নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এখন থেকে লিখব না আর সত্যিকারের কিছু/ বলব না আর, চলব শুধু ছায়ার পিছুপিছু।// সবাই যখন নামছে নীচে, আমার তখন কী দায়? / অন্ধকারের সঙ্গী হলাম—আলোক তোমায় বিদায়।// এখন আমি থমকে রব, জীবন হবে থ-ময়,/ মাথা নেড়ে আজ্ঞে বলেই কাটিয়ে দেব সময়।// মিথ্যেটাকে সত্যি জেনেই করব কারাবরণ—/ এখন থেকে জানবে, হে দেশ, কবির হলো মরণ।//
অস্ত্র হাতে যুদ্ধ করে করলি স্বাধীন দেশটারে,
কোটার প্যাঁচের টোটার ঘায়ে করলি আবার শেষ তারে!
ছেলেপুলে, নাত্-পুতেরাও যোগ দিল হায়! তোর সাথে
স্বাধীনতার সূর্য কোথায়? অমানিশার ঘোর রাত এ!
পাকির শোষণ, রানির শোষণ—করল শোষণ সব সখী,
শেষকালে এই কোটার শোষণ—তফাৎ তবে রইল কী?
এই জগতের ব্যাপার বোঝা নয়তো মোটেই শক্ত রে!
সব ব্যাটারাই সুযোগ পেলে খায় নিরীহের রক্ত রে!
শোষণ যদি চলতে থাকে এমনি করে শেষ-তকই
চলুকগে ছাই! চলুকগে ছাই! —থামিয়ে দিলাম বকবকি।
একটা কথাই শেষ বলে যাই, বাদবাকি সব উহ্য থাক—
মেধার যেথা হয় না কদর, সদর তাদের চিচিং ফাঁক!
—কোটার রাজ্যে পৃথিবী গদ্যময়
আহমদ মুসা,
১৫ মার্চ, ২০১৮।
১৫ ই মার্চ, ২০১৮ সকাল ৯:২৩
স্নিগ্দ্ধ মুগ্দ্ধতা বলেছেন: মণ্ডল ভাই, আপনিও দারুন প্রশংসা করেছেন।ভালো থাকুন।
২| ১৫ ই মার্চ, ২০১৮ সকাল ৮:০৮
মো ফরহাদ বলেছেন: লেখাটা দেখে মনে হয় আপনি আমর হ্নদয়ের সাথে মিশে আছেন কারণ, আমি নিজেই এরকম লেখব ভেবেছিলাম,
যেখানে দেশের সর্ব কোটা সেখানে দেশতো কোন মেধাবীর হতে পারেনা।
ধন্যবাদ ভালো লিখেছেন।
১৫ ই মার্চ, ২০১৮ সকাল ৯:২১
স্নিগ্দ্ধ মুগ্দ্ধতা বলেছেন: অধিকাংশ বাংলাদেশির প্রাণের দাবিই এটা।তাই হৃদয়ের সাথে মিলে যাওয়াই স্বাভাবিক।সবাই-ই বোঝে এটা।খালি যার বোঝা দরকার সে-ই বোঝে না।
৩| ১৫ ই মার্চ, ২০১৮ সকাল ৮:২৭
চাঁদগাজী বলেছেন:
মুক্তিযোদ্ধাদের কোটা বাতিল করে দিক সরকার; তাঁদের ছেলেমেয়ে এখনো কলেজ, ইউনিভার্সিটিতে থাকলে, তাদেরকে স্কলারশীপ দেয়া হোক।
কোটা দিয়ে মুক্তিযোদ্ধাদেরকে সবার (এমন কি রাজাকারদেরও) চক্ষুশুল করেছে লিলিপুটিয়ান সরকার।
১৫ ই মার্চ, ২০১৮ সকাল ৯:২৯
স্নিগ্দ্ধ মুগ্দ্ধতা বলেছেন: রাজা যে কার, আর কার না এটাই আজও বুঝলাম না!
৪| ১৫ ই মার্চ, ২০১৮ সকাল ৮:২৯
চাঁদগাজী বলেছেন:
মেধাবীদের সুযোগ দেয়ার দরকার, চাকুরীর অভাবে বিয়ে করতে পারছেন না।
১৫ ই মার্চ, ২০১৮ সকাল ৯:২৭
স্নিগ্দ্ধ মুগ্দ্ধতা বলেছেন: ভাই, আমার বিষয়টা আপনি জানলেন কী করে?
