নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মনের আনন্দে লিখতে থাকি, আনন্দ শেষ তো লেখাও শেষ! কেও না পড়লেও কোন অসুবিধে নেই! সবাইকে শুভেচ্ছা!
আমার সাড়ে তিন বছর বয়সী মেয়েটা রাত হলেই আব্দার ধরে, বাবা গল্প শোনাও! তিন রাজকন্যে, শেয়াল মামা অথবা বোকার গল্প। একই গল্প সে বারবার শুনতে চায়। আমি মাঝে মাঝে খেই হারিয়ে উল্টোপাল্টা গল্প বলতে লাগলে সে ঠিক ঠিক আমাকে ধরিয়ে দেয়। গল্পের এক পর্যায়ে তার চোখ ছোট হয়ে আসে; হাই তুলে সে জানান দেয়, আমার পার্ট শেষ। এইবার আম্মুর বুকে ন শুলে আর চলবে না। তা কিছুদিন হল সেই জায়গাটি তাকে ছেড়ে দিতে হয়েছে হসপিটাল থেকে নতুন একটা আপু নিয়ে আসায়। প্রথম কিছুদিন পর্যবেক্ষণের পর সে বিদ্রোহী হয়ে উঠল। গল্প শোনা শেষেই শুরু হত তার অবিশ্রান্ত আবেদন; "আমি একটু মা'র বুকে শুইতে চাইছিলাম!" কিন্তু শুধু আবেদনে চিড়ে না ভেজায় কান্নার টেপ রেকর্ডার অন করে অপেক্ষায় রইল সে। এবং অবশেষে সংগ্রামের ফল পেল হাতে নাতে। মার বুকে মাথা গুঁজে সেকি আনন্দ তার। একটু ঈর্ষা হল আমার, কই আমার বুকে মাথা গুজবার আবেদন তো দেখিনা তেমন! কেমন যেন অভিমান হল। যাই হোক, দু তিন দিন এমন ধারা চলার পর গল্প বলার ফাঁকে ওকে বুকে জড়িয়ে জিজ্ঞেস করলাম; একদিন আমার বুকে ঘুমালে কি হয়! সে বেশ কিছুক্ষণ চুপ থেকে আমাকে বলল; "আজকে মা'র বুকে ঘুমাই, কালকে তোমার বুকে ঘুমাব"। আমার বিস্ময় বাধ মানলনা, যখন পরদিন একটিও টু শব্দ না করে সে আমাকে জড়িয়ে ঘুমিয়ে গেল!
আমি জেগে রইলাম। আমার মেয়ে আজকে যে কাজটি করল, সেটি আমাদের অনেকের পক্ষেই একটি দূরহ ব্যপার। আমাদের অভিধান থেকে অনেক আগেই আমরা যেসব শব্দ গুল মুছে দিয়েছি, সেই শব্দ গুলো আমার চোখের সামনে ভেসে উঠল!
Patience, Perseverance, Promise, Commitment, Sacrifice, Persistence, Wit, সব গুলো।
আমরা যারা "বড়", তাদের জন্যে পাঠশালা গুলোতে নতুন একটা ক্লাস খুলতে হবে, যেখানে শিশুরা আমাদের এই শব্দগুলোর মানে শেখাবে নতুন করে।
তারপর নাহয় ভাবা যাবে, আসলেই আমরা "শাহবাগের সৈন্য" হবার যোগ্যতা রাখি কিনা!
উৎসর্গঃ আমার দুই কন্যাকে
১২ ই মার্চ, ২০১৩ দুপুর ১২:১৩
এই সব দিন রাত্রি বলেছেন: ধন্যবাদ ভাই, অনেক ভালো থাকবেন
২| ১২ ই মার্চ, ২০১৩ সকাল ৭:৩০
sisirbindu বলেছেন:
১২ ই মার্চ, ২০১৩ দুপুর ১২:১৩
এই সব দিন রাত্রি বলেছেন:
৩| ১২ ই মার্চ, ২০১৩ সকাল ১১:৪৬
শায়মা বলেছেন: দুই কন্যার জন্য শুভকামনা!
১২ ই মার্চ, ২০১৩ দুপুর ১২:১৫
এই সব দিন রাত্রি বলেছেন: অনেক ধন্যবাদ শায়মা আপু। আপনার শুভকামনা পৌঁছে দিলাম ওদের কাছে! ভালো থাকবেন।।
৪| ১২ ই মার্চ, ২০১৩ বিকাল ৪:৩৯
তোমার গল্পের মৃত রাজকন্যা বলেছেন: অনেক দিন পর !!!
পোস্ট সম্পর্কে বলবো , আমার কইন্ন্যা ও একই কাজ করে !!! সারাদিন সময় পেলেই খেলে বাবার সাথে আর ঘুমায় আমার গা ঘেঁষে , এ নিয়ে তার বাবার আফসোসের সীমা নাই ... !!!
কেমন আছেন ভাই ? বাচ্ছারা কেমন আছে ? কি নাম ওদের ... ? ভাবিকে সালাম বলবেন
পোস্ট এ প্লাস +++++++++++++++++ ++++++++++++++
( প্লাস বেশি বেশি কারণ কইন্ন্যাদয় কে নিয়ে তাই !!! )
১৩ ই মার্চ, ২০১৩ রাত ১২:৪৯
এই সব দিন রাত্রি বলেছেন: আপু আমার দুই মেয়ে, সেবন্তি আর অবন্তি। ওদের রেখে নির্বাসনে আছি আর মাঝে মাঝে অখাদ্য লেখা পোস্ট করে চলেছি। দেশে ফেরার আগে নিয়মিত ভাবেই এসব অখাদ্য আসতে থাকবে হয়ত!
