নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পৃথিবীর বুকে এক টুকরো গোলাপ অবশিষ্ট থাকা অব্দি ভালবাসা রয়ে যাবে কি? নাকি তারও আগে বিলুপ্ত হবে প্রেম!

আহসানের ব্লগ

পৃথিবীর বুকে এক টুকরো গোলাপ অবশিষ্ট থাকা অব্দি ভালবাসা রয়ে যাবে কি? নাকি তারও আগে বিলুপ্ত হবে প্রেম!

আহসানের ব্লগ › বিস্তারিত পোস্টঃ

আজকে যমুনায় একজন ৩৫ চাকুরী প্রত্যাশী এবং গার্মেন্টস কর্মী কে হত্যা করা হলো। ঘটনা কি সত্য?

৩০ শে সেপ্টেম্বর, ২০২৪ রাত ৯:১৮

আজকে যমুনায় একজন ৩৫ চাকুরী প্রত্যাশী এবং গার্মেন্টস কর্মী কে হত্যা করা হলো।
কোনো মিডিয়ায় কোনো নিউজ নাই৷ লাশের একটা ছবি খাটিয়া তে দেখলাম লাশের পরিবারের কারো আহাজারি, সাক্ষাতকার দেখলাম না৷ এখন নাকি মিডিয়া স্বাধীন৷
অথচ হাসিনার আমলে আবু সাইদ পুলিশ পেটাতে গিয়ে প্রতিরোধে মারা যায় মুগ্ধ কে যারা ভিডিও করেছে তারাই হত্যা করেছে৷ মুগ্ধ যেখানে প্রোটেস্ট করেছিলো আশে পাশে দুই কিঃমিঃ কোনো পুলিশ ই ছিলনা তারপরেও তাদের পরিবারের সাক্ষাতকার, প্রিপ্ল্যান বানানো হত্যা কান্ড দিয়ে তারা শেখ হাসিনার পতন করালেন৷
এখন ইউনুস রেজিম হত্যা কান্ড গুলো ঘটালো, মিডিয়া দায়সারা নিউজ করেই খালাস, কার আমলে মিডিয়া স্বাধীন ছিল?
ইউনুসের হত্যা কান্ডের বৈধতা কেন দিচ্ছেন আপনারা?
শ্রমিক কি মানুষ না? ৩৫ চাকুরী প্রত্যাশী ছাত্র কি মানুষ না?এখন নিউজ সব পাই ফেসবুকে, কোন টা গুজব কোনটা আসল তাও বোঝার উপায় নাই৷ গুজব হলে তো মিডিয়া সেটা ক্লিয়ার করতো৷গতকাল হাজার মব জনতা সুফি মাজারপন্থীদের উপরে হামলা করেছে৷আজকে বাংলাদেশের সবচেয়ে উদারপন্থি আলেম তাহেরী হুজুর কে হত্যার উদ্দেশ্যে হামলা হয়েছে৷কিন্তু কোথাও কোনো নিউজ নাই৷পটিয়া তে সেনা বাহীনির গাড়ি থেকে হিন্দু যুবক কে তুলে নেয়া হয়েছে নিউজ নাই৷ হিন্দু যুবকের নামে ফেক আইডি করে মহানবী হযরত মোহাম্মদ (সাঃ) এর নামে কুটুক্তি করে হিন্দু যুবক কে ফাসানো হয়৷এখন সেই হিন্দু যুবকের কি খবর তা আমরা জানিনা৷ ওপেনে হিজবুত তাহরীর টহল দিচ্ছে বিশাল পতাকা নিয়ে৷ দেশে জামাত আর হেফাজত পন্থি বাদে কেউ শান্তিতে নাই৷
লাল বিপ্লবী ব্লগার দের জিগ্যেস করি এমন বাংলাদেশ চেয়েছিলেন?

