নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মনের আনন্দে লিখতে থাকি; আনন্দ শেষ, তো লেখাও শেষ! সবাইকে শুভেচ্ছা

এই সব দিন রাত্রি

মনের আনন্দে লিখতে থাকি, আনন্দ শেষ তো লেখাও শেষ! কেও না পড়লেও কোন অসুবিধে নেই! সবাইকে শুভেচ্ছা!

এই সব দিন রাত্রি › বিস্তারিত পোস্টঃ

যে জীবন ফড়িঙের, দোয়েলের - জীবনদর্শন

২০ শে জুলাই, ২০১৩ রাত ৩:৩১

-আপনার নাম কি?

একটু ভীত সন্ত্রস্ত চোখে আমাকে পরখ করে উত্তর দিল, "কুলসুম"

-কোথায় যান?

-জর্ডান।

-কি করবেন জর্ডানে গিয়ে?

-বাসায় কাম করুম।



দুবাই গামী বিলাসবহুল বোয়িং ৭৭৭ ভর্তি বিদেশগামি কিশোরী এবং মাঝবয়সী কাজের বুয়া। কুলসুম আমার পাশের সিটে। এয়ার হোস্টেস কিছু বললে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকে। হলুদ একটা ক্যাপ আঁকড়ে ধরে বসে রইল পুরোটা সময়। পাসপোর্ট বা ভিসা নয়, ক্যাপটাই ওর পরিচয়।



-"আমিনা খালা, ক্যাপটা কিন্তু হারাইও না!" সামনের সিটে বসা মহিলার প্রতি সতর্কবাণী কুলসুমের।



এই কিশোরীগুলো সত্যি সত্যি পৌছতে পারেতো গন্তব্যে? কিম্বা কোনও এক কুলসুম মাঝপথে হারিয়ে গেলে; কার কি এসে যায়। আমারও কিছু এসে যায় কি? যার এসে যায়, সে হয়ত বিমানবন্দরের দরজার কাঁচে নাক চেপে ছিল; যতক্ষণ দেখা যায়, হাত নেড়েছিল। যখন দৃষ্টির বাইরে চলে গেল, তখনও নেড়ে চলেছিল হাত।



"যে জীবন ফড়িঙের, দোয়েলের - "মানুষের" সাথে তার হয় নাকো দেখা"



কুলসুম, ভালো থেকো, ঠিক মত যেও। হলুদ ক্যাপটা যেন তোমার থেকে আলাদা না হয়ে যায়। পৌঁছে বাড়িতে ফোন দিও; সাবধানে থেক। বিপদে পড়লে আল্লাহ্‌কে স্মরণ করো। এমিরেটসের খাবার তো খেতে পারনি; ওখানে কিন্তু খাবারে অনিয়ম করবে না। বেশি কষ্ট হলে দেশে ফিরে এসো; বিমানবন্দরের দরজার কাঁচে নাক চেপে কেউ একজন অবশ্যই তোমার অপেক্ষায় থাকবে।

মন্তব্য ৩৩ টি রেটিং +১২/-০

মন্তব্য (৩৩) মন্তব্য লিখুন

১| ২০ শে জুলাই, ২০১৩ সকাল ১১:১২

তোমার গল্পের মৃত রাজকন্যা বলেছেন:


যে জীবন ফড়িঙের, দোয়েলের ...আসলেই ... এই অতি সাধারন নিস্পাপ মানুষগুলো জীবন আর জিবিকার প্রয়োজনে যা বেছে নেয় তার সম্পর্কে কোন বিন্দু মাত্র ধারনা ও এদের মাঝে থাকে না ...!!!! :( :(





অনেক দিন পর !!!
ভালো আছেন ? ভাবি আর বাবুরা ভালো আছে ?

