নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কি যে লিখি ছাই মাথা ও মুণ্ডু আমিই কি বুঝি তার কিছু?/হাত উঁচু আর হ\'ল না ত ভাই, তাই লিখি ক\'রে ঘাড় নীচু!

স্নিগ্দ্ধ মুগ্দ্ধতা

এখন থেকে লিখব না আর সত্যিকারের কিছু/ বলব না আর, চলব শুধু ছায়ার পিছুপিছু।// সবাই যখন নামছে নীচে, আমার তখন কী দায়? / অন্ধকারের সঙ্গী হলাম—আলোক তোমায় বিদায়।// এখন আমি থমকে রব, জীবন হবে থ-ময়,/ মাথা নেড়ে আজ্ঞে বলেই কাটিয়ে দেব সময়।// মিথ্যেটাকে সত্যি জেনেই করব কারাবরণ—/ এখন থেকে জানবে, হে দেশ, কবির হলো মরণ।//

স্নিগ্দ্ধ মুগ্দ্ধতা › বিস্তারিত পোস্টঃ

ছাত্র-আন্দোলন এবং গণ-অভ্যুত্থান নিয়ে জাফর-স্যারের বক্তব্য

১১ ই আগস্ট, ২০২৪ সকাল ৯:১৮

সাক্ষাৎকার গ্রহণে আমি । আইডিয়া এবং এডিটিংয়েও আমি। [powered by bing co-pilot]

মন্তব্য ১২ টি রেটিং +৩/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ১১ ই আগস্ট, ২০২৪ সকাল ৯:৩৯

নতুন নকিব বলেছেন:



একজন মহান ব্যক্তি বটেন! দেশের দুর্দিনে মাটির গর্তে লুকিয়ে থাকার সৎ সাহস তার আছে, এটা মানতেই হবে!

তা... বলি, উনি এখন কি মাটির গর্ত হতে বের হয়েছেন?

১১ ই আগস্ট, ২০২৪ সকাল ১১:২৪

স্নিগ্দ্ধ মুগ্দ্ধতা বলেছেন: উনি মাটির মানুষ। আপাতত মাটির গর্তেই আছেন।

২| ১১ ই আগস্ট, ২০২৪ সকাল ১০:৩৭

শায়মা বলেছেন: এই ছড়া কি তুমি লিখেছো??

তুমি তো তাহলে ভালোই ছড়াকার ভাইয়াজী! :)

১১ ই আগস্ট, ২০২৪ সকাল ১১:২৬

স্নিগ্দ্ধ মুগ্দ্ধতা বলেছেন: আপু, আপনি বোধহয় ভুলে গেছেন। আমি তো ১৬-১৭-১৮ সালে নিয়মিত ব্লগে ছড়া-কবিতা-ছোটোগল্প লিখতাম। Pun লিখতাম। আপনাকে কিন্তু আমার মনে আছে। আমার আইডিটা ঘুরে দেখলেই আশা করি মনে পড়ে যাবে।

৩| ১১ ই আগস্ট, ২০২৪ সকাল ১১:১৪

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: এই লোকটাকে আগাগোড়া আমার কাছে ভণ্ড, স্ট্যান্টবাজ ও তৈলবাজ মনে হয়েছে। একবার ছাত্রলীগও তার উপর চড়াও হয়েছিল। তার ভাগ্য ভালো যে, এবারের আন্দোলনে কেউ তাকে খুঁজতে যায় নি। আন্দোলনের আগুন ঘি ঢালায় তিনিও শেখ হাসিনার মতোই সমান দায়ী।

১১ ই আগস্ট, ২০২৪ সকাল ১১:২৯

স্নিগ্দ্ধ মুগ্দ্ধতা বলেছেন: আমি ছোটোবেলায় জাফর ইকবালের ফ্যান নয়, একেবারে এসি ছিলাম, বলতে পারেন। ‘জারুল চৌধুরীর মানিকজোড়’, দুষ্টু ছেলের দল, আমার বন্ধু রাশেদ, আর সায়েন্স ফিকশন তো আছেই। লোকে তাকে যতোই কপিবাজ বলুক, তিনি কিন্তু মেধাবী। তবে পাবলিক সেন্টিমেন্টকে দাম না দেওয়া, আর অতিরিক্ত তোষামোদীর জন্য তিনি কালের গর্ভে হারিয়ে যাবেন। ইতিহাস তাকে ক্ষমা করবে না।

৪| ১১ ই আগস্ট, ২০২৪ সকাল ১১:৩১

সামছুল আলম কচি বলেছেন: খুব খু-উ-ব ভাল!! ধন্যবাদ!!!

১১ ই আগস্ট, ২০২৪ সকাল ১১:৩৫

স্নিগ্দ্ধ মুগ্দ্ধতা বলেছেন: ধন্যবাদ। কিন্তু, ভালো বললেন কাকে? আমাকে, না জাফর স্যারকে?

৫| ১১ ই আগস্ট, ২০২৪ সকাল ১১:৪৩

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: পাজি লোক।

১১ ই আগস্ট, ২০২৪ দুপুর ১২:০২

স্নিগ্দ্ধ মুগ্দ্ধতা বলেছেন: উঁহু। গাজী লোক। ৭১ সালে বাঙ্কারে বসে যুদ্ধ করে উনি গাজী হয়েছেন।

৬| ১১ ই আগস্ট, ২০২৪ রাত ৯:৩৬

সাড়ে চুয়াত্তর বলেছেন: পাঠ্য বইয়ে উল্টা পাল্টা লেখা থাকার জন্য উনি কি ক্ষমা চেয়েছিলেন? উনিই তো দায়িত্বে ছিলেন।

১২ ই আগস্ট, ২০২৪ সকাল ৯:৩৫

স্নিগ্দ্ধ মুগ্দ্ধতা বলেছেন: উনি দায়িত্বের চেয়ে সাহিত্যের দিকে মনোযোগী বেশি। আর, উনি কী ক্ষমা চাবেন, দেশবাসীই তো তাকে বলছে, “এবার ক্ষ্যামা দে, বাপ”!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.