নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কি যে লিখি ছাই মাথা ও মুণ্ডু আমিই কি বুঝি তার কিছু?/হাত উঁচু আর হ\'ল না ত ভাই, তাই লিখি ক\'রে ঘাড় নীচু!

স্নিগ্দ্ধ মুগ্দ্ধতা

এখন থেকে লিখব না আর সত্যিকারের কিছু/ বলব না আর, চলব শুধু ছায়ার পিছুপিছু।// সবাই যখন নামছে নীচে, আমার তখন কী দায়? / অন্ধকারের সঙ্গী হলাম—আলোক তোমায় বিদায়।// এখন আমি থমকে রব, জীবন হবে থ-ময়,/ মাথা নেড়ে আজ্ঞে বলেই কাটিয়ে দেব সময়।// মিথ্যেটাকে সত্যি জেনেই করব কারাবরণ—/ এখন থেকে জানবে, হে দেশ, কবির হলো মরণ।//

স্নিগ্দ্ধ মুগ্দ্ধতা › বিস্তারিত পোস্টঃ

ফেসবুকিং

০১ লা জানুয়ারি, ২০১৮ রাত ১:৫০

পোস্ট দিয়ে তোর চাঁদের বদন দেখাস রোজই ফেসবুকে।
সবাই জানে কখন কী খাস, কয়টা আছে কেশ বুকে!
কখন গেলি ঝোঁপের ভিতর, কখন মাঠে-ময়দানে,
কোন ফোয়ারায় করলি গোসল,মাতলি কাদের জয়-গানে,
হাঁটলি কোথায়, কাটলি কারে, ছাঁটলি কখন চুল-দাঁড়ি
টানলি বিড়ি, ভাঙলি সিঁড়ি, ভাঙলি কখন আলমারি,
জানলি কারে, মানলি কারে, হানলি কারে কিল-ঘুষি,
কোনটা দেখে কাঁদিস দুখে, কোনটাতে হয় দিল খুশি—
সব কিছু তুই সময় মতোই জানাস নিতুই আপডেটে;
না হলে তোর ঘুম আসে না, ফিল যে করিস চাপ পেটে!

বছরশেষে বুঝতে পেলাম এক এক করে সব ঘেঁটে,
‘পিক’ শুধু তুই দিসনি রে বাপ—বসিস যখন টয়লেটে!

—ফেসবুকিং
আহমদ মুসা।
৪ নভেম্বর, ২০১৭।

মন্তব্য ১৬ টি রেটিং +১/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ০১ লা জানুয়ারি, ২০১৮ রাত ২:৪৬

সচেতনহ্যাপী বলেছেন: শুধু কি নিজের!! হদগুষ্টিরই থাকে!!
এরাই ফেবুককে স্বার্থক করেছে।।
নববর্ষের শুভেচ্ছা রইলো।।

০৫ ই জানুয়ারি, ২০১৮ রাত ১১:৪৭

স্নিগ্দ্ধ মুগ্দ্ধতা বলেছেন: ফিরতি শুভেচ্ছা, ভাই। (দেরি হওয়ায় দুঃখিত।)

২| ০১ লা জানুয়ারি, ২০১৮ ভোর ৬:৩৯

মরুচারী বেদুঈন বলেছেন: রাগান্বিত?

০৫ ই জানুয়ারি, ২০১৮ রাত ১১:৪৭

স্নিগ্দ্ধ মুগ্দ্ধতা বলেছেন: না ভাই। বিরক্ত।

৩| ০১ লা জানুয়ারি, ২০১৮ সকাল ৭:৫৫

অাব্দুল্লাহ অাল কাফি বলেছেন: যাক সকালে সুন্দর একটা কবিতা পড়া গেলো।নববর্ষের শুভেচ্ছা রইলো।

০৫ ই জানুয়ারি, ২০১৮ রাত ১১:৪৭

স্নিগ্দ্ধ মুগ্দ্ধতা বলেছেন: ফিরতি শুভেচ্ছা, ভাই। (দেরি হওয়ায় দুঃখিত।)

