নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এখন থেকে লিখব না আর সত্যিকারের কিছু/ বলব না আর, চলব শুধু ছায়ার পিছুপিছু।// সবাই যখন নামছে নীচে, আমার তখন কী দায়? / অন্ধকারের সঙ্গী হলাম—আলোক তোমায় বিদায়।// এখন আমি থমকে রব, জীবন হবে থ-ময়,/ মাথা নেড়ে আজ্ঞে বলেই কাটিয়ে দেব সময়।// মিথ্যেটাকে সত্যি জেনেই করব কারাবরণ—/ এখন থেকে জানবে, হে দেশ, কবির হলো মরণ।//
১০ মাস পর হঠাৎ করে ২ দিন আগে ব্লগে ঢুকলাম। দেখলাম, গুজব-বাহিনী ভালোই গুজব ছড়াচ্ছেন। ব্লগাররা যদি রেফারেন্সবিহীন মনগড়া কথা লিখে এভাবে গুজব ছড়াতে থাকেন, তাহলে হলুদ সাংবাদিকরা কী করে খাবে? তাদের সংসার চলবে কী করে?
যেমন, একজন ব্লগার বলছেন—
অথচ আমি গোপনসূত্রে জানতে পারলাম, মোটেই ২০ হাজারের মতো ট্রেনিংপ্রাপ্ত কোমলমতি সেখানে ছিল না। আসলে সেখানে ছিল—২১ হাজার ৩শ ১১ জন ট্রেনিংপ্রাপ্ত কোমলমতি।
তাই, আসুন গুজব ছড়ানোর আগে দয়া করে রেফারেন্স ক্রস চেক করি।
জয় হিন্দ।
জিয়ে পাকিস্তান।
জয় বাংলা।
আল্লাহ আকবার।
১০ ই আগস্ট, ২০২৪ রাত ৮:৫২
স্নিগ্দ্ধ মুগ্দ্ধতা বলেছেন: না ভাই, আমি গোপন সূত্রে জানতে পেরেছিলাম, সে বাসদের একজন সক্রিয় কর্মী, পরে অবশ্য জেনেছি, সে বেরোবি ছাত্রদলের সভাপতি। তবে আমার বাড়ির পাশের লতিফা চাচীর মতে — সে ছাত্রলীগ করত। নিজেদের মধ্যে অন্তর্কোন্দলে সে নিহত হতে পারে বলে বিশেষজ্ঞরা মনে করছেন।
২| ১০ ই আগস্ট, ২০২৪ রাত ৯:২৯
নতুন বলেছেন: ভাই সে শিবির কর্মী এবং ড্রাগস নিতো সেটাতো আয়ামীলীগই বলেছেন।
ভাই যারা দেশের ভালো চায় তারা এখন কিভাবে নিবার্চন কমিশনে পরিবর্তন এনে নিরপেক্ষ নিবাচন করা যায়্
কিভাবে দূনিতি বন্ধ করা যায়।
কিভাবে সিন্ডিকেট ভাঙ্গা যায়
কিভাবে বেকারদের জন্য কর্মস্থংস্থান করা যায় সেটা নিয়ে সবাই আলোচনা করি।
বিএনপি্ আসলে তারেক খাম্বা বিক্রি শুরু করবে, জামাত আসলে পাকিস্থানের সাথে সম্পর্ক বাড়বে, মামুনুল আসলে আলোচনা ৫০১ নং রুমে হবে। আজহারী আসলে পতাকায় কালিমা যোগ হবে।
