নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

লেখালেখি

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম › বিস্তারিত পোস্টঃ

করোনার টেনশন দূরে রাখতে একটু হাসুন

২৬ শে সেপ্টেম্বর, ২০২০ সকাল ১১:১৮











সূত্রঃ গুগল।

মন্তব্য ৪৯ টি রেটিং +৪/-০

মন্তব্য (৪৯) মন্তব্য লিখুন

১| ২৬ শে সেপ্টেম্বর, ২০২০ সকাল ১১:৩৭

বিদ্রোহী ভৃগু বলেছেন: =p~ =p~ =p~

২৬ শে সেপ্টেম্বর, ২০২০ দুপুর ১:২৩

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: ধন্যবাদ।

২| ২৬ শে সেপ্টেম্বর, ২০২০ সকাল ১১:৪৪

জাহিদ হাসান বলেছেন: বিশ্রী সব ছবি। মন মেজাজ খারাপ হয়ে গেল।

মডারেটর হইলে আপনার এই পোস্টও খাইয়া ফেলতাম।

২৬ শে সেপ্টেম্বর, ২০২০ দুপুর ১:২৯

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: যে কোন কারণেই হোক, আপনার মন মেজাজ আগে থেকেই খারাপ আছে। এই ছবিগুলো দেখে খারাপ হয়নি। অন্যান্য ব্লগারদের মন্তব্য পড়ে আমার কাছে তাই মনে হয়েছে।

ভাগ্যিস আপনি মডারেটর হননি! ভিন্নমতের প্রতি শ্রদ্ধা রইল। ধন্যবাদ ভাই জাহিদ হাসান।

৩| ২৬ শে সেপ্টেম্বর, ২০২০ সকাল ১১:৪৭

জাহিদ হাসান বলেছেন: এই ছবিগুলা আপনার চোখে পড়ে না ইন্টারনেটে?


২৬ শে সেপ্টেম্বর, ২০২০ দুপুর ১:৩৩

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: পড়ে তো। কিন্তু এগুলো তো হাসির ছবি নয়। এই পোস্টের শিরোনামের প্রতি আপনার দৃষ্টি আকর্ষণ করছি।


পুনরায় অসংখ্য ধন্যবাদ ভাই জাহিদ হাসান।

৪| ২৬ শে সেপ্টেম্বর, ২০২০ সকাল ১১:৫১

আলমগীর সরকার লিটন বলেছেন: আসলেই চমৎকার----------

২৬ শে সেপ্টেম্বর, ২০২০ দুপুর ১:৩৪

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: ধন্যবাদ।

৫| ২৬ শে সেপ্টেম্বর, ২০২০ সকাল ১১:৫৯

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: Excellent

২৬ শে সেপ্টেম্বর, ২০২০ দুপুর ১:৩৪

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: ধন্যবাদ।

৬| ২৬ শে সেপ্টেম্বর, ২০২০ দুপুর ১২:২৭

রাজীব নুর বলেছেন: জনাব আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম আমার কেন হাসি পায়না বলেন তো?
আমি খুব শ্রীঘই মনুষ্য সমাজ থেকে বিতাড়িত হবো?

২৬ শে সেপ্টেম্বর, ২০২০ দুপুর ১:৩৬

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: আরে না, না, কি যে বলেন! হয়তো আপনার মন ভালো নেই।


ধন্যবাদ ভাই রাজীব নুর।

৭| ২৬ শে সেপ্টেম্বর, ২০২০ দুপুর ১২:৩২

শাহ আজিজ বলেছেন: :-P B-)) :`> :``>> :D

২৬ শে সেপ্টেম্বর, ২০২০ দুপুর ১:৩৭

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: ধন্যবাদ।

৮| ২৬ শে সেপ্টেম্বর, ২০২০ দুপুর ১:০৯

ভুয়া মফিজ বলেছেন: লোন নিয়ে বিয়ে করাটা ভালো হয়েছে। =p~

২৬ শে সেপ্টেম্বর, ২০২০ দুপুর ১:৩৮

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: ধন্যবাদ।

৯| ২৬ শে সেপ্টেম্বর, ২০২০ দুপুর ১:৪২

একলব্য২১ বলেছেন: কি খেলে একদম শেষের ঐ সমুদ্রের ধারের মানুষটা থেকে আরও একটু বড় ভুঁড়ি বানানো যাবে। হা হা হা...