মন্তব্য ৫ টি রেটিং +০/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ৩০ শে সেপ্টেম্বর, ২০২৪ রাত ৯:৪৯

জ্যাক স্মিথ বলেছেন: কিছু বলার নেই আমার।
আপাদত আমি 'দেখি কি হয়' এই নীতিতে আছি।

২| ০১ লা অক্টোবর, ২০২৪ রাত ১২:৩১

আমি নই বলেছেন: বাংলাদেশের মানুষ কখনই ভালো ছিলনা, তবে এখন আফসোসলীগ ছারা মোটামুটি সবাই একটু ভাল আছে।

আমরা এমন বাংলাদেশ চাই যেখানে কোনো ব্যাক্তিই দেশের চাইতে বড় হবেনা, বিনাভোটে বা রাতের ভোটে বা ভোট ডাকাতি করে ক্ষমতায় যাবেনা। কোনো দুর্নীতি থাকবেনা, শিক্ষাঙ্গনে ছাত্রলীগের মত কোনো দানবীয় শক্তি থাকবেনা, চাদা-বাজি, সন্ত্রাসী, থাকবেনা..... লিস্ট করলে অনেক বড় হয়ে যাবে।

তবে যেই বাংলাদেশ আমরা চাই তা হতে আরো অনেক পথ পারি দিতে হবে এবং আফসোসলীগের দারা তা সম্ভব নয় তা ১৬ বছরে প্রমান হয়েছে।

যদি সত্যিই হত্যাকান্ড হয়ে থাকে তার বিচার দাবী করি (একজন সাধারন মানুষ হিসেবে সর্বোচ্চ দাবীটাই করতে পারি)। তবে সমস্যা হল আপনিও দাবী করেছিলেন সেই হিন্দু যুবক মারা গেছে পরে দেখা গেল সে জীবিত এবং ভাল আছে। সুতরাং আপনাদের কথায় বিশ্বাস কম হয়।

৩| ০১ লা অক্টোবর, ২০২৪ বিকাল ৩:২২

নতুন বলেছেন: ভুতের মুখে রাম নাম। :D

যেকোন হত্যাই সমর্থন করি না।

পুলিশের আত্নরক্ষাত্বে গুলি করার অধিকার আছে। কিন্তু সেই নিয়ম যদি অন্যায় ভাবে করে তবে ঐ পুলিশের সাজা হতে হবে।

অবাক লাগে কিছু পাক্কা সাচ্চা আপসোসলীগের কাজ দেখলে। হাজার মানুষ হত্যার পরেও বেশির ভাগেরই বিন্দুমাত্র অনুসুচনা নাই।

এরা এখনো সরকারকে বিপদে ফেলতে নিজেদের নাক কেটে আপার পায়ে পড়তে রাজি। ;)

৪| ০১ লা অক্টোবর, ২০২৪ রাত ১০:৪৪

ব্লগ সার্চম্যান ২ বলেছেন: @নতুন, ভ্রাতা আমার মনের কথাগুলো বলেছেন। সাথে একটু যোগ আপনাদের এত্ত এত্ত দাবী বিগত ষোল বছর কোথায় ছিল ? ইউনূস সাহেব কি তার বাপের রেখে যাওয়া সম্পত্তি বিক্রি করে আপনাদের দাবী পূরণ করবে ? শুনেন উনি কিন্তু নির্বাচনে আসা বা স্থায়ী কোনো সরকার নন । উনার কাছ থেকে কিছু আদায় করতে হলে উনাকে সময় দিতে হবে সাথে আপনাদেরো ধৈর্য ধরতে হবে ।

৫| ০১ লা অক্টোবর, ২০২৪ রাত ১০:৪৭

ব্লগ সার্চম্যান ২ বলেছেন: এসেই যদি গরম গরম মুরগির ঝোল আর গরম ভাত খাওয়ার আশা করেন তাহলে হবে না । অন্ততপক্ষে বছর খানেক সময় লাগবে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.