নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কি যে লিখি ছাই মাথা ও মুণ্ডু আমিই কি বুঝি তার কিছু?/হাত উঁচু আর হ\'ল না ত ভাই, তাই লিখি ক\'রে ঘাড় নীচু!

স্নিগ্দ্ধ মুগ্দ্ধতা

এখন থেকে লিখব না আর সত্যিকারের কিছু/ বলব না আর, চলব শুধু ছায়ার পিছুপিছু।// সবাই যখন নামছে নীচে, আমার তখন কী দায়? / অন্ধকারের সঙ্গী হলাম—আলোক তোমায় বিদায়।// এখন আমি থমকে রব, জীবন হবে থ-ময়,/ মাথা নেড়ে আজ্ঞে বলেই কাটিয়ে দেব সময়।// মিথ্যেটাকে সত্যি জেনেই করব কারাবরণ—/ এখন থেকে জানবে, হে দেশ, কবির হলো মরণ।//

স্নিগ্দ্ধ মুগ্দ্ধতা › বিস্তারিত পোস্টঃ

কবির মৃত্যু

০১ লা জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:১০


এখন থেকে লিখব না আর সত্যিকারের কিছু
বলব না আর, চলব শুধু ছায়ার পিছুপিছু।
সবাই যখন নামছে নীচে, আমার তখন কী দায়?
অন্ধকারের সঙ্গী হলাম—আলোক তোমায় বিদায়।


বলুক না দেশ প্রলাপ-বচন, জ্বলুক না দেশ চিতায়—
ওসব ছাড়াই কাব্য হবে, ভাবব না আর বৃথাই।
হাঁটব না আর ন্যায়ের পথে, মাতব বিষের চুমায়!—
আমি কেন জাগব একা, সবাই যখন ঘুমায়?


এখন থেকে দুষব না আর, স্বদেশ, আমি তোমায়;
ধর্ষিতা দেশ, ঘুমাও তুমি অন্ধকারের কোমায়।
তোমার এ ঘুম ভাঙবে যখন, আসবে সময় ভাবার—
সেদিন নাহয় ধরব কলম, স্মরব তোমায় আবার।


এখন আমি থমকে রব, জীবন হবে থ-ময়,
মাথা নেড়ে আজ্ঞে বলেই কাটিয়ে দেব সময়।
মিথ্যেটাকে সত্যি জেনেই করব কারাবরণ—
এখন থেকে জানবে, হে দেশ, কবির হলো মরণ।

—কবির মৃত্যু।
আহমদ মুসা।
৩১ ডিসেম্বর, ২০১৮।

মন্তব্য ২৪ টি রেটিং +৫/-০

মন্তব্য (২৪) মন্তব্য লিখুন

১| ০১ লা জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:১৭

তারেক ফাহিম বলেছেন: এত্ত অভিমান নিয়ে বঁাচা যায় :(

০১ লা জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:২১

স্নিগ্দ্ধ মুগ্দ্ধতা বলেছেন: কার পরে অভিমান করব, ভাই? সৃষ্টিকর্তা ছাড়া অভিমান করার মতো কাউকে তো পাইনে!

২| ০১ লা জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:১৭

সম্রাট ইজ বেস্ট বলেছেন: কবির মরণ কাম্য নয়। দেশ নিয়ে ভাবার জন্য আরও লোক আছে। আমি-আপনি তো চুনোপুঁটি।

০১ লা জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:২২

স্নিগ্দ্ধ মুগ্দ্ধতা বলেছেন: বলুক না দেশ প্রলাপ-বচন, জ্বলুক না দেশ চিতায়—
ওসব ছাড়াই কাব্য হবে, ভাবব না আর বৃথাই।

৩| ০১ লা জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:১৮

চাঁদগাজী বলেছেন:



কবি কি আসলে ছিলেন, নাকি রূপকথা?

০১ লা জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:২৪

স্নিগ্দ্ধ মুগ্দ্ধতা বলেছেন: রূপ নেই জনাব, কথাও বন্ধ।

৪| ০১ লা জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:২৯

সুমন কর বলেছেন: ভালো লিখেছেন।

০১ লা জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:৩০

স্নিগ্দ্ধ মুগ্দ্ধতা বলেছেন: আহা! আপনি শুধু ভালোটাই দেখলেন! ভালোর পেছনের ক্ষোভটা কি চোখে পড়েছে?

৫| ০১ লা জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:৩০

সুখী পৃথিবীর পথে বলেছেন: পরাজয় স্বীকার?

