নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মনের আনন্দে লিখতে থাকি; আনন্দ শেষ, তো লেখাও শেষ! সবাইকে শুভেচ্ছা

এই সব দিন রাত্রি

মনের আনন্দে লিখতে থাকি, আনন্দ শেষ তো লেখাও শেষ! কেও না পড়লেও কোন অসুবিধে নেই! সবাইকে শুভেচ্ছা!

এই সব দিন রাত্রি › বিস্তারিত পোস্টঃ

আমি একাকীত্ব ঘৃণা করি

২৬ শে মার্চ, ২০১৩ ভোর ৫:১৬

আমি কোন কবি নই,

আমার ভেতরের বিষ বাস্প তাই শিল্প হয় না

আমার ঘৃণা তাই পরিবর্তনের গান হয় না

আমার ঈর্ষা তাই সাজানো গোছানো ফুল হয় না



আমার কষ্ট পেলে সশব্দেই বলি

আনন্দ টাও ঠিক লুকাতে পারিনা

ঘুম না হলে সকপটে বলি, তোমার জন্য; শুধু তোমার জন্য

আমি, আমি রই শুধু তোমার সঙ্গে



আমি তোমাকে ছেড়ে থাকতে চাই না

তোমাকে ছেড়ে থাকতে চাই না

মিছেমিছি শুধু হাসতে চাই না

বকা খেলে ঠোট উলটে থাকি!



এটাই আমি; আমি একাকীত্ব ঘৃণা করি। কিন্তু ঘৃণার সাথেই বসবাস!



(এইবার ভালো লাগতেসে :) )



মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১৬ ই জুন, ২০১৩ রাত ১০:০৫

তোমার গল্পের মৃত রাজকন্যা বলেছেন:


আরে বাহ !!! :)


মিছেমিছি শুধু হাসতে চাই না
বকা খেলে ঠোট উলটে থাকি!
এটাই আমি;
আমি একাকীত্ব ঘৃণা করি।
কিন্তু ঘৃণার সাথেই বসবাস!


প্লাস ++++++


২০ শে জুলাই, ২০১৩ রাত ৩:২৮

এই সব দিন রাত্রি বলেছেন: প্লাস লইলাম। আপ্নে ধইন্যা পাতা নেন :)

২| ১৭ ই জুন, ২০১৩ ভোর ৪:০৫

শ্রাবণ জল বলেছেন: ঘৃণার সাথেই বসবাস! আমার খুব প্রিয় একটা লাইন। এই শিরোনামে একটা গল্প আছে মুহাম্মদ জাফর ইকবালের।

কবিতা বেশ ভাল লাগল।

শুভ কামনা।

২০ শে জুলাই, ২০১৩ রাত ৩:২৯

এই সব দিন রাত্রি বলেছেন: ধন্যবাদ আপু, অনেক দেরীতে উত্তর দেবার জন্যে দুঃখিত :)

৩| ২৩ শে জুলাই, ২০১৩ সকাল ১১:১১

তোমার গল্পের মৃত রাজকন্যা বলেছেন:

আমি একাকীত্ব ঘৃণা করি। কিন্তু ঘৃণার সাথেই বসবাস! ... ......

...আমার অনেক পছন্দের একটা লাইন ... মানুষের জীবনের অনেক বড় একটা সত্যি !!!


২৩ শে জুলাই, ২০১৩ সকাল ১১:৪৫

এই সব দিন রাত্রি বলেছেন: এই জীবনের বেশিরভাগ সময় কাটাইয়া দিলাম অপছন্দের কাজ করে; এটাই মনে হয় জীবনের সবচেয়ে বড় বাস্তবতা :(

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.