২৬ শে সেপ্টেম্বর, ২০২০ দুপুর ২:১৭

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: দাঁড়ান, লোকটার সাথে দেখা করে জেনে আসি আগে। হাঃ হাঃ হাঃ।


ধন্যবাদ ভাই একলব্য২১।

১০| ২৬ শে সেপ্টেম্বর, ২০২০ দুপুর ১:৪৯

জাহিদ হাসান বলেছেন:

এরে এনে দিতে পারবেন? বিয়ে করবো একে। :|

২৬ শে সেপ্টেম্বর, ২০২০ দুপুর ২:২২

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: নিশ্চয় পারবো। পোলাও রান্না করে খাওয়ার স্বপ্ন দেখলে তাতে ঘি কম দেব কেন? এমন সুন্দরী মেয়েকে বিয়ে করছেন, এরকম একটা স্বপ্ন দেখে ফেলুন। হাঃ হাঃ হাঃ।

ধন্যবাদ ভাই জাহিদ হাসান।

১১| ২৬ শে সেপ্টেম্বর, ২০২০ দুপুর ২:০০

করুণাধারা বলেছেন: ঠিকই বলেছেন, করোনার টেনশনের মধ্যে কিছুক্ষণের বিরতি পাওয়া গেল। ধন্যবাদ আপনাকে।

২৬ শে সেপ্টেম্বর, ২০২০ দুপুর ২:২৩

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: আপনাকেও ধন্যবাদ।

১২| ২৬ শে সেপ্টেম্বর, ২০২০ দুপুর ২:১৬

মুক্তা নীল বলেছেন:
ভাই ,
সত্যি বলছি হাসলাম । ধন্যবাদ আপনাকে।

২৬ শে সেপ্টেম্বর, ২০২০ দুপুর ২:২৪

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: আপনাকেও ধন্যবাদ।

১৩| ২৬ শে সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৩:২২

পুলক ঢালী বলেছেন: হা হা হা ! এই যে হেসেই ফেললাম ! তবে দুই নং ছবির আইডিয়াটা খুব পছন্দ হইছে। ভাবছি ৫টা ব্যাংক থেকে লোন নিয়ে পাঁচটা বিয়ে করবো মজা হইবো না ? কোন ক্যাচাল বাঁধলে কমু হেনভাই কইছে। ;) =p~ =p~ =p~

২৬ শে সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৩:৪৯

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: পোস্ট দেওয়ার পর থেকে আমি নিজেই তো আইডিয়াটা নিয়ে ভাবছি। কিন্তু ব্যাংকে বউ বন্ধক রাখা যায় কি না সেটা গুগলে সার্চ করে পেলাম না। বউ মর্টগেজ না দিলে তো কাজ হবে না।

এই তিন বউয়ের মধ্যে একটারে ব্যাংকে মর্টগেজ দিমু। কোনটারে দিলে ভালো হয় পুলক ঢালী ভাই?

১৪| ২৬ শে সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৪:১৭

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: আরে না, না, কি যে বলেন! হয়তো আপনার মন ভালো নেই।
ধন্যবাদ ভাই রাজীব নুর।

জানেন, আমার খুব হাসতে ইচ্ছা করে। খিল খিল করে হাসতে ইচ্ছা করে। অথচ কোনো কিছুতেই আমার হাসি আসে না।

২৬ শে সেপ্টেম্বর, ২০২০ সন্ধ্যা ৬:৫৭

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: আমাদের সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক, পারিবারিক ও মূল্যবোধের অবস্থা হাসির অনুকূল নয়। সেই কারণে অধিকাংশ মানুষই গোমড়া মুখে থাকেন। হাসির কথা শুনলেও হাসতে পারেন না। এখন সমাধান একটাই। নেতিবাচক দিক গুলোর কথা সাময়িকভাবে হলেও ভুলে থাকতে হবে। জীবন তো একটাই, তাই না?