১০ ই আগস্ট, ২০২৪ রাত ৯:৩৬
স্নিগ্দ্ধ মুগ্দ্ধতা বলেছেন: ভাই, নির্বাচন করলে ম্যালা ট্যাকাটুকা নষ্ট হবে। তারচে ফেসবুকে পোল খুলে অনলাইনে ভোটের ব্যবস্থা করা যেতে পারে। আর, পাল্টা-বিপ্লব না হলে, দেশের সবকিছুতেই উন্নতি হবে বলে মনে হয়। বাদবাকি আল্লাহ ভরসা। ভরসারা খুন নৌকায়।
৩| ১০ ই আগস্ট, ২০২৪ রাত ১০:০২
কামাল১৮ বলেছেন: লেখক নিজেও শিবিরের কর্মী সেটা বুঝা যায় তার নিকের ছবি দেখে
১১ ই আগস্ট, ২০২৪ ভোর ৫:৫০
স্নিগ্দ্ধ মুগ্দ্ধতা বলেছেন: বিশেষসূত্রে জানতে পারলাম, আমি সিপিবির মাঠপর্যায়ের কর্মী, সাথে ছাত্রদলের গুপ্তচর। দয়া করে গুজব ছড়াবেন না।
৪| ১০ ই আগস্ট, ২০২৪ রাত ১০:০৪
সোনাগাজী বলেছেন:
সোনাগাজী বলছেন, আপনি পোনা ব্লগার; আপনার ব্লগিং:
পোস্ট করেছি: ৭১টি
মন্তব্য করেছি: ৭৩৫টি
মন্তব্য পেয়েছি: ৯৬৮টি
ব্লগ লিখেছি: ১০ বছর ১০ মাস
১১ ই আগস্ট, ২০২৪ ভোর ৫:৫২
স্নিগ্দ্ধ মুগ্দ্ধতা বলেছেন: আপনি সোনা ব্লগার। যাক, আমরা কারো সোনা নিয়ে টানাটানি না করি।
৫| ১০ ই আগস্ট, ২০২৪ রাত ১০:৩০
সোহানী বলেছেন: এ সোনাগাজী আর কামাল সাহেবকে অবসরে পাঠানো সময়ের দাবী। তারা ক্ষমতা হারিয়ে বদ্ধ পাগল হয়ে গেছে।
১১ ই আগস্ট, ২০২৪ ভোর ৫:৫৫
স্নিগ্দ্ধ মুগ্দ্ধতা বলেছেন: অল্প পানিতে পুঁটিমাছ ফরফর করে। ষোলো বছর বেশি পানিতে থেকে থেকে এদের স্বভাব খারাপ হয়ে গেছে। এখন কম-পানি আর এনজিও দেশ চালাচ্ছে দেখে খাবি খাচ্ছে। এরা ফ্যাসিবাদের দোসর।
৬| ১০ ই আগস্ট, ২০২৪ রাত ১০:৪৬
মেঠোপথ২৩ বলেছেন: পুরা আন্দোলনটাই গুজব। এরকম কিছুই ঘটে নাই। ফেসবুক কিছু ফিল্ম বানিয়ে ছেড়েছে।
১১ ই আগস্ট, ২০২৪ ভোর ৫:৫৬
স্নিগ্দ্ধ মুগ্দ্ধতা বলেছেন: আমি বিশেষসূত্রে জানতে পেলাম—ফেসবুক বলেই নাকি কিছু নেই। সবটাই নাকি জামাত-শিবিরের অপপ্রচার।
৭| ১০ ই আগস্ট, ২০২৪ রাত ১০:৪৭
অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন:
ফেসবুকে পেলাম। তারিখ আর মানুষগুলোকে খেয়াল করুন। কিছু বোঝায়?
১১ ই আগস্ট, ২০২৪ ভোর ৬:১৪
স্নিগ্দ্ধ মুগ্দ্ধতা বলেছেন: এডিট করা নাকি? লিংকটা দিয়েন তো।
৮| ১০ ই আগস্ট, ২০২৪ রাত ১০:৪৮
আদিত্য ০১ বলেছেন: লেখক সাহেব, আপনার স্ক্রিনশট আর লেখা দেখে বুঝা যায় আপনার পড়াশোনার বড্ড অভাব, এভাবে মানুসের পিছনে না লেগে, হাউকাউ না করে, পড়াশোনা করে ব্লগিং করেন
১১ ই আগস্ট, ২০২৪ ভোর ৬:০১
স্নিগ্দ্ধ মুগ্দ্ধতা বলেছেন: আমার প্রোফাইলে ঢুকে বাকি লেখাগুলো পড়ুন। বিশেষ করে ব্লগে লেখা আমার গল্পগুলো পড়ুন। আপনার ভুল ভাঙবে ইনশাআল্লাহ। আর কিছু বানান ঠিক করে নিন— বুঝা যায়, মানুসের; এগুলো লিখবেন যথাক্রমে—বোঝা যায়, মানুষের। আর, হ্যাঁ, লেখার শেষে দাঁড়ি দিতে ভুলবেন না। ও, দাঁড়ি দেখলে তো আবার আপনাদের চুলকানি শুরু হয়ে যায়।
৯| ১০ ই আগস্ট, ২০২৪ রাত ১০:৫২
আদিত্য ০১ বলেছেন: অনিকেত বৈরাগী তূর্য্য, সেটা তো সবাই বুঝে, এই আন্দোলনের পিছনে বিশাল ফান্ডিং ছিলো, আর প্রিপ্ল্যান্ড ও ইঞ্জিনিয়ারিং করাছিলো
১১ ই আগস্ট, ২০২৪ ভোর ৬:২৩
স্নিগ্দ্ধ মুগ্দ্ধতা বলেছেন: এই বানানগুলোও ঠিক করে নিন—বুঝে, করাছিলো; এগুলো হবে যথাক্রমে—বোঝে, করা ছিল। আর, আবার সেই একই ভুল করলেন। দাঁড়ি রাখা ওয়াজিব—বাক্যের শেষে।
১০| ১০ ই আগস্ট, ২০২৪ রাত ১১:২৬
সোনাগাজী বলেছেন:
@সোহানী ,
সোনাগাজীকে নিয়ে আপনার অপরিস্কার দাঁত দেখাইয়েন না; ভালো টুতঃপেষ্ট কিনেন, বসে বসে বই লেখেন; অপু রিভিউ করে দেবেন ফ্রিতে।
১১ ই আগস্ট, ২০২৪ ভোর ৬:০৭
স্নিগ্দ্ধ মুগ্দ্ধতা বলেছেন: অপরিস্কার নয়, অপরিষ্কার; টুতঃপেষ্ট নয়, টুথপেস্ট। ষ-ত্ব বিধান ভালো করে শিখে আসবেন। বয়স তো কম হলো না।
১১| ১০ ই আগস্ট, ২০২৪ রাত ১১:৫২
নূর আলম হিরণ বলেছেন: জামায়াতের লোকজন তো ওপেন ঘোষণা দিচ্ছে এই আন্দোলন তাদের কর্মীদের রক্তের ফসল। সোর্স লাগলে নিজেই খুঁজে নিন, না ফেলে জানায়েন।
১১ ই আগস্ট, ২০২৪ ভোর ৬:১৩
স্নিগ্দ্ধ মুগ্দ্ধতা বলেছেন: দেখেছি। আওয়ামীলীগ বাদে বাকি সব দলের কর্মী এবং সাধারণ মানুষদের অংশগ্রহণেই হয়েছে এই বিজয়। গণ-অভ্যুত্থান—এই শব্দের মধ্যেই লুকিয়ে আছে সকল প্রশ্নের উত্তর।
১২| ১১ ই আগস্ট, ২০২৪ রাত ১:২৩
নতুন বলেছেন: এই আন্দোলন তারেক জিয়াও বলবে যে তার ব্রেনচাইল্ড, টাকাও দিয়েছে, জামাতের আমীর এটা পাকিস্তানের এজেন্টরা ঠিক করে দিয়েছে। মামুনুল, এন্টারকটিক হুজুর, স্বপ্নে দেখেছেন, রাসুল সা: তাকে স্বপে দেখিয়েছেন।
যেটা হয়ে গেছে তার জন্য কান্না করে লাভ লাই। পরিকল্পনা যতই করুক। আয়ামীলীগের ভুলেই তাদের পতন হয়েছে।
এখন সামনের দিনে যদি সবাইকে নিয়ে দূনিতি মুক্ত দেশ গড়া যায় সেই চেস্টা করতে কোন সমস্যা কারুর আছে?
১১ ই আগস্ট, ২০২৪ ভোর ৬:০৯
স্নিগ্দ্ধ মুগ্দ্ধতা বলেছেন: আছে ভাই। এতোদিন যারা দেশের পশ্চাৎ মেরে খেয়েছে, তারা অসুবিধায় পড়ে গেল। তারা সম্পদের পাহাড় গড়বে কী করে?
১৩| ১১ ই আগস্ট, ২০২৪ রাত ১:২৬
মাহমুদুর রহমান সুজন বলেছেন: ২০২৩ সালে ব্যারিষ্টার সুমন ও কিন্তু ছাত্রদের সাথে আন্দোলন করেছিলেন।
১১ ই আগস্ট, ২০২৪ ভোর ৬:১৫
স্নিগ্দ্ধ মুগ্দ্ধতা বলেছেন: এটা জানতাম না। কিন্তু এর দ্বারা কী বুঝালেন?
১৪| ১১ ই আগস্ট, ২০২৪ রাত ২:৩৩
কিশোর মাইনু বলেছেন: আরে দূর ভাই, কি কন এগুলা। এগুলা সব হাসিনা আত্মত্যাগ ভাই। সে টায়ার্ড হয় গেছিল ত দেশটারে চালাইতে চালাইতে। এখন মানূষ তো তারে বেশী ভালবাসে, তারা ছাড়া আর কাউরে মেনে নিবেনা। তাই সে রিটায়ার্ডে যাওয়ার জন্য এইসব নাটক করছে। কোন আন্দোলন হয়নাই ভাই। এগুলো সব স্ক্রিপ্টেড ছিল। মুগ্ধ, সৈয়দ এরা কেউ ই মারা যায়নাই। সেগুলো সব অভিনয় ভাই। চিন্তা করিয়েন না। আমি নিজে স্বাক্ষী ভাই। আমার হাতে এখনো ফেইক ব্যান্ডেজ বাধা আছে।
সোনাগাজী, কামাল সাহেবের মত জ্ঞানী ব্যাক্তিরা এই দেশের ভবিষ্যত। আপনাদের সাহস কত আপ্নারা তাদের ভুল ধরেন। অই @সোহানী আপু, মাফ চান তার কাছে।
১১ ই আগস্ট, ২০২৪ ভোর ৬:২০
স্নিগ্দ্ধ মুগ্দ্ধতা বলেছেন: হাসিনা আত্মত্যাগ করতে গিয়ে আবেগে পদত্যাগ করে ফেলেছে। হাসু আপাকে জনগণ বাঁশ দিয়ে বাঁশু আপা বানিয়ে দিয়েছে। সোনাগাজী পুরনো পাপী। আগে চাঁদগাজী নামে ছিল। কামাল সাহেবকে আমি ঠিকমতো জানি না, আমি যখন নিয়মিত ব্লগিং করতাম, ১৫-১৬-১৭ সালে তখন তাকে দেখেছি বলে মনে পড়ে না।
১৫| ১১ ই আগস্ট, ২০২৪ দুপুর ১:৪৫
ধুলো মেঘ বলেছেন: ভাই, আমিও জানতে পেরেছি যে আবু সাইদ ড্রাগ ডিলার ছিল। ড্রাগ পাচার করার সময়ে রংপুরে বিজিবি আর বিএসএফের গোলাগুলির মধ্যে পড়ে মারা গেছে।
১১ ই আগস্ট, ২০২৪ বিকাল ৩:২৫
স্নিগ্দ্ধ মুগ্দ্ধতা বলেছেন: আবু সাঈদের বিষয়ে জানি না, তবে গণভবনে বিয়ারের বোতল পাওয়া গেছে, ছবিতে দেখেছি।
১৬| ১১ ই আগস্ট, ২০২৪ রাত ৯:০০
জটিল ভাই বলেছেন:
আপনে ব্লগার না ক্রিকেটর? একটা বলও মিস করলেন না!
