![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শাহাবুদ্দিন শুভ লেখালেখির নেশাটা ছাড়তে পারিনি। তাই এক সময় জড়িয়ে গেলাম সাংবাদিকতায়। কাজ করেছি দেশ ও দেশের বাহিরের পত্রিকাতে। আর এখন পুরোপুরি একজন ব্যাংকার স্বত্ব সংরক্ষিত e-mail- ahmedshuvo@gmail.com ০০৮৮ ০১৭১৬ ১৫৯২৮০ e-mail- ahmedshuvo@gmail.com +৮৮ ০১৭১৬১৫৯২৮০
প্রতীক্ষার প্রহর
শাহাবুদ্দিন শুভ
প্রতীক্ষার প্রহর কত দীর্ঘ হয়,
তুমি কি তা জানো?
কখনো কি বোঝার চেষ্টা করেছো?
কেউ একজন তোমার একটি ফোনকলের,
একটি মেসেজের অপেক্ষায়
প্রতি মুহূর্ত কাটায়,
অস্থিরতা আর ব্যাকুলতা নিয়ে।
মোবাইলের সামান্য নোটিফিকেশন শুনলেই
মন ছুটে যায়,
আশার আলো জ্বলে ওঠে,
চোখ চলে যায় স্ক্রিনের দিকে,
কিন্তু না—
তোমার মোবাইল থেকে কোনো বার্তা আসে না,
নিঃসঙ্গতার সীমানা শুধু দীর্ঘ হয়।
হয়তো তোমার চিন্তার মাঝে
আমি নেই,
হয়তো আমার অপেক্ষার গল্প
তোমার হৃদয়ের দেয়ালে কোনো ছাপ ফেলে না।
তবু আমি অপেক্ষা করি,
চাতক পাখির মতো,
একটি শব্দের জন্য,
একটি উত্তরের জন্য,
একটি অনুভূতির জন্য—
যা হয়তো কোনোদিন আসবে না।
প্যারিস, ফ্রান্স। ১১.০৩.২০২৫
১১ ই মার্চ, ২০২৫ বিকাল ৫:২৩
শাহাবুিদ্দন শুভ বলেছেন: ধন্যবাদ।
২| ১১ ই মার্চ, ২০২৫ বিকাল ৩:১০
জিনাত নাজিয়া বলেছেন: ইস অপেক্ষা কি যে কঠিন এক অনুভূতি, খুব ভালো করে বুঝতে পারছি।কবির হন্য অফুরন্ত শুভকামনা রইল।
১১ ই মার্চ, ২০২৫ বিকাল ৫:২৩
শাহাবুিদ্দন শুভ বলেছেন: অসংখ্য ধন্যবাদ।
৩| ১৪ ই মার্চ, ২০২৫ সকাল ১০:৩০
রাজীব নুর বলেছেন: ভালো।
১৬ ই মার্চ, ২০২৫ সন্ধ্যা ৬:১৭
শাহাবুিদ্দন শুভ বলেছেন: অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
©somewhere in net ltd.
১|
১১ ই মার্চ, ২০২৫ সকাল ১১:০০
কাজী ফাতেমা ছবি বলেছেন: অপেক্ষা কঠিন জিনিস
অপেক্ষার অবসান হউক