নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এখন থেকে লিখব না আর সত্যিকারের কিছু/ বলব না আর, চলব শুধু ছায়ার পিছুপিছু।// সবাই যখন নামছে নীচে, আমার তখন কী দায়? / অন্ধকারের সঙ্গী হলাম—আলোক তোমায় বিদায়।// এখন আমি থমকে রব, জীবন হবে থ-ময়,/ মাথা নেড়ে আজ্ঞে বলেই কাটিয়ে দেব সময়।// মিথ্যেটাকে সত্যি জেনেই করব কারাবরণ—/ এখন থেকে জানবে, হে দেশ, কবির হলো মরণ।//
১.
তোমার তরে হৃদয় দেব, তোমার তরে জীবন;
নালায় যাব, জলায় যাব, কিবা পাহাড়, কি বন!
কিন্তু খোদা! হুট করে আজ কম্ম হলো কাবার,
যখন তুমি করলে গো প্লান কাজির কাছে যাবার!
২.
কেবল বাসি তোমায় ভালো,বাদ-বাকি সব নকল,
এই হৃদয়ের সবটা জুড়ে শুধুই তোমার দখল।
সেই সে-আমি কাল বিকেলে স্বয়ং তোমার হাতেই,
ক্যামনে হঠাৎ খেলাম ধরা অন্য মেয়ের সাথেই!
৩.
তোমার আমার প্রেমটা ছিল নিবিড় সখা-সখীর,
তোমায় ছাড়া ছিলাম গো দীন —ছিলাম গো হীন ফকির!
বিয়ে করে তোমায় পেয়ে আজকে হলাম গো, রিচ!
জীবন এখন তোমার গুঁতোয় তেজপাতা আর মরিচ!
—প্রেমিকের হালচাল ২।
আহমদ মুসা।
৪ নভেম্বর, ২০১৭।
প্রেমিকের হালচাল-১ এখানে
১৪ ই ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১২:৫৫
স্নিগ্দ্ধ মুগ্দ্ধতা বলেছেন:
২| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১:০৬
সাহসী সন্তান বলেছেন: প্রেম কইরা বিয়া করার পরে প্রেমিকের জীবন তেজপাতা হবে এটা হল নিপাতনে সিদ্ধ। খন্ডানোর কোন উপায় নাই। সুতরাং এটা নিয়ে রাজনীতি করা চলবে না...
তৃতীয় প্যারার তৃতীয় লাইনের "গো" শব্দটা কেটে দিলে ভাল হইত। পড়তে গিয়ে ঝামেলা হচ্ছে।
কবিতায় ভাললাগা! শুভ কামনা জানবেন!
১৪ ই ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১:১৪
স্নিগ্দ্ধ মুগ্দ্ধতা বলেছেন: গো কাটলে ওপারের দাদারা আবার মারতে তেড়ে আসবে। তাছাড়া ছন্দপতনও হবে। শব্দটার প্রয়োগ উদ্ভট হলেও কয়েকবার পড়লে সহজ মনে হওয়ার কথা। গো নিয়ে আমিও অনেকক্ষণ ভেবেছিলাম। শেষ পর্যন্ত গো-রক্ষিণী সভাতেই যোগ দিতে বাধ্য হয়েছি। শেষ কথা হলো, আপনার মতো সচেতন পাঠক পাওয়া ভাগ্যের ব্যাপার। পাশে থাকুন এবং আশেপাশে থাকুন।
৩| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১:২৭
সাহসী সন্তান বলেছেন: আপনার কম্পিলিমেন্টে ধইন্ন্যা। তবে আপনি কি 'গো'টা বাদ দিয়ে পড়ে দেখেছেন? শেষ প্যারার প্রথম থেকে পড়লে হঠাৎ ঐখানে এসে থমকে দাঁড়াইতে হচ্ছে। এবং ব্যাপারটাতে কেমন জানি ছন্দপতন মনে হইতাছে।
যাহোক, তবে আপনার কথাতেই সই। ওপারের দাদাগো সম্মান বইলা কথা! প্রতিবেশি হইয়া আমরা কি আর তাদেরকে এভাবে অপমান করতে পারি?
১৪ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১০:০৬
স্নিগ্দ্ধ মুগ্দ্ধতা বলেছেন: না, এভাবে অপমান করা ঠিক হবে না।আমাদের উচিৎ অন্যভাবে অপমান করা!
৪| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ২:৪১
সম্রাট ইজ বেস্ট বলেছেন: তৃতীয় প্যারার প্রথম লাইনের নিবিড়ি'র স্থানে সম্ভবত নিবিড় হবে।
১৪ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১০:০৩
স্নিগ্দ্ধ মুগ্দ্ধতা বলেছেন: ঠিক।এডিট করে দিয়েছি।অনেকদিন পর ব্লগে এসে আপনার দেখা পেয়ে ভালো লাগছে।শুভেচ্ছা নিরন্তর।
৫| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৫:২১
রাজীব নুর বলেছেন: বেশ মজার।
১৪ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১০:০৪
স্নিগ্দ্ধ মুগ্দ্ধতা বলেছেন: ভাইজান, কেমন আছেন? আশা করি সুরভিত-ই আছেন!
©somewhere in net ltd.
১| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১২:৪৮
মোস্তফা সোহেল বলেছেন: মজার লেগেছে।