৫| ১৫ ই মার্চ, ২০১৮ সকাল ৯:১৯
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: চাঁদগাজী বলেছেন:মেধাবীদের সুযোগ দেয়ার দরকার, চাকুরীর অভাবে অনেকে বিয়ে করতে পারছেন না।
বিয়ে নিয়ে চাঁদগাজীর এত মাথা ব্যথা কেন??
১৫ ই মার্চ, ২০১৮ সকাল ৯:২৪
স্নিগ্দ্ধ মুগ্দ্ধতা বলেছেন: কারণ ভাই সায়েবের একখানা মাথা আছে।
৬| ১৫ ই মার্চ, ২০১৮ সকাল ৯:২৩
মোস্তফা সোহেল বলেছেন: খুব ভাল লিখেছেন।যারা মেধাবীদের কদর করে না তাদের ভবিষ্যৎ অন্ধকার।
১৫ ই মার্চ, ২০১৮ সকাল ৯:২৭
স্নিগ্দ্ধ মুগ্দ্ধতা বলেছেন: বর্তমানটাও কম অন্ধকার নয়! আজকের পেপারই সাক্ষ্য দিচ্ছে।
৭| ১৫ ই মার্চ, ২০১৮ সকাল ৯:৩৬
রাজীব নুর বলেছেন: তারা যুদ্ধ করে এসে কিছুই চায় নাই। সরকার তাদের খুশি করতে গিয়ে ব্যাপারটা জট পাকিয়ে ফেলল। 'কোটা' এই শব্দটা শুনলেই এখন রাগ লাগে।
১৫ ই মার্চ, ২০১৮ সকাল ১০:৩০
স্নিগ্দ্ধ মুগ্দ্ধতা বলেছেন: মুক্তিযোদ্ধাদের আমরা সবাই ভালোবাসি,কিন্তু সেটা অবশ্যই যৌক্তিকতা বিসর্জন দিয়ে নয়, এটা সরকারের বোঝা উচিত।
৮| ১৫ ই মার্চ, ২০১৮ সকাল ৯:৫৩
সম্রাট ইজ বেস্ট বলেছেন: বড়ই বিচিত্র দেশের ততধিক বিচিত্র সিস্টেম। ভাল লিখেছেন।
১৫ ই মার্চ, ২০১৮ সকাল ১০:৩৬
স্নিগ্দ্ধ মুগ্দ্ধতা বলেছেন: লজ্জার মাথা খেয়ে বলতে হয়, বিচিত্র এই দেশের ি*চি আছে, নাকি পুরো মেরুদণ্ডহীন নপুংসক হয়ে গেছে, এইটা এখন বোঝার উপায় নেই।
৯| ১৫ ই মার্চ, ২০১৮ সকাল ৯:৫৪
স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: প্রশ্ন ফাঁস, কোটা প্রথা মেধাবীদের বিকাশের পথে চরম অন্তরায় | মেধাবীদের উচ্চ শিক্ষা এবং গুরুত্বপূর্ণ পদে সুযোগ প্রদান না করতে পারলে কোনো দেশই উন্নয়নের স্বপ্ন দেখতে পারে না | এই কোটা প্রথার বিরোধীরা তো কোনো অন্যায় দাবি করেন নাই - কিন্তু তাদের লাঠি পেটা করে সরকার আহাম্মকিরই পরিচয় দিচ্ছে এবং প্রমান করছে দেশে মেধার বিকাশে ক্ষমতাসীনরা মোটেই আগ্রহী নয় |
১৫ ই মার্চ, ২০১৮ সকাল ১০:৩৮
স্নিগ্দ্ধ মুগ্দ্ধতা বলেছেন: মেধাহীনরা ক্ষমতায় থাকলে মেধাহীনদেরকেই সাপোর্ট দিবে,জানা কথা। সব শিয়ালের এক রাঁ।
১০| ১৫ ই মার্চ, ২০১৮ সকাল ১০:৪৮
নতুন নকিব বলেছেন:
এক কথায় দারুন!
আচ্ছা, আপনি কোথায় ছিলেন? রাগ করব কিন্তু!
ভাল থাকুন অনেক।
১৫ ই মার্চ, ২০১৮ সকাল ১১:৪০
স্নিগ্দ্ধ মুগ্দ্ধতা বলেছেন: ফাইনাল প্রফ, মানে মেডিকেলের শেষ পরীক্ষা চলছিল।তাই একটু ওই (অ)পাঠ্যপুস্তক গলাধঃকরণ করছিলাম আর কী!
