর মা থাকব, বুঝোনা??



বুঝলাম, আমার অবস্থান খুব পরিস্কার করে বুঝিয়ে দিয়েছে আমার কন্যা। সারাটা দিন মন খারাপ করে ঘুর ঘুর করলাম। আমি আমার কন্যা দ্বয়কে অনেক ভালবাসি, কিন্তু আমি কখনই ওদের মায়ের আগে যেতে পারবনা। সন্ধ্যা বেলায় বাসায় ফিরে কেবল আম্মুর কথা মনে পড়ছিল। ছোট বেলার কথা গুলো মনের ভেতর উঁকি ঝুঁকি মারতে লাগল। আমার সবচেয়ে ভালো বন্ধু আমার আম্মুই তো ছিল!



আমার আম্মুর নাম কুহু! নামটার মধ্যেই কেমন যেন একটা আদর মাখা। আব্বুকে আমি বেশ ভয় পেতাম, আম্মু ছিল আমার আশ্রয়। অনেক বড় হবার পরেও আম্মু ভাত মেখে মুখে তুলে দিত! এখনও যখন বাসায় যাই, আম্মুকে জড়িয়ে ধরে বলি, "খাওয়াইয়া দেও না" আম্মুর মুখের হাসি আর ধরেনা। এত অল্পে কোন মানুষ সন্তুষ্ট হতে পারে! আমাদের চারপাশে যদি শুধু মায়েরাই থাকতেন; এই পৃথিবী অন্যরকম একটা জায়গা হত। একটু জড়িয়ে ধরা, একটু ভালো করে কথা বলা, একটু আদর আর মনোযোগ; ব্যাস এইটুকুতেই দুনিয়ার সব সুখ খুজে পান তারা।



আম্মুর কাছে কিছু লুকাতাম না। আম্মু আমার খুব ভাল একজন বন্ধু। এক মানবীকে যখন খুব আপন মনে হল, খুব ইচ্ছে করল তার সাথে জীবন বেঁধে নিতে; তখনও আম্মু আমার পাশেই ছিল। একজন বন্ধু হিসেবে, একজন মা হিসেবে। প্রথম শোনার পর আম্মু কিছুক্ষন কেঁদেছিল, আমি বিচলিত হয়ে জিজ্ঞেস করলাম, আম্মু, আমার পছন্দ তোমার পছন্দ হয়নি? আম্মু চোখ মুছে বলল, " তোমার পছন্দই আমার পছন্দ, আমি কষ্ট পাচ্ছি তোমার জন্যে মেয়ে দেখার আনন্দ থেকে বঞ্চিত হব বলে"



আমি হেসে দিলাম, আম্মুও ফিক করে হেসে দিল!



আমি জানি আমি পৃথিবীর যেই প্রান্তেই থাকিনা কেন, একজন প্রতিদিন আমার জন্যে সৃষ্টিকর্তার কাছে দোয়া করতে থাকেন। আমাকে একদিন আম্মু বলল, 'আমার মন কেমন কেমন করলেই আমি তোমার জন্যে আয়াতুল কুরসি পড়তে শুরু করি'। আম্মুর কাছ থেকে শিখে আমিও এখন মন কেমন করলেই আয়াতুল কুরসি পড়ি; সেবন্তির জন্যে, অবন্তির জন্যে, আর আমি জানি, সন্তানদের জন্যে সবসময়েই মন কেমন কেমন করতে থাকে।আমি অনেকবার অনেক বিপদজনক অবস্থা থেকে বেঁচে ফিরেছি, আম্মুকে বলিনি কখনও। কিন্তু আম্মু কিভাবে যেন টের পেয়ে যায়। আমার দৃঢ় বিশ্বাস আমার আম্মু আমার জন্যে দোয়া করছেন বলেই আমার জীবনটা আল্লাহ সহজ করে দিয়েছেন।



মিশন শেষ করে ফিরব আর কিছুদিন পর। বৌকে বললাম, চল কোন একাটা দেশে ঘুরে আসি? সে বেশ উচ্ছ্বসিত ভঙ্গিতে বলে উঠলও, চল যাই! আমি বললাম, মেয়েরাতো ছোট, ওদের নিয়ে ঘুরতে সমস্যা হবে, ওদের দাদা দাদীর কাছে রেখে যাই!



