নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
“ মানূষের জীবনকাল মাত্র দুই দিনের যার একদিন যায় স্বপ্ন দেখতে- একদিন যায় স্বপ্ন ভাঙ্গতে ” ।
রাগ-গর-গর মেজাজ যখন
রাগ থাকে তার চরমে,
এমনতর মেজাজ খারাপ
মেজাজ থাকে গরমে ।
হিতাহিতের জ্ঞান থাকেনা
নিজের মান কমমানে,
মানি লোকের মান হানিতে
সুখভোগে অসম্মানে।
আইনে হাত তুলে যখন
আইন-কানুন আজ কে মানে?
'রেগে গেলে'তো হেরে গেলেন'
এই কথা আজ কে জানে !
মা- বাবা জন্মদাতা
শিক্ষকে'তো পথ দেখান,,
স্বাস্থ্যে থাকে চিকিৎসকের
মৃত্যুবধী অবদান ।
মা-বাবা, শিক্ষক বা
চিকিৎসকের অপমানে,
স্বয়ং খোদা অখুশি হন
খোদার আরশ কম্পনে ।
মা-বাবা, শিক্ষক আর
চিকিৎসক আজ মূল্যহীন,
মানুষ হয়ে অমানুষের
পৃথিবী আজ তুল্যহীন।
-------------------
২| ২১ শে অক্টোবর, ২০২৪ সকাল ১১:২৬
আহমেদ রুহুল আমিন বলেছেন: হতে পারে...
©somewhere in net ltd.
১| ২০ শে অক্টোবর, ২০২৪ বিকাল ৫:২৫
আজব লিংকন বলেছেন: চরিত্রহীন লম্পট লোভী শিক্ষক কিংবা চিকিৎসকদের জন্য আজ এই অবস্থা।