০১ লা জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:৩১

স্নিগ্দ্ধ মুগ্দ্ধতা বলেছেন: উঁহু। ক্ষোভ, আক্ষেপ।

৬| ০১ লা জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:৩২

সুমন কর বলেছেন: অবশ্যই....

০১ লা জানুয়ারি, ২০১৯ রাত ৮:১০

স্নিগ্দ্ধ মুগ্দ্ধতা বলেছেন: ধন্যবাদ। ভালো থাকুন। ভালো রাখুন।

৭| ০১ লা জানুয়ারি, ২০১৯ রাত ৮:০১

এম আর তালুকদার বলেছেন: আসবে সুদিন,রইলাম সেদিনের তরে,
কাটবে আঁধার,
প৾ভাত আসার পরে।

০১ লা জানুয়ারি, ২০১৯ রাত ৮:১২

স্নিগ্দ্ধ মুগ্দ্ধতা বলেছেন: প্রভাত-দাদা আসার আগেই আমরা যাব মরে
আসুন ব্রাদার, আগে থেকেই ঢুইক্কা পড়ি গোরে।

৮| ০১ লা জানুয়ারি, ২০১৯ রাত ৮:০৭

বিদ্রোহী ভৃগু বলেছেন:
চল কবি শ্মসানেতে তুলি তোমায় চিতায়
এ জনমের শেষ করে হোক নতুন জনম হেথায়
ফিনিক্স পাখির মতো তুমি জাগবে ভস্ম থেকে
বদলে দেবে সমাজটাকে মন্দ টাকে মুছে।

হতাশা নয় ক্ষোভও নয় চাইযে অঙগীকার
তুমিউ স্ব-দেশ পালাবে কেন জাগো আরেক বার। :)

কবির চল্লিশা কবে ;) দাওয়াত দিয়েন :P হা হা হা (ফান)

কবিতায় ভাল লাগা
++++

০১ লা জানুয়ারি, ২০১৯ রাত ৮:১৬

স্নিগ্দ্ধ মুগ্দ্ধতা বলেছেন: জাগব না আর, রাগব না আর, ভাগব এখন ভয়ে
ধর্ষিতা হয় এই দেশে মা—দেশ তো আমার নয় এ।


আগে আমার মুণ্ডু উড়ুক চেতন-ধারীর বোমায়
পরেই নাহয় চল্লিশাতে দাওয়াত দেব তোমায়।

৯| ০১ লা জানুয়ারি, ২০১৯ রাত ৮:১০

নাহিদ০৯ বলেছেন: আপনার এই অভিমানের সময়ে একটা কবিতাই মনে আসছে-

আমরা যদি না জাগি মা
কেমনে সকাল হবে ?
তোমার ছেলে উঠবে মা গো
রাত পোহাবে তবে।

০১ লা জানুয়ারি, ২০১৯ রাত ৮:১৯

স্নিগ্দ্ধ মুগ্দ্ধতা বলেছেন: উঠব না আর, ফুটব না আর, ছুটব এখন ভয়ে
মরণভয়ের কাছে, জেনো, কবির পরাজয় এ।

১০| ০১ লা জানুয়ারি, ২০১৯ রাত ৮:২৫

রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর কবিতা।

০১ লা জানুয়ারি, ২০১৯ রাত ৮:৩২

স্নিগ্দ্ধ মুগ্দ্ধতা বলেছেন: কবিতা-খানা সরল হলেও পরিস্থিতি তা নয়
দেশটা যেন বৌদি সবার, কোনও শালার মা নয়।

১১| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৫:৪৩

চাঁদগাজী বলেছেন:



কবি তো ঠিকই চলে গেছেন, ব্লগে কবিতা নেই!

০২ রা জুন, ২০১৯ সন্ধ্যা ৭:৩০

স্নিগ্দ্ধ মুগ্দ্ধতা বলেছেন: ব্লগে ঢোকা যায় না। শেষ পর্যন্ত ভিপিএনে সওয়ার হয়ে ঢুকতে হলো। আপনার সৌজন্যে মুগ্ধ হলাম।

১২| ০২ রা জুন, ২০১৯ সন্ধ্যা ৭:২০

আর্কিওপটেরিক্স বলেছেন: বহুদিন পরে আসলেন...

০২ রা জুন, ২০১৯ সন্ধ্যা ৭:২৭

স্নিগ্দ্ধ মুগ্দ্ধতা বলেছেন: আসা মাত্রই স্বাগত জানালেন! ভালো লাগল। ভালোবাসা আপনার জন্য।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.