ধন্যবাদ ভাই রাজীব নুর। ভালো থাকুন। হাসি খুশি থাকার চেষ্টা করুন। শুভকামনা রইল।

১৫| ২৬ শে সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৪:২৪

নেওয়াজ আলি বলেছেন: চমৎকার :D

২৬ শে সেপ্টেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:১৬

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: ধন্যবাদ।

১৬| ২৬ শে সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৪:২৬

তারেক ফাহিম বলেছেন: B-) :)

২৬ শে সেপ্টেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:১৭

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: ধন্যবাদ।

১৭| ২৬ শে সেপ্টেম্বর, ২০২০ রাত ৮:০৯

পদাতিক চৌধুরি বলেছেন: লোন নিয়ে বিয়ে করাটা জম্পেশ হয়েছে। হাসতে হাসতে পেটের নাড়ি ব্যাথা হয়ে গেল। বাকিগুলোও চমৎকার। করোনার আবহের মধ্যে একটু ব্যতিক্রমী পোস্টে ভালোলাগা।
শুভেচ্ছা নিয়েন ভাইজান।

২৬ শে সেপ্টেম্বর, ২০২০ রাত ৮:২৩

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: হাঁ, করোনা এসে আমাদেরকে রামগরুড়ের ছানা বানিয়ে দিয়েছে। কারো মুখে হাসি নেই। সবার মধ্যে শুধু টেনশন আর টেনশন।
এর মধ্যে একটু হাসাহাসির সুযোগ পেলে মন্দ কি?

ধন্যবাদ ভাই পদাতিক চৌধুরী।

১৮| ২৭ শে সেপ্টেম্বর, ২০২০ সকাল ৮:৪৯

পুলক ঢালী বলেছেন: এই তিন বউয়ের মধ্যে একটারে ব্যাংকে মর্টগেজ দিমু। কোনটারে দিলে ভালো হয় পুলক ঢালী ভাই?
হা হা হা গুরুজী বইলা কথা। দিলেন তো প্যাচ বাধাইয়া :D বিয়া করনের লাইগ্যা লোন লইবার আগে মর্টগেজ দেওয়ার লাইগ্গা বৌ পাইবেন কই ? এখন ভাবনায় পইড়া গেলাম :( মুরগী আগে না ডিম আগে। দেখি প্যাচটা ভাইঙ্গা লই পরে জানামু।
তয় আমনের তিন বৌরে আমার খুব পসন্ড অইছে কোনডারে ছাইড়া কোনডারে রাখার কথা কইতাম বুঝতাম পারতাছিনা একটারেও ছাড়তে মন চাইতাছে না :D মনে অইতাছে একই ছাঁচে তিনজনরে বানাইছে হা হা হা। =p~ =p~ =p~
তিনডারেই রাইখা দেন চাইর লম্বর আরেকটা যোগাড় কইরা বন্ধক দিয়া দেন। ;)

২৭ শে সেপ্টেম্বর, ২০২০ সকাল ১০:১৭

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: এই যে কত সুন্দর কথা বললেন! মনটা জুড়িয়ে গেল। আহা হা হা হা হা হা হা হা!