২০ শে জুলাই, ২০১৩ দুপুর ১:১৭

এই সব দিন রাত্রি বলেছেন: আমার শুধু মনে হয়, এই মানুষ গুলোর জীবন কত আলাদা আমার থেকে; আমি বেঁচে আছি আমার দুঃখ বিলাস নিয়ে :(

ওরা সবাই ভালো আছে। আর তিন মাস!! :)

২| ২০ শে জুলাই, ২০১৩ দুপুর ১২:১৬

প্রোফেসর শঙ্কু বলেছেন: এতোটা বিষণ্ণতা, অনেক সময় সবকিছু বড্ড খেলো লাগে।

তৃতীয় ভাল লাগা রইল।

২০ শে জুলাই, ২০১৩ দুপুর ১:১৯

এই সব দিন রাত্রি বলেছেন: অনেক সময় উটপাখির মত মাথা গুঁজে এড়িয়ে যাই সব কিছু, আর মাঝে মাঝে কিছু বিষণ্ণতা ছড়িয়ে দেই আপনাদের মাঝে.। এই নিয়ে বেশ চলছে আমার এই সব দিন রাত্রি :)

৩| ২০ শে জুলাই, ২০১৩ দুপুর ১:২৬

মাসুম আহমদ ১৪ বলেছেন: লেখাটা পড়ে কেন জানিনা মন খারাপ হল :(

২০ শে জুলাই, ২০১৩ দুপুর ১:৩৮

এই সব দিন রাত্রি বলেছেন: আমি সার্থক; অনেক ধন্যবাদ পাঠে :)

৪| ২০ শে জুলাই, ২০১৩ দুপুর ১:৪১

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: চমৎকার একটা লেখা! এই মানুষগুলোর কথা ভেবে খুব খারাপ লাগছে। শুধু মাত্র নিজের পরিবারের কথা বিবেচনা করে এরা কতই না ত্যাগ স্বীকার করে। বাইরের দেশে ঝি গিরি অনেক সময় বিপদজনকও বটে।

২০ শে জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:১৪

এই সব দিন রাত্রি বলেছেন: ধন্যবাদ কাল্পনিক ভাই। আসলেই পেটের দায়ে মানুষ কত কষ্ট বুকে চাঁপা দেয় :(

৫| ২০ শে জুলাই, ২০১৩ দুপুর ১:৪৫

বোকামন বলেছেন:
কেউ একজন অবশ্যই তোমার অপেক্ষায় থাকবে।

কেউ -দের জন্যই এই সব দিন রাত্রি।।

ভালো থাকুন লেখক।

২০ শে জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:১৫

এই সব দিন রাত্রি বলেছেন: আপনিও ভালো থাকুন বোকামন :)

৬| ২০ শে জুলাই, ২০১৩ দুপুর ১:৫৩

অপূর্ণ রায়হান বলেছেন: খুবই খারাপ লাগলো +++++++ :(

২০ শে জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:১৬

এই সব দিন রাত্রি বলেছেন: আমি সার্থক তাহলে, ঠিক এই অনুভূতিটাই ছড়িয়ে দিতে ইচ্ছে হচ্ছিল। অসংখ্য ধন্যবাদ আপনাকে অপূর্ণ

৭| ২০ শে জুলাই, ২০১৩ দুপুর ১:৫৪

তোমার গল্পের মৃত রাজকন্যা বলেছেন:

(অফ টপিকঃ তিন মাস মাত্র!! ওইটাও কেটে যাবে এদিক ওদিক করতে করতে... :-< |-) |-) হাই তুলতে তুলতে ... !! )


:) :)
অনেক শুভ কামনা !!!!

২০ শে জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:১৭

এই সব দিন রাত্রি বলেছেন: আইনস্টাইনের সূত্রের বাস্তব প্রমাণ পাচ্ছি। সময় কাটে না আপু :(

৮| ২০ শে জুলাই, ২০১৩ সন্ধ্যা ৭:৪০

অলওয়েজ ড্রিম বলেছেন: আপনার লেখার ধরনটা এই পোস্টে এমন যে আমার চোখ ভিজে গেল।
ভাল থাকবেন।

২০ শে জুলাই, ২০১৩ রাত ৮:১১

এই সব দিন রাত্রি বলেছেন: লেখার সময় আমার নিজেরও তাই হয়েছিল; আমার অনুভূতি আপনার কাছ পর্যন্ত পৌঁছে দিতে পেরেছি এটাই আমার অন্যে অনেক বড় পাওয়া। অনেক ভালো থাকবেন