কিছুক্ষন চুপ থেকে আমার বউ বলল,.।.।।। ঐসব চিন্তা বাদ দাও, মেয়েদের রাইখা আমি কোথাও যাবনা!!



আমি পুনরায় আমার অবস্থান সম্পর্কে নিশ্চিত হলাম!









মন্তব্য ৫৮ টি রেটিং +৩/-০

মন্তব্য (৫৮) মন্তব্য লিখুন

১| ১১ ই অক্টোবর, ২০১৩ ভোর ৪:৩৭

মুক্তকণ্ঠ বলেছেন: অনেক ভালো লেগেছে।

১১ ই অক্টোবর, ২০১৩ ভোর ৪:৪৮

এই সব দিন রাত্রি বলেছেন: আমারও লিখতে অনেক ভালো লেগেছে। অসংখ্য ধন্যবাদ আপনাকে মুক্তকণ্ঠ!

২| ১১ ই অক্টোবর, ২০১৩ ভোর ৫:১৯

স্বপ্নবাজ অভি বলেছেন: খুব চমৎকার !

১১ ই অক্টোবর, ২০১৩ ভোর ৫:২৭

এই সব দিন রাত্রি বলেছেন: লেখাটা আপনার লেখা পড়ে লিখতে ইচ্ছে হল। যেকোনো মহৎ কিছুর সাথে থাকতে চাই, আশা করি আপনার এই উদ্যোগে আমরা কলঙ্ক মুক্ত হব

৩| ১১ ই অক্টোবর, ২০১৩ ভোর ৫:৫৮

নীলতিমি বলেছেন:

১২ ই অক্টোবর, ২০১৩ রাত ১:০৬

এই সব দিন রাত্রি বলেছেন: অসংখ্য ধন্যবাদ নীলতিমি। শুভেচ্ছা রইল

৪| ১১ ই অক্টোবর, ২০১৩ সকাল ৮:০৬

মাসুম আহমদ ১৪ বলেছেন: আমার মা'ও আমারে মুখে তুলে খাইয়ে দিত রেগুলার। এবার যখন দেশে গেছিলাম তখনও মুখে তুলে খাওয়ে দিছে।

আপনার লেখাটা পড়ে ভালো লাগলো !

১২ ই অক্টোবর, ২০১৩ রাত ১:০৬

এই সব দিন রাত্রি বলেছেন: এই কাজটা বোধ হয় মায়েদের সবচেয়ে প্রিয়, তাই না?

৫| ১১ ই অক্টোবর, ২০১৩ সকাল ৯:০৩

খেয়া ঘাট বলেছেন: আমার দৃঢ় বিশ্বাস আমার আম্মু আমার জন্যে দোয়া করছেন বলেই আমার জীবনটা আল্লাহ সহজ করে দিয়েছেন ।
+++++++++++

১২ ই অক্টোবর, ২০১৩ রাত ১:০৮

এই সব দিন রাত্রি বলেছেন: অসংখ্য ধন্যবাদ খেয়া ঘাট ভাই, আল্লাহ সবার জীবন সহজ করে দিক, এই প্রার্থনা করি :)

৬| ১১ ই অক্টোবর, ২০১৩ সকাল ৯:৫৩

সেলিম আনোয়ার বলেছেন: আমাকে একদিন আম্মু বলল, 'আমার মন কেমন কেমন করলেই আমি তোমার জন্যে আয়াতুল কুরসি পড়তে শুরু করি'। মায়েরা এমন ই হয়। মায়ের জন্য শুভকামনা। :)

১২ ই অক্টোবর, ২০১৩ রাত ১:০৮

এই সব দিন রাত্রি বলেছেন: আসলেই; মায়েরাই এমন হয় :)

৭| ১১ ই অক্টোবর, ২০১৩ সকাল ১০:০৯

ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: চমৎকার!!!


