নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এখন থেকে লিখব না আর সত্যিকারের কিছু/ বলব না আর, চলব শুধু ছায়ার পিছুপিছু।// সবাই যখন নামছে নীচে, আমার তখন কী দায়? / অন্ধকারের সঙ্গী হলাম—আলোক তোমায় বিদায়।// এখন আমি থমকে রব, জীবন হবে থ-ময়,/ মাথা নেড়ে আজ্ঞে বলেই কাটিয়ে দেব সময়।// মিথ্যেটাকে সত্যি জেনেই করব কারাবরণ—/ এখন থেকে জানবে, হে দেশ, কবির হলো মরণ।//
১.
শুনশান নিরিবিলি স্টপেজে বাস এসে থামতেই জানালা দিয়ে বাইরে উঁকি দিলাম। দেখলাম, কড়া রঙের শাড়িপরা মাঝবয়সী এক মহিলা আরেক মহিলার দিকে তাকিয়ে ঝাঁঝালো গলায় বলছে—এরপর থেকে কড়া গলায় কিছু বললেই কলার ধরে কষিয়ে একটা থাপ্পড় দিবি। নারীরা আর পিছিয়ে নেই। নারী পুরুষ এখন সমান। আমরা সমান অধিকার চাই। বেশিও না, কমও না—সমান অধিকার।
বাসটা চলতে শুরু করতেই মহিলা এক লাফে বাসে উঠে পড়লেন। আমার সামনে এসে ঝাঁঝালো গলায় বললেন—এই যে! আপনি মহিলা সিটে বসে আছেন কেন? উঠুন। লজ্জা করে না, মহিলা সিটে বসতে?
২.
স্ট্রিট লাইটের আলোয় ঝলমলে সন্ধ্যা। ফুটপাতের কিশোর-বয়সী ডাব বিক্রেতার দিকে মাঝবয়সী টাকপড়া লোকটা এগিয়ে গিয়ে কর্কশ স্বরে বলল—এই! ডাব কতো রে?
—পঞ্চাশ টাকা করে, স্যার!
লোকটা তেলে-বেগুনে জ্বলে উঠে বলল—কী! এইটুক ডাব পঞ্চাশ টাকা? এইভাবে দিনে-দুপুরে মানুষের পকেট কাটিস! ব্যাটা ছোটোলোকের বাচ্চা!
রেগেমেগে ভদ্রলোক ফুটপাত ধরে সামনের দিকে হাঁটা দিল। ভিড় পেরিয়ে এসে ফুলে-ওঠা পকেটের উপর চাপ দিয়ে ভদ্রলোকের মুখে স্বস্তি ফিরে এলো—না! সমস্যা নেই। ঘুষের টাকাটা ঠিকঠাকমতোই আছে।
—আহমদ মুসা।
৭ ডিসেম্বর, ২০১৮।
০৭ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ১০:৪৪
স্নিগ্দ্ধ মুগ্দ্ধতা বলেছেন: মহিলাদের থেকে ১০০ হাত দূরে থাকুন, এই কথা মানলে তো আপনি-আমি দুনিয়াতেই আসতাম না!
সিলেটে ডাবের দাম ৬০ টাকা।সেই হিসেবে ডাবওয়ালা কিন্তুু বেশি দাম চায়নি।
২| ০৭ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ১০:৩৪
রাজীব নুর বলেছেন: Unusual...
০৭ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ১০:৪৫
স্নিগ্দ্ধ মুগ্দ্ধতা বলেছেন: Who? Me? The story? Or, you?
৩| ০৭ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ১০:৫৩
নতুন নকিব বলেছেন:
সুন্দর হয়েছে অনুগল্প দু'টি। গল্প হলেও বাস্তবতা উঠে এসেছে। শেষেরটা বেশি ভালো লেগেছে।
প্রথম গল্পে 'কলার ধরে একটা থাপ্পর কষিয়ে দিবি' না বলে 'কলার ধরে কষিয়ে একটা থাপ্পর দিবি' অথবা 'কলার ধরে একটা থাপ্পর বসিয়ে/ লাগিয়ে দিবি' এবং দ্বিতীয় গল্পে 'কর্কশ সুরে' না বলে 'কর্কশ স্বরে' বললে কি আরেকটু শ্রুতিমধুর লাগতো?