থাকলাম অনেক ভালো।যাজাকাল্লাহ খয়রান।
১১| ১৫ ই মার্চ, ২০১৮ দুপুর ১২:৪০
নতুন নকিব বলেছেন:
ওহ! বুঝতে পেরেছি। প্রত্যুত্তরে অনেক শুকরিয়া। আপনার ক্যারিয়ার সুন্দর হোক। প্রান খুলে আল্লাহ তাআ'লার দরবারে দোআ করছি।
১৫ ই মার্চ, ২০১৮ দুপুর ১:০৮
স্নিগ্দ্ধ মুগ্দ্ধতা বলেছেন: আপনার জন্যও দোয়া রইল। মা আসসালাম।
১২| ১৫ ই মার্চ, ২০১৮ বিকাল ৪:৫৫
রোদ্দূর মিছিল বলেছেন: ভালো লিখেছেন। আমার এসব দেখি 'কোটা'র হাট-বাজারলেখাটিতেও আমি এ বিষয়টার আলোকপাত করেছি।
১৫ ই মার্চ, ২০১৮ রাত ১০:১১
স্নিগ্দ্ধ মুগ্দ্ধতা বলেছেন: আপনার লেখাটা পড়লাম। একটা জিনিস খালি মাথায় ঢোকে না, মাথামোটা সরকার আসলে চায়টা কী?
১৩| ১৫ ই মার্চ, ২০১৮ সন্ধ্যা ৬:৪৫
চাঁদগাজী বলেছেন:
লেখক বলেছেন, " রাজা যে কার, আর কার না এটাই আজও বুঝলাম না! "
-আমি লিখেছিলাম যে, কোটার কারণে মুক্তিযোদ্ধারা 'রাজাকারেরদেরও' চক্ষুশুল হয়েছেন, মুক্তিযোদ্ধা কোটা বাদ দেয়া হোক; এতে আপনি বলেছেন যে, আপনি রাজাকার কাহারা তাহা বুঝতেছেন না; মানে খুব সহজ, আপনি বা আপনাদের ঘরের লোক রাজাকার ছিলো।
১৫ ই মার্চ, ২০১৮ রাত ১০:০৮
স্নিগ্দ্ধ মুগ্দ্ধতা বলেছেন: ভাইজান, মুক্তিযোদ্ধা আর রাজাকারের সার্টিফিকেট যখন আপনিই দিয়ে থাকেন, তখন আর তর্ক করে ফায়দা নেই। (চুপিচুপি বলে রাখি, আমার ফ্যামিলিতে সনদপ্রাপ্ত মুক্তিযোদ্ধাও আছে।)
১৪| ১৫ ই মার্চ, ২০১৮ সন্ধ্যা ৬:৫০
চাঁদগাজী বলেছেন:
বর্তমানে বাংলায় কোন মেধাবী লোক, ছাত্র নেই; মেধাবী বাংগালী ছিলেন একজন, একে ফজলুল হক।
আপনি যে ধরণের পদ্য লিখেছেন, এগুলো হলো মুরগীর ক ক'এর কাছাকাছি।
সরকারে যদি গুণী ব্যক্তি থাকতেন, পেছনে পড়া জনগোষ্ঠীকে সামনে আনার জন্য পথ বের করতে পারতেন, কোটা একমাত্র পথ নয়।
মুক্তিযোদ্ধাদের কোটা তুলে দিলেও আপনার মত লোকেরা স হজে চাকুরী পাবেন না, আপনার ভাবনাশক্তি সীমিত।
১৫ ই মার্চ, ২০১৮ রাত ১০:২৬
স্নিগ্দ্ধ মুগ্দ্ধতা বলেছেন: আপনি বলেছেন, "আপনি যে ধরনের পদ্য লিখেছেন...।"
এটা যে আসলে পদ্য হয়ে উঠেছে সেটা আপনার সূক্ষ্ম মাথায় ঢুকেছে বলে অভিনন্দন!
আর, যে-দেশে মুরগি সাপ্লাই দিয়ে মুক্তিযোদ্ধা হওয়া যায়, সে-দেশে মুরগির মতো ক-ক করতে পারাও কম কথা নয়!
আমার ভাবনা-শক্তি সীমিত!আপনি আমাকে চিনতে পেরেছেন দেখে ভালো লাগলো। আশা করি আপনারও ভালো লাগছে। নিজের দল ভারী হলে সবারই ভালো লাগে
©somewhere in net ltd.
১| ১৫ ই মার্চ, ২০১৮ সকাল ৭:৫৫
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: পাকির শোষণ, রানির শোষণ—করল শোষণ সব সখী,
শেষকালে এই কোটার শোষণ—তফাৎ তবে রইল কী?
দারুন বলেছেন।