নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কি যে লিখি ছাই মাথা ও মুণ্ডু আমিই কি বুঝি তার কিছু?/হাত উঁচু আর হ\'ল না ত ভাই, তাই লিখি ক\'রে ঘাড় নীচু!

স্নিগ্দ্ধ মুগ্দ্ধতা

এখন থেকে লিখব না আর সত্যিকারের কিছু/ বলব না আর, চলব শুধু ছায়ার পিছুপিছু।// সবাই যখন নামছে নীচে, আমার তখন কী দায়? / অন্ধকারের সঙ্গী হলাম—আলোক তোমায় বিদায়।// এখন আমি থমকে রব, জীবন হবে থ-ময়,/ মাথা নেড়ে আজ্ঞে বলেই কাটিয়ে দেব সময়।// মিথ্যেটাকে সত্যি জেনেই করব কারাবরণ—/ এখন থেকে জানবে, হে দেশ, কবির হলো মরণ।//

স্নিগ্দ্ধ মুগ্দ্ধতা › বিস্তারিত পোস্টঃ

সিনওয়ার! সিনওয়ার!

২০ শে অক্টোবর, ২০২৪ সকাল ১০:১২



সিনওয়ার! সিনওয়ার!
সে ওমর নেই আজ ,নেই তো সে দিনও আর ।
পেটে ক্ষুধা থইথই,
কেঁদে মরে বাছা ওই
জলপাই, রুটি শেষ—আছে শুধু তৃণ আর ।
সিনওয়ার! সিনওয়ার!


সিনওয়ার! সিনওয়ার!
চুপ করে বেঁচে থাকা হবে সমীচীনও আর?
আকসার প্রিয় কোল
হয়ে যায় বেদখল।
শাহাদাৎ কামনায় কাটে না যে দিনও আর!
সিনওয়ার! সিনওয়ার!


সিনওয়ার শৃঙ্খলে বাঁধা তুমি ছিলে, আর
তলোয়ারে টুটায়েছ সেই বাঁধা বারেবার।
সিনওয়ার —মাঝ রাত
তুমি একা জেগে চাঁদ;
সেই নূরে ম্রিয়মান আলো যত আলেয়ার।
জিতবে কে? কাপুরুষ? বীর মেনে নিলে হার?


সিনওয়ার, মুসলিম জেতে না তো সংখ্যায়;
সিনওয়ার, হারে তারা মরে যারা শঙ্কায়—
যায় তার সব যায়
শত্রুর কব্জায় ।
শেষতক জেতে সে, যে জাগে রণ-ডঙ্কায়।



সিনওয়ার, লাঠি ছুঁড়ে লড়ে গেলে নির্ভীক;
আখিঁজলে ভাসো নি তো, আঁখি জ্বলে ধিকিধিক!
সে আগুন চমকায়,
দুশমনে শঙ্কায়
হেরে যায় বারে বার; জিতে গেলে বীর ঠিক।
মরে গিয়ে জিতে গেলে, সিনওয়ার, নির্ভীক।



সিনওয়ার! সিনওয়ার!
কষ্টের যে জীবন, যে জীবন রাদিহার—
সেই লাশ বুকে করে ফুঁকরিয়া কাঁদি, আর
দেখি, ঘন তমসায়
চারদিক ঢেকে যায়;
শেষে তবু সাহসেই ফের বুক বাঁধি, আর
খাব দেখি, সহসাই কেটে গেছে আঁধিয়ার।

মন্তব্য ১০ টি রেটিং +১/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ২০ শে অক্টোবর, ২০২৪ সকাল ১০:৩১