আপনার নতুন ছড়া কবিতার অপেক্ষায় থাকি। কেমন যাচ্ছে সময়গুলো?
০৭ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ১১:৫৬
স্নিগ্দ্ধ মুগ্দ্ধতা বলেছেন: এডিট করে দিলাম, নিছক প্রশংসা নয়, এমন গঠনমূলক মন্তব্যই চাই।
কবিতা লিখব-লিখব করে আর লেখা হয়ে উঠছে না। সময় যাচ্ছে ভীষণ ব্যস্ততায়। তবে, কোনও রুগির সাথে এখনও কড়া গলায় কথা বলিনি। দোয়ার দরখাস্ত।
৪| ০৭ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:৫৯
আর্কিওপটেরিক্স বলেছেন: ভালো লাগলো
০৭ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১১:০৭
স্নিগ্দ্ধ মুগ্দ্ধতা বলেছেন: কোথায় লাগলো?
৫| ০৭ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:২০
স্রাঞ্জি সে বলেছেন:
লেখক বলেছেন। সিলেটে ডাবের দাম ৬০ টাকা।সেই হিসেবে ডাবওয়ালা কিন্তুু বেশি দাম চায়নি।
কি কন ভাই। গত ঈদের পরে সিলেটে গেছিলাম। শাহ পরাণ মাজার গেইটের পাশে ডাব খাইছিলাম, ত্রিশ টাকা দিয়ে। আরো কয়েক জায়গায় খাইছিলাম চল্লিশ টাকা দিয়ে।
যাক কড়া গলা ডাক্তারদের জাতি আশা করে না। এইটা মনে রাইখেন।
আর গল্প.... প্রথমটা অণুগল্প হিসেবে নিতে পারা কষ্ট হচ্ছে। এখানে অণুগল্পের টুইস্ট টা কি। আমার মাথায় আসেনি।
দ্বিতীয়টা মোটামুটি ভাল লাগছে......
অনিঃশেষ শুভকামনা
০৭ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১১:০৬
স্নিগ্দ্ধ মুগ্দ্ধতা বলেছেন: অ্যাঁ? আমি তো দেড় বছর আগেও ৫০ টাকায় ডাব খেলাম! কেমনে কী?
প্রথম অণুগল্পের মহিলা বেশিও না, কমও না, সমান অধিকারে বিশ্বাসী; তাহলে মহিলা-সিটের জন্য এত হাপিত্যেশ কেন? সমান অধিকারই যদি চান, তবে মহিলা-সিট থাকলে পুরুষ-সিটও রাখতে হবে; না হলে মহিলা-সিট উঠিয়ে দিতে হবে।
৬| ০৭ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১১:১৪
আর্কিওপটেরিক্স বলেছেন: মগজে
০৮ ই ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:০৯
স্নিগ্দ্ধ মুগ্দ্ধতা বলেছেন: অ্যাঁ? দ্রুত একটা সিটি স্ক্যান করে একজন নিউরোসার্জনের সাথে যোগাযোগ করুন।
৭| ০৮ ই ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:১৫
আর্কিওপটেরিক্স বলেছেন: আপনার সাথে করলেই হবে
০৮ ই ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:১৮
স্নিগ্দ্ধ মুগ্দ্ধতা বলেছেন:
©somewhere in net ltd.
১| ০৭ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ১০:৩৩
আকিব হাসান জাভেদ বলেছেন: মহিলাদের থেকে ১০০ হাত দূরে থাকুন । এই ধরনের কথা বাসে লেখা থাকলে সুবিদা হতো ।
লোকটা ঘোষ খেলেও ডাব ওয়ালা কিন্তুু বেশি দামই চেয়েছে । কারন ডাব ওয়ালার ও নীতি নেই ।