আমার বউ বরাবর আপনার সালাম পৌঁছে দেবার ব্যবস্থা করবো; আপনিও আমার সালাম আপনার বর বরাবর পৌঁছে দেবেন
আপনার মেয়ের নাম কি? ওকে নিয়ে কিছু একটা লিখুন, ওরা বড় হয়ে পড়লে মজা পাবে!
অনেক ভালো থাকুন, অসংখ্য ধন্যবাদ অখাদ্য গুলো গেলার জন্যে!
৫| ১২ ই মার্চ, ২০১৩ বিকাল ৫:২৩
হাসান মাহবুব বলেছেন: ভালো লাগলো। শুভকামনা রইলো।
১৩ ই মার্চ, ২০১৩ রাত ১২:৪১
এই সব দিন রাত্রি বলেছেন: অনেক ধন্যবাদ হাসান মাহবুব ভাই!
৬| ১৩ ই মার্চ, ২০১৩ রাত ১:০২
অদ্বিতীয়া আমি বলেছেন: ভাল লাগলো । কন্যাদ্বয়ের জন্য শুভকামনা ।
১৩ ই মার্চ, ২০১৩ রাত ১:৩৩
এই সব দিন রাত্রি বলেছেন: অসংখ্য ধন্যবাদ আপনাকে অদ্বিতীয়া! আপনার শুভকামনা পৌঁছে দেব আমার কন্যাদ্বয়ের কাছে!
৭| ১৪ ই মার্চ, ২০১৩ সকাল ৮:০৬
শ্রাবণ জল বলেছেন: গল্প বলার ফাঁকে ওকে বুকে জড়িয়ে জিজ্ঞেস করলাম; একদিন আমার বুকে ঘুমালে কি হয়!
এই একটা কথাতে কত যে মায়া জড়িয়ে আছে...
ভাল লাগল।
আমি কখন বাবার বুকে মাথা গুঁজে ঘুমাইনি।
তবে বহুদিন পর গতকাল সকালে চরম দুঃসময়ে আমার মা'র বুকে মাথা রেখে ঘুমিয়েছি। অথচ তার আগের রাতে আমার চাহনি-আমার কথার হিংস্রতায় আমার অবাক মা সারারাত কেঁদেছ।
কিন্তু সকালে ঠিকই আবার আগলে নিয়েছে বুকে।
মা-বাবার স্নেহ অকৃত্রিম।
আপনার কন্যাদের সার্বিক মঙ্গল কামনা করি।
৮| ১৪ ই মার্চ, ২০১৩ বিকাল ৩:১৩
এই সব দিন রাত্রি বলেছেন: @ শ্রাবণ জল; মাঝে মাঝে অকারনেই বাবা মাকে কষ্ট দেই। অসময়ে ঘর থেকে বের হতে দেখলে এখনও ছোট বেলার মত মা জিজ্ঞ্যেস করেন, কোথায় যাও বাবা! বিরক্ত হই, সে বিরক্তির নগ্ন প্রকাশ দেখে কেদে ফেলেন মা! তারা আমাদের কাছে খুব অল্প কিছু চান, খুবই সামান্য কিছু; একটু হাসিমুখে কথা, একটু জড়িয়ে ধরা, একটু জিগ্যেস করা; বাবা, ওষুধ খাইসো!
আমার মেয়েদের জন্যে যে অনুভূতি গুল তৈরি হচ্ছে, সেটা দিয়ে আমি এখন খুব সহজেই আমার বাবা মার অনুভূতি গুলোকে বিচার করতে পারি।
দুনিয়ার সব বাবা মা হাসিমুখে ঘুমাতে যাক, এই প্রার্থনা করি
আপনাকে অনেক ধন্যবাদ এত সুন্দর মন্তব্যের জন্য। ভাল থাকুন, দ্রুত সেরে উঠুন।
৯| ১৪ ই মার্চ, ২০১৩ বিকাল ৫:৫৫
সরলতা বলেছেন: বাহ! আপনার এখন দুটো কন্যা! কি সুন্দর একটা ব্যাপার। ঘরের মধ্যে দুইটা পুতুল টুকটুক করে ঘুরে বেড়াবে।
কন্যারা অনেক অনেক অনেক বড় হোক, মানবিক হোক।
১০| ১৪ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:১১
এই সব দিন রাত্রি বলেছেন: আমিও প্রার্থনা করি দুই কন্যা অনেক বড় হোক, মানবিক হোক! ভাল থাকবেন, নতুন লেখা পড়তে চাই!।।
১১| ১৪ ই মার্চ, ২০১৩ রাত ৮:৫২
ফারজানা শিরিন বলেছেন: আল্লাহ্ ওদের বাঁচায় রাখুন ।
১২| ১৪ ই মার্চ, ২০১৩ রাত ১০:৩৫
এই সব দিন রাত্রি বলেছেন: @ফারজানা শিরিন আপু আল্লাহ আপনার প্রার্থনা কবুল করুন!
১৩| ১৪ ই মার্চ, ২০১৩ রাত ১১:১৩
মহামহোপাধ্যায় বলেছেন: এগুলোকেই বোধহয় বলে স্বর্গীয় অনুভূতি।
১৫ ই মার্চ, ২০১৩ ভোর ৪:০২
এই সব দিন রাত্রি বলেছেন: তা যা বলেছেন, সত্যি স্বর্গীয়!
©somewhere in net ltd.
১| ১২ ই মার্চ, ২০১৩ সকাল ৭:০৫
রিফাত হোসেন বলেছেন: ++