:) :) :)

১২ ই অক্টোবর, ২০১৩ রাত ১:০৯

এই সব দিন রাত্রি বলেছেন: অসংখ্য ধন্যবাদ বর্ষণ ভাই, শুভেচ্ছা রইল

৮| ১১ ই অক্টোবর, ২০১৩ সকাল ১১:১৪

প্রোফেসর শঙ্কু বলেছেন: ভালো লিখেছেন।

১২ ই অক্টোবর, ২০১৩ রাত ১:১০

এই সব দিন রাত্রি বলেছেন: প্রফেসর শঙ্কুর যখন ভালো লেগেছে, তখন লেখাটা আসলেই ভালো হয়েছে বোধ করি। আমি আপনার একজন ভক্ত, অসংখ্য ধন্যবাদ ভাই

৯| ১১ ই অক্টোবর, ২০১৩ সকাল ১১:২৩

সুমন কর বলেছেন: ভালো লিখেছেন এরং ছবিটাও অনেক সুন্দর।

১২ ই অক্টোবর, ২০১৩ রাত ১:১২

এই সব দিন রাত্রি বলেছেন: আমার মেয়ে সারা ঘরবাড়ি ছবি একে ভরিয়ে ফেলেছে, ভাবছি কতদিন আগ্রহ থাকে!!

১০| ১১ ই অক্টোবর, ২০১৩ দুপুর ১২:২৪

জুলিয়ান সিদ্দিকী বলেছেন: সুন্দর। এটা পড়তে পড়তে আমারও ইচ্ছে হচ্ছিল মাকে গিয়ে বলি, ভাত দাও! কিন্তু আমি যে মায়ের কাছ থেকে অনেক দূরে থাকি।

১২ ই অক্টোবর, ২০১৩ রাত ১:১৩

এই সব দিন রাত্রি বলেছেন: আমিও অনেক দূরে আছি, আপনার অনুভূতি বুঝতে পারছি :(

১১| ১১ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৫:০০

শুঁটকি মাছ বলেছেন: অসাধারণ!!!!!অসাধারণ এবং অসাধারণ!!!!!!!!!!!!!!

১২ ই অক্টোবর, ২০১৩ রাত ১:১৪

এই সব দিন রাত্রি বলেছেন: ধন্যবাদ!!!!ধন্যবাদ!!!! এবং ধন্যবাদ!!!! :) অনেক ভালো থাকবেন

১২| ১১ ই অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৬:১৬

সাবরিনা সিরাজী তিতির বলেছেন: দারুণ লেখা ! +++++++++++++++++++++++ মা না থাকলে কিছুই নাই ।

১২ ই অক্টোবর, ২০১৩ রাত ১:১৪

এই সব দিন রাত্রি বলেছেন: সত্যি কিছু নাই, মায়ের কোন বিকল্প নাই

১৩| ১১ ই অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:০২

শান্তির দেবদূত বলেছেন: হৃদয়ছোঁয়া লেখা! এত দরদ দিয়ে লিখেছেন!

১২ ই অক্টোবর, ২০১৩ রাত ১:১৫

এই সব দিন রাত্রি বলেছেন: লেখার সময় চোখটা ঝাপসা ছিল, এই জন্যে হয়ত.।।।

১৪| ১১ ই অক্টোবর, ২০১৩ রাত ৮:৫৯

ফারজানা শিরিন বলেছেন: মা ।

১২ ই অক্টোবর, ২০১৩ রাত ১:১৬

এই সব দিন রাত্রি বলেছেন: মা, কি অসম্ভব মায়াময় একটা শব্দ, তাই না?

