নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কি যে লিখি ছাই মাথা ও মুণ্ডু আমিই কি বুঝি তার কিছু?/হাত উঁচু আর হ\'ল না ত ভাই, তাই লিখি ক\'রে ঘাড় নীচু!

স্নিগ্দ্ধ মুগ্দ্ধতা

এখন থেকে লিখব না আর সত্যিকারের কিছু/ বলব না আর, চলব শুধু ছায়ার পিছুপিছু।// সবাই যখন নামছে নীচে, আমার তখন কী দায়? / অন্ধকারের সঙ্গী হলাম—আলোক তোমায় বিদায়।// এখন আমি থমকে রব, জীবন হবে থ-ময়,/ মাথা নেড়ে আজ্ঞে বলেই কাটিয়ে দেব সময়।// মিথ্যেটাকে সত্যি জেনেই করব কারাবরণ—/ এখন থেকে জানবে, হে দেশ, কবির হলো মরণ।//

স্নিগ্দ্ধ মুগ্দ্ধতা › বিস্তারিত পোস্টঃ

চোরের মর্যাদা(“ছেলেপুলের খেলো ছড়া” সিরিজ)

২০ শে ডিসেম্বর, ২০১৭ বিকাল ৩:১৪


মানকে মিয়া নয় তো ছ্যাঁচোড়, বিশ্বমানের চোরই।
ছিঁচকে-রা সব পেত্নী হলেও, মানকে হলেন পরি!
অন্যরা সব বদনা হলে তিনি হলেন ঘটি;
দাঁয়ের মতো ভোঁতা সবাই, তিনিই খালি বটি।
সে-সব বলে লাভটা কী আর? বুