নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কি যে লিখি ছাই মাথা ও মুণ্ডু আমিই কি বুঝি তার কিছু?/হাত উঁচু আর হ\'ল না ত ভাই, তাই লিখি ক\'রে ঘাড় নীচু!

স্নিগ্দ্ধ মুগ্দ্ধতা

এখন থেকে লিখব না আর সত্যিকারের কিছু/ বলব না আর, চলব শুধু ছায়ার পিছুপিছু।// সবাই যখন নামছে নীচে, আমার তখন কী দায়? / অন্ধকারের সঙ্গী হলাম—আলোক তোমায় বিদায়।// এখন আমি থমকে রব, জীবন হবে থ-ময়,/ মাথা নেড়ে আজ্ঞে বলেই কাটিয়ে দেব সময়।// মিথ্যেটাকে সত্যি জেনেই করব কারাবরণ—/ এখন থেকে জানবে, হে দেশ, কবির হলো মরণ।//

স্নিগ্দ্ধ মুগ্দ্ধতা › বিস্তারিত পোস্টঃ

শহিদমিনার

২১ শে ফেব্রুয়ারি, ২০২০ সকাল ৭:৩৯

ফেব্রুয়ারি বছর ঘুরে আসবে যখন একা,
শূন্য বুকে জাগবে আবার পুষ্প দানের ঠেকা।
মুক্ত পায়ের ঐকতানে সেই পুরাতন গীতে
বুলির ছটায় ছুটব মোরা ফেব্রুয়ারির শীতে;
পুষ্প মালা দিতে।

শীতের কাঁথা নীচেয় ফেলে তীব্র শীতের ভোরে
মুক্ত পায়ে পৌঁছে যাওয়া শহীদমিনার-দোরে—
এটাই কি কম ত্যাগের কথা বর্তমানের দেশে?
এখন কি আর সময় আছে রক্তদানের, হেসে?
দেশকে ভালোবেসে?

নেই দরকার কিছুই করার দেশের তরে আর,
এখন কেবল পুষ্প দিয়েই মিটবে দায়ের ভার।
হায়রে ভীরু, হায় কাপুরুষ—নতুন যুগের সেনা
পুষ্প দিয়েই চাস মেটাতে স্বদেশমাতার দেনা?

শহীদ মিনার, তোমায় বলি চাও কি কেবল খালি
এমনি মুখের প্রীতির গীতি? এমনি ফুলের ডালি?
শহীদ মিনার, একটি দিনের মিথ্যে ফুলের ডালা
ঘুচিয়ে দিতে পারবে কি বল পাঁচ দশকের জ্বালা?

শির-নোয়ানো শহিদমিনার শির উঁচিয়ে দাঁড়া,
মোহের বেড়ি ভাঙতে জাতির অন্তরে দে নাড়া!

—শহিদমিনার
আহমদ মুসা
২৬ এপ্রিল, ২০১১।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২১ শে ফেব্রুয়ারি, ২০২০ সকাল ৮:৫২

রাজীব নুর বলেছেন: সুন্দর।

২| ২১ শে ফেব্রুয়ারি, ২০২০ সকাল ১০:৫৪

নেওয়াজ আলি বলেছেন: সকল শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.