৪| ০১ লা জানুয়ারি, ২০১৮ সকাল ৮:৪৩

তারেক_মাহমুদ বলেছেন: সুপার, আমাদের জীবনটা কেমন যান্ত্রিক করে দিয়েছে ফেসবুক,হ্যাপি নিউ ইয়ার

০৫ ই জানুয়ারি, ২০১৮ রাত ১১:৪৮

স্নিগ্দ্ধ মুগ্দ্ধতা বলেছেন: হ্যাপি নিউ ইয়ার, ব্রাদার। স্যরি ফর লেট।

৫| ০১ লা জানুয়ারি, ২০১৮ সকাল ৯:০৮

সুমন কর বলেছেন: হাহাহাহা.........সব বলেছেন এবং ভালো লিখেছেন।

নতুন বছরের শুভেচ্ছা....

০৫ ই জানুয়ারি, ২০১৮ রাত ১১:৪৯

স্নিগ্দ্ধ মুগ্দ্ধতা বলেছেন: ফিরতি শুভেচ্ছা, ভাই। (দেরি হওয়ায় দুঃখিত।)

৬| ০১ লা জানুয়ারি, ২০১৮ সকাল ৯:৩০

রাজীব নুর বলেছেন: নতুন বছরের অনেক শুভেচ্ছা ---

০৫ ই জানুয়ারি, ২০১৮ রাত ১১:৪৯

স্নিগ্দ্ধ মুগ্দ্ধতা বলেছেন: ফিরতি শুভেচ্ছা, ভাই। (দেরি হওয়ায় দুঃখিত।প্রফ চলে।)

৭| ২২ শে জানুয়ারি, ২০১৮ সকাল ৭:১৮

নাহিদ০৯ বলেছেন: শীতের সকালে ট্রেন এ করে বাসাই যাচ্ছি। কুয়াশার চো***নে জানালার বাইরে কিছুই দেখা যায় না তেমন।

আমার বগির ভিতরে যাত্রী হাতে গোনা কয়েকটা, বেশির ভাগ ই আমার মতো জরুরী ডাকেই হয়তো ট্রেন এ উঠেছে। না হলে এরকম মাইনাস শীত এর রাতে কেউ ট্রেন ধরতে আসে বলে মনে হয় না।

বগি তে আমার সোজাসুজি সীট এ একটা বিবাহিত কাপল বসে আছে। বর টা প্রাণপনে বউ কে আগলাতে ব্যস্ত। যেন বিশাল রকমের বউ হারানোর আতঙ্কে আছে বেচারা, ৩ টা মেয়ে উঠেছে, tt এর সাথে দোকানের মতো করে দর কসকোশি করছে। সম্ভবত প্রথম ট্রেন এ উঠেছে। tt বেচারা হার মেনে বিনে টিকিট এ ভাড়া নিয়ে চুপচাপ চলে গেল।

বাইরের গল্পের মাঠ টা কুয়াশায় ঢাকা, সব কিছু দিয়েই ধোয়া উঠছে মনে হয়। নাহ দেখার মতো কোন কিছুই পাচ্ছি না, সময় ও কাটছে না। ফেসবুক scrolling এর অভ্যেস বাদ দিয়েছি অনেক আগেই. ভাবলাম আপনার পুরাতন লিখা গুলো আবার পড়ে আসি গিয়ে।

এসেই কবিতা টা চোখে পড়লো। এরকম পরিবেশে একটু হেসে ওঠা খুব দরকার ছিলো। না হলে শীতের গভীরতায় ডুবে যেতে হতো। আপনি বাচালেন।

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১২:৩৪

স্নিগ্দ্ধ মুগ্দ্ধতা বলেছেন: হা হা! কুয়াশার চো..!

৮| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১২:৩৭

সম্রাট ইজ বেস্ট বলেছেন: কোনদিন হয়ত শেষ লাইনটাও সত্যি হয়ে যাবে।

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১২:৩৯

স্নিগ্দ্ধ মুগ্দ্ধতা বলেছেন: হীরক রাজার দেশে অসম্ভব বলে কিছু নেই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.