১৫| ১১ ই অক্টোবর, ২০১৩ রাত ৯:৩৯

অদ্বিতীয়া আমি বলেছেন: অসাধারণ ! সত্যি খুব ভালো লাগলো ।

১২ ই অক্টোবর, ২০১৩ রাত ১:১৮

এই সব দিন রাত্রি বলেছেন: আমারও লিখতে ভালো লেগেছে, অসংখ্য ধন্যবাদ আপনাকে আপু :)

১৬| ১১ ই অক্টোবর, ২০১৩ রাত ৯:৫৭

এম মশিউর বলেছেন: খুব সুন্দর লিখেছেন। মা নিয়ে আরো লেখা চাই।

১২ ই অক্টোবর, ২০১৩ রাত ১:১৯

এই সব দিন রাত্রি বলেছেন: সবাই মা'কে নিয়ে একটা করে লেখা লিখুন, অভি ভাইয়ের অভিযান সার্থক করুন। অসংখ্য ধন্যবাদ মশিউর ভাই

১৭| ১১ ই অক্টোবর, ২০১৩ রাত ১১:১৭

বশর সিদ্দিকী বলেছেন: হ্রদয় ছুয়েছে।

১২ ই অক্টোবর, ২০১৩ রাত ১:২১

এই সব দিন রাত্রি বলেছেন: ছুঁতেই চেয়েছিলাম, পেরেছি জেনে ভালো লাগলও; আরও ভালো লাগবে যদি এই ভালো লাগা থেকে মায়ের কথা আরেকটু বেশি মনে পড়ে। অসংখ্য ধন্যবাদ আপনাকে ভাই

১৮| ১২ ই অক্টোবর, ২০১৩ দুপুর ১২:৩৯

মামুন রশিদ বলেছেন: হুম, মা তো মা ই । মায়ের কাছে তার সন্তান সবার আগে ।

ভালো লাগলো এক সত্যিকারের মায়ের গল্প ।

শুভ কামনা ।

১২ ই অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৬:৪৪

এই সব দিন রাত্রি বলেছেন: ঠিক বলেছেন, মায়ের কাছে তার সন্তানই সবচেয়ে উপরে

১৯| ১২ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৪:০৯

হাসান মাহবুব বলেছেন: অনেক ভালো লাগলো। শুভকামনা।

১২ ই অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৬:৪৫

এই সব দিন রাত্রি বলেছেন: ধন্যবাদ হাসান মাহবুব ভাই; মা কে নিয়ে লিখে আমারও অনেক ভালো লেগেছে :)

২০| ১২ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৪:১৬

নেক্সাস বলেছেন: দারুন লিখা...হৃদয় ছুঁয়ে যাওয়া

১২ ই অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৬:৪৭

এই সব দিন রাত্রি বলেছেন: হৃদয় ছুঁতেই চেয়েছিলাম শুধু; পেরেছি জেনে ভালো লাগলও। অনেক ভালো থাকবেন :)

২১| ১৩ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৪:৫৪

এহসান সাবির বলেছেন: চমৎকার লেগেছে। ঈদুল আযহার শুভেচ্ছা।

১৫ ই অক্টোবর, ২০১৩ রাত ২:৩২

এই সব দিন রাত্রি বলেছেন: ধন্যবাদ ভাই; আপনাকেও ঈদুল আযহার শুভেচ্ছা। :)

২২| ১৩ ই অক্টোবর, ২০১৩ রাত ১১:১৬

সাইফুল আজীম বলেছেন: আপনার মত আমিও ভালোবাসার কথা প্রথম মাকে বলেছিলাম। তার সহায়ই সব, সবসময়।

১৫ ই অক্টোবর, ২০১৩ রাত ২:৩৩

এই সব দিন রাত্রি বলেছেন: মায়ের কাছেই বলা উচিৎ; আমার তাই মনে হয় :)

২৩| ১৯ শে অক্টোবর, ২০১৩ দুপুর ২:৪৯

তোমার গল্পের মৃত রাজকন্যা বলেছেন:


মা'য়ের জন্যে সালাম !


লেখাটা অসাধারণ হয়েছে ভাই ... :) !!!



ভালো থাকুক সব প্রিয়জনেরা ... প্রিয় মানুষেরা ...

