নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কি যে লিখি ছাই মাথা ও মুণ্ডু আমিই কি বুঝি তার কিছু?/হাত উঁচু আর হ\'ল না ত ভাই, তাই লিখি ক\'রে ঘাড় নীচু!

স্নিগ্দ্ধ মুগ্দ্ধতা

এখন থেকে লিখব না আর সত্যিকারের কিছু/ বলব না আর, চলব শুধু ছায়ার পিছুপিছু।// সবাই যখন নামছে নীচে, আমার তখন কী দায়? / অন্ধকারের সঙ্গী হলাম—আলোক তোমায় বিদায়।// এখন আমি থমকে রব, জীবন হবে থ-ময়,/ মাথা নেড়ে আজ্ঞে বলেই কাটিয়ে দেব সময়।// মিথ্যেটাকে সত্যি জেনেই করব কারাবরণ—/ এখন থেকে জানবে, হে দেশ, কবির হলো মরণ।//

স্নিগ্দ্ধ মুগ্দ্ধতা › বিস্তারিত পোস্টঃ

আক্ষেপ

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১২:১৯



তোর ওই চোখে দেখেছিরে আমি প্রলয়ের প্রতিধ্বনি—
দেশের আকাশে জমছে শুধুই দুর্ভাগ্যের শনি।
শনির আঘাতে অচিরেই বুঝি অশনি আসবে নেমে,
প্রচণ্ড তার উগ্র আঘাতে সব কিছু যাবে থেমে।


কেন জানি মনে হয়,
ধূলিঝড়ে ভরা এদেশে কখনও হবে না সূর্যোদয়।
মহাকাল ধরে এমনি করেই নিরীহেরা হবে বলি,
পাষণ্ড সব ষাঁড়ের আঘাতে ঝরে যাবে ফুল-কলি।


ধিক দেশ, তোরে ধিক।
শাসকের ভয়ে চোখে জল নিয়ে হেসে গেলি ফিকফিক।
রক্তের হিম নোনা জলে করে জালিমেরা জলকেলি,
চিরকাল তবু খড়্গের ভয়ে মাথা নত করে গেলি।



শোনরে স্বদেশ, শোন।
কাপুরুষ শুধু জন্ম নিয়েছে তোর কোলে অগণন।
এদেশে হয়তো তিতুমীর ফিরে আসবে না কভু আর।
তবু ভীতু মোরা সেই পথপানে চেয়ে ফিরি বারেবার!

—আক্ষেপ
আহমদ মুসা।
‎১৪ ফেব্রুয়ারি, ২০১৮।

মন্তব্য ৮ টি রেটিং +১/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১২:৩৮

আবু তালেব শেখ বলেছেন: কবিতায় বিদ্রোহী ভাব আছে। ছবিটার শানে নূযুল দেন তো

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১২:৪৩

স্নিগ্দ্ধ মুগ্দ্ধতা বলেছেন: Click This Link

২| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১:০৫

চাঁদগাজী বলেছেন:



জঘন্য অবস্হা, ভয়ংকর দেশ

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১০:২৮

স্নিগ্দ্ধ মুগ্দ্ধতা বলেছেন: বছরের পর বছর একই ঘটনা নতুন মোড়কে আসে। আবার আমরা ভুলে যাই। আমাদের চামড়া যথেষ্ট পুরু হয়ে গেছে।

৩| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৮ ভোর ৬:১৩

তপোবণ বলেছেন: খুব অবাক হলাম, আশাহত হলাম বেদনা বোধে কাতর হয়ে রইলাম লেখাটি পড়ে। এই সন্ত্রাস কারা লালন করেন। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নাকি সরকার। ঘটনা পড়ে বুঝতে আর বাকি নেই নখ দন্তহীন কর্তৃপক্ষ এর কোন একশান নিতে পারেনা এরা শুধু সরকারী নোট গিলতে ব্যস্ত। কোন দেশে আছি আমরা এখানে সন্ত্রাসীদের লালন করা হয়ে আর টেলেন্টদের মার খেতে হয় অপমানিত হতে হয়! কি শেখানো হয় এখানে? হায়রে আমার দেশ এখানে সন্ত্রাসীরা আদর পায়। সন্ত্রাসী পয়দা করা হয় বিশ্ববিদ্যালয়ে।

নির্যাতিতদের পাশে থেকে তাদের জন্য দুটো কথা বলার লোকওতো কমে গেছে সমাজে। সুহৃদ আপনাকে অন্তর থেকে ধন্যবাদ বিষয়টি তুলে ধরার জন্য। কবিতায় চমৎকার ফুটে উঠেছে আপনার প্রতিবাদটি।

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১০:৩২

স্নিগ্দ্ধ মুগ্দ্ধতা বলেছেন: এখনকার যুগে প্রতিবাদ করতেও ভয় করে। আল্লাহর কাছে প্রার্থনা, আমার আশঙ্কা যেন কখনও সত্যি না হয়—
"কেন জানি মনে হয়,
ধূলিঝড়ে ভরা এদেশে কখনও হবে না সূর্যোদয়।"

৪| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১০:৫৮

রাজীব নুর বলেছেন: বিচার চাই।

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১১:১৮

স্নিগ্দ্ধ মুগ্দ্ধতা বলেছেন: লাভ নেই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.