১২ ই আগস্ট, ২০২৪ সকাল ৯:৩১
স্নিগ্দ্ধ মুগ্দ্ধতা বলেছেন: ছাত্রলীগের সাবেক সভাপতি আমাকে ক্রিকেটার নয়, পিকেটার মনে করতেন। আর তারেক জিয়ার ভাষ্যমতে আমি ব্লগার নই,ময়লার ভাগাড়। কেউ কেউ বলেছেন, পিনাকী আমাকে মোসাদের এজেন্ট বলে মনে করেন।
১৭| ১২ ই আগস্ট, ২০২৪ দুপুর ২:৩৩
পদাতিক চৌধুরি বলেছেন: পোস্টর সঙ্গে প্রতিমন্তব্যগুলোও দারুণ বলিষ্ঠ হয়েছে।++
আস্তাকুঁড়ের ব্লগার রুচি কথোপকথনে বিষয়কে আস্তাকুঁড়েই নিয়ে যাবেন- এটাই স্বাভাবিক।আর যাইহোক জন্মস্থান কী না...
আগাছা আস্তাকুঁড়েই বেশি বাড়ন্ত হবে এটা ধরে নিয়েই চলতে হবে।
১২ ই আগস্ট, ২০২৪ রাত ১০:২১
স্নিগ্দ্ধ মুগ্দ্ধতা বলেছেন: প্রীত হলাম। তবে, আমি আশ্চর্য হয়ে যাই, এই ভেবে, এরকম চূড়ান্ত ক্ষমতালোভী, স্বৈরাচার, বর্বর, সাইকোপ্যাথ, নিষ্ঠুর, পিশাচকে পতনের পরও এরা সাপোর্ট করে কোন মানসিকতায়? এদের বিবেক কি বন্ধক রেখেছে? না কি, বন্ধক রাখার আগেই বিক্রি করে দিয়েছে?
১৮| ১২ ই আগস্ট, ২০২৪ রাত ১০:৫৫
করুণাধারা বলেছেন: মন্তব্য করতে এসেছিলাম, কিন্তু কপি পেস্ট মন্তব্য করে যাচ্ছি। খুবই হতাশ লাগছে।
তবে, আমি আশ্চর্য হয়ে যাই, এই ভেবে, এরকম চূড়ান্ত ক্ষমতালোভী, স্বৈরাচার, বর্বর, সাইকোপ্যাথ, নিষ্ঠুর, পিশাচকে পতনের পরও এরা সাপোর্ট করে কোন মানসিকতায়? এদের বিবেক কি বন্ধক রেখেছে? না কি, বন্ধক রাখার আগেই বিক্রি করে দিয়েছে?
১৩ ই আগস্ট, ২০২৪ ভোর ৫:৫৯
স্নিগ্দ্ধ মুগ্দ্ধতা বলেছেন: হতাশার কারণ নেই। দেড় দশকের অনড় সিংহাসন যখন ২৬ দিনে ধূলিস্যাৎ হয়ে গেছে, তখন আশায় বুক বাঁধাই যায়। আর, গাদ্দার সব সময় ছিল, আছে, থাকবে—এদেরকে অগ্রাহ্য করে উঠবে নতুন দিনের সূর্য, এদের বৃথা চিৎকার ছাপিয়ে বাজবে নতুন দিনের তূর্য।
©somewhere in net ltd.
১| ১০ ই আগস্ট, ২০২৪ রাত ৮:২৫
দীপ্ত একাত্তর বলেছেন: শিবিরের লোকজন বলছে আবু সাইদ তাদের পরিবারের সদস্য এটাও কি গুজব।