২১ শে অক্টোবর, ২০১৩ রাত ১১:৩১

এই সব দিন রাত্রি বলেছেন: আপনার মায়ের জন্যেও সালাম রইলও আপু! ভালো থাকুক প্রিয় মানুষেরা :)

২৪| ২১ শে অক্টোবর, ২০১৩ দুপুর ২:৩০

সমুদ্র কন্যা বলেছেন: চমৎকার লিখেছেন। খুব ভাল লেগেছে পড়ে।

২১ শে অক্টোবর, ২০১৩ রাত ১১:৩২

এই সব দিন রাত্রি বলেছেন: ধন্যবাদ আপু, আমারও ভালো লেগেছে লিখতে :)

২৫| ২১ শে অক্টোবর, ২০১৩ রাত ৮:১৯

বিদ্রোহী ভৃগু বলেছেন: অদ্ভুত! স্তব্দ হয়ে রইলাম কিছুক্ষন!

অসাধারন আপনার অনুভব, প্রকাশ এবং সত্য।

মা সংকলনে যুক্ত করে রাখছি।

২১ শে অক্টোবর, ২০১৩ রাত ১১:৩৪

এই সব দিন রাত্রি বলেছেন: আমি সত্যি সম্মানিত বোধ করছি; মা'কে নিয়ে লিখতে পেরে আমারও খুব ভালো লেগেছে. অনুপ্রেরণা পেলাম আরও কিছু লেখার :)

২৬| ২২ শে অক্টোবর, ২০১৩ রাত ১২:০৪

ধুম্রজ্বাল বলেছেন: লেখা চমৎকার হয়েছে।
দেশে গিয়েও লেখা জারি রেখো।
শুভ কামনা।
ফ্লাই সেফ এন্ড হ্যাপি ল্যান্ডিং

২২ শে অক্টোবর, ২০১৩ ভোর ৪:১৯

এই সব দিন রাত্রি বলেছেন: স্যার, আমি অবশ্যই লিখব, লিখে আপনাকে বলব পড়তে! হে হে

আমি সেফ থাকার সর্বাত্মক চেষ্টা করব, আপনার জন্যেও তাই প্রার্থনা করি।

হ্যাপি ল্যান্ডিং স্যার!!

২৭| ২৬ শে অক্টোবর, ২০১৩ দুপুর ২:১৮

অস্পিসাস প্রেইস বলেছেন:
"আমি জানি আমি পৃথিবীর যেই প্রান্তেই থাকিনা কেন, একজন প্রতিদিন আমার জন্যে সৃষ্টিকর্তার কাছে দোয়া করতে থাকেন।"

সুন্দর গল্প, ভালো লাগলো।।

২২ শে নভেম্বর, ২০১৩ দুপুর ১২:২৬

এই সব দিন রাত্রি বলেছেন: গল্প নয়, সত্যি :)

২৮| ৩০ শে ডিসেম্বর, ২০১৪ রাত ৮:৩৯

আরমিন বলেছেন: ভালো লাগলো লেখাটা!
আমিও মায়ের হাতে খেতে পছন্দ করি, মামুনিও খুব খুশি হয়, আর ভাল লাগে মায়ের গায়ের সাথে লেগে থাকতে !

৩১ শে ডিসেম্বর, ২০১৪ রাত ৩:১৯

এই সব দিন রাত্রি বলেছেন: মা'কে ছেড়ে অনেক দূরে আছি; বেশ অনেক দিন থেকেই। মায়েরা আসলে অল্পতেই বেশ খুশি হয় মনে হয়!

২৯| ৩১ শে ডিসেম্বর, ২০১৪ দুপুর ২:০৫

আরমিন বলেছেন: মিটিংএ বসে বসে হটাৎ আপনার এই পোস্টটার কথা মনে পড়ছিলো, বিশেষ করে আপনার মেয়ের আঁকা ছবিটার কথা ! 8-|

৩১ শে ডিসেম্বর, ২০১৪ বিকাল ৫:৩৪

এই সব দিন রাত্রি বলেছেন: আমিও অনেকদিন পর আপনার কমেন্টের সুবাদে এই পোস্টে ঢুকলাম, ছবি টা দেখলাম; আর মন খারাপ হল আবার!

অফ টপিকঃ আমার ছোট কন্যাও মা ছাড়া কিছু বোঝেনা। অবশ্য এই জন্যে মার বউ মূলত দায়ী :D

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.