কাজী ফাতেমা ছবি বলেছেন: সমসাময়িক কবিতা অনেক ভালো লাগলেঅ

২০ শে অক্টোবর, ২০২৪ সকাল ১১:০৮

স্নিগ্দ্ধ মুগ্দ্ধতা বলেছেন: ধন্যবাদ।

২| ২০ শে অক্টোবর, ২০২৪ সকাল ১১:১২

জুল ভার্ন বলেছেন: স্যালুট ইয়াহিয়া সিনওয়ার।

২০ শে অক্টোবর, ২০২৪ সকাল ১১:৫১

স্নিগ্দ্ধ মুগ্দ্ধতা বলেছেন: স্যালুট এবং দুআ।

৩| ২০ শে অক্টোবর, ২০২৪ সকাল ১১:৩৬

আহরণ বলেছেন: অযথা সময় অপচয়!! আজকের সভ্য সমাজে জঙ্গি সিনওয়ারদের কোন দাম আছে? এই কবিতা বাংলাদেশের মূর্খ, ধর্মান্ধ মানুষকে মিথ্যা শান্তানা দিবে মাত্র। সব বাদ দিয়ে মুসলমানদের উচিত আধুনিক জ্ঞান বিজ্ঞান চর্চা করা। তাতেই মঙ্গল, @ ভাইয়া?

২০ শে অক্টোবর, ২০২৪ দুপুর ১২:০১

স্নিগ্দ্ধ মুগ্দ্ধতা বলেছেন: জি। সময় অযথাই অপচয় করলেন। জঙ্গি বিমানের দাম থাকলে জঙ্গি সিনওয়ারের দামও আছে। আর, মুসলমানদের কী নিয়ে চর্চা করতে হবে, সেটা তাঁদেরকেই ঠিক করতে দিন। আপনার মাথা ঘামাতে হবে না। বিজ্ঞান নিয়ে চর্চা করার আগে আপনি বরং নিজে একটু বানান নিয়ে চর্চা করুন। তাহলে আর "সান্ত্বনা"কে “শান্তানা” লিখতে হবে না। ঠিক আছে, ভাইয়া?

৪| ২০ শে অক্টোবর, ২০২৪ দুপুর ১২:২৮

আহরণ বলেছেন: লেখক বলেছেন : ..... "মুসলমানদের কী নিয়ে চর্চা করতে হবে, সেটা তাঁদেরকেই ঠিক করতে দিন" ....


জী ভাইয়া!! প্রাণ বাঁচাতে ইদুরের গর্তও খুঁজে পায় না।

উট, গাধা, আবাবিল পাখি আর বদর যুদ্ধ............ এই নিয়েই থাক মুসলমানরা।

২০ শে অক্টোবর, ২০২৪ বিকাল ৩:২৬

স্নিগ্দ্ধ মুগ্দ্ধতা বলেছেন: এই যে, আপনাদের সমস্যাই এটা। কী নিয়ে থাকবে সেটাও আপনারা ঠিক করে দিতে চান। গাধা-গরু-গরুড় নিয়ে কারা থাকে, সেটা সবাই জানে। আপনি , ভাইয়া, আপাতত “ইদুর”কে “ইঁদুর” করুন।

৫| ২০ শে অক্টোবর, ২০২৪ দুপুর ১২:৪৪

আহমেদ রুহুল আমিন বলেছেন: তথা কথিত ‘জঙ্গি’ নিয়ে জঙ্গিপনা ভাব যারা দেখায় তারাই‘তো আধুনিক যুগের মুর্খ জঙ্গি । তারা কী জানেনা যে যারা পৃথিবীতে একমাত্র বাঁচার জন্য লড়াই করে হোক সে মুসলিম বা অন্যান্য ধর্মানুসারী । তাদের নিয়ে’তো আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোও কাজ করে যাচ্ছে । ইয়াহিয়া সিনোয়াবকে লেখা কবিতা খুব ভালো লেগেছে । ধন্যবাদ কবিকে সময়োপযোগী সুন্দর কবিতাটি উপহার দেয়ার জন্য ।

২০ শে অক্টোবর, ২০২৪ বিকাল ৩:২৮

স্নিগ্দ্ধ মুগ্দ্ধতা বলেছেন: এরা জ্ঞানপাপী। এদেরকে এসব বুঝিয়ে লাভ নেই। এরা বিচার মানে যদি তালগাছ তার ভাগে পড়ে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.