২০ শে জুলাই, ২০১৩ রাত ৮:১৩

এই সব দিন রাত্রি বলেছেন: *জন্যে

৯| ২০ শে জুলাই, ২০১৩ রাত ৮:৪১

আজ আমি কোথাও যাবো না বলেছেন: :(

২০ শে জুলাই, ২০১৩ রাত ৯:০৯

এই সব দিন রাত্রি বলেছেন: :(

১০| ২০ শে জুলাই, ২০১৩ রাত ৯:৫১

হাসান মাহবুব বলেছেন: কুলসুমদের দিন রাত্রি শুভ হোক।

২১ শে জুলাই, ২০১৩ রাত ২:০০

এই সব দিন রাত্রি বলেছেন: আপনার এই প্রার্থনা বিধাতা মঞ্জুর করুক; কুলসুমদের পাঠানো টাকায় যে দেশের অর্থনীতি দাঁড়িয়ে, সে দেশের মানুষ হিসেবে এই টুকু প্রার্থনা অন্তত ওদের প্রাপ্য

১১| ২১ শে জুলাই, ২০১৩ রাত ২:৪৭

শাকিল ১৭০৫ বলেছেন: কুসুমরা ভালো থাকুক

২১ শে জুলাই, ২০১৩ রাত ৩:০৫

এই সব দিন রাত্রি বলেছেন: সব বিপদ থেকে দূরে থাকুক, ভালো থাকুক। আপনিও ভালো থাকবেন

১২| ২১ শে জুলাই, ২০১৩ দুপুর ২:৩৬

মহামহোপাধ্যায় বলেছেন: কুলসুমরা ভালো থাকুক, আবার ফিরে ফিরে আসুক তাদের প্রিয়জনদের কাছে এই কামনা করি।


পোস্টে প্লাস রইল :)

২১ শে জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:১৬

এই সব দিন রাত্রি বলেছেন: বিধাতা আপনার প্রার্থনা মঞ্জুর করুন। অনেক ভালো থাকবেন :)

১৩| ২৩ শে জুলাই, ২০১৩ রাত ২:১৩

ধুম্রজ্বাল বলেছেন: এই কুলসুমদের পাঠানো টাকায় আমরা ফুটানি করি।
আর হয়রানি করি তাদের যখন অনেকদিন পর তারা দেশে ফেরে।

বাচ্চো.....লেখা ভালো হইসে।
বেগুনী,পেপে'র শরবত আর ছোলা ভুনার রেসিপি কবে ব্লগাইবা ?

২৩ শে জুলাই, ২০১৩ সকাল ১১:৪১

এই সব দিন রাত্রি বলেছেন: কুলসুমদের অবজ্ঞার মাধ্যমে আমরা নিজেদের শ্রেণী বিন্যাস ঠিক রাখি; মিথ্যে অহংকারে ভ্রু কুঁচকে উঠে অকারনেই। স্যার ধন্যবাদ আপনার মতামতের জন্যে। ঐ খাদ্য গুলা অখাদ্যের কাছাকাছি হইসিল; তাই ব্লগাইতে সাহস পাইতেসিনা :``>>

১৪| ২৩ শে জুলাই, ২০১৩ সকাল ১১:৪৫

সমুদ্র কন্যা বলেছেন: কুলসুম ভাল থাকুক, নিরাপদে থাকুক।

২৩ শে জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:১১

এই সব দিন রাত্রি বলেছেন: আপনার প্রার্থনা বিধাতা মঞ্জুর করুক; ভাল থাকুক কুলসুমেরা। যে অভাবের তাড়নায় প্রিয়জন ছেড়ে দূর দেশে চলে যায় এই মানুষ গুলি, সেই অভাব দূর হোক। ফিরে আসুক তারা হাসিমুখে

১৫| ২৩ শে জুলাই, ২০১৩ দুপুর ১২:৪১

মামুন রশিদ বলেছেন: মন ছুঁয়ে গেলো লেখাটি । কুলসুমরা ভালো থাকুক ।

২৩ শে জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:১২

এই সব দিন রাত্রি বলেছেন: কুলসুমদের জন্যে দোয়া করবেন, ওরা যেন নিরাপদে থাকে, ভাল থাকে। অনেক ধন্যবাদ পাঠের জন্যে

১৬| ১১ ই অক্টোবর, ২০১৩ রাত ১০:৪৯

শান্তির দেবদূত বলেছেন: ভালো থেক কুলসুম, যেখানেই থেক নিরাপদ থেক
:( :(

১২ ই অক্টোবর, ২০১৩ রাত ১:২৩

এই সব দিন রাত্রি বলেছেন: আপনার প্রার্থনা আল্লাহ মঞ্জুর করুন, আমিন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.