১৯| ২৭ শে সেপ্টেম্বর, ২০২০ সকাল ৮:৪৯

সাদা মনের মানুষ বলেছেন:

ব্যংক থেকে লোন নিয়া বিয়া করেন, মহিলাদের কামড়াতে চান! বয়স তো হইছে এবার এসব ছাড়েন না বড় ভাই =p~

২৭ শে সেপ্টেম্বর, ২০২০ সকাল ১০:২১

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: এইগুলা ছাড়লে কি নিয়া থাকুম? আর বয়স? ওটা তো একটা সংখ্যা ছাড়া কিছুই না। তা' আপনি হঠাৎ কোত্থেকে উদয় হলেন? আমি তো ভাবছিলাম আপনি ব্লগ ফেসবুক এসব ছাইড়া বনবাসে গেছেন।

২০| ২৭ শে সেপ্টেম্বর, ২০২০ সকাল ৮:৫১

সাদা মনের মানুষ বলেছেন: পুলক ঢালি কইছে "তিনডারেই রাইখা দেন চাইর লম্বর আরেকটা যোগাড় কইরা বন্ধক দিয়া দেন।"


বুঝতে পারছি না, উনি সত্যিই পুলক ঢাললেন কিনা B-)

২৭ শে সেপ্টেম্বর, ২০২০ সকাল ১০:২৫

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: পুলক ঢালী ভাই রসিক মানুষ। আপনার ধারনাই ঠিক। উনি পুলক ঢেলে আমাকে পুলকিত করেছেন। করোনার টেনশন শেষ।

২১| ২৭ শে সেপ্টেম্বর, ২০২০ দুপুর ১২:০৬

সাদা মনের মানুষ বলেছেন:

২২| ২৭ শে সেপ্টেম্বর, ২০২০ দুপুর ১২:০৮

সাদা মনের মানুষ বলেছেন:

২৭ শে সেপ্টেম্বর, ২০২০ দুপুর ১২:৫৫

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: ভাবীরে এইভাবে ঠকানো আপনার উচিৎ হয় নাই।

২৩| ২৭ শে সেপ্টেম্বর, ২০২০ সন্ধ্যা ৬:০২

সাদা মনের মানুষ বলেছেন: আপনার শিক্ষাটা আর ফেলতে পারিনি গুরু

২৭ শে সেপ্টেম্বর, ২০২০ রাত ৯:৪৩

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: না, না, এই শিক্ষা আমি দেই নাই। আপনি আগের মতো ভাবীর সাথে ফষ্টিনষ্টি করতে থাকেন। আপনাদের এই মাখো মাখো প্রেম ভালোবাসা অমর হোক।

২৪| ২৭ শে সেপ্টেম্বর, ২০২০ রাত ১০:১০

মা.হাসান বলেছেন: মডু বলিয়াছে অনুমতি ছাড়া ব্লগারদের ছবি পোস্টানো যাইবে না।
আশা করি অনুমতি লইয়াছেন B-))

আপনার সহিত ১২ বছর আগে পরিচয় হইলে ভালো হইতো, এক খানা ব্যাংক লোন লইতে পারিতাম। পুরাতন ডেট দেয়া স্ট্যাম্প বাজারে বিক্রয় হয়, ব্যাক ডেটে দলিল সম্পন্ন করার জন্য। ব্যাক ডেটে ব্যাংক লোন লইবার পদ্ধতি কাহারো জানা থাকিলে শেয়ার করিবার অনুরোধ রহিলো।

২৮ শে সেপ্টেম্বর, ২০২০ সকাল ৮:০৩

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: আপনার স্ত্রীর বয়স তো আর ব্যাক ডেটে নাই। লোণ পাইবেন ক্যামনে?

২৫| ২৮ শে সেপ্টেম্বর, ২০২০ দুপুর ১২:৪১

সাড়ে চুয়াত্তর বলেছেন: ছবি দেখে আমার করোনার সব টেনশন দূর হয়ে গেছে। :)

২৮ শে সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৪:০৮

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: বাহ্ বাহ্ বাহ্! এটাই তো চাচ্ছিলাম। শুধু শুধু মুখ গোমড়া করে রেখে লাভ কি? টেনশন করে কি হবে? একটাই তো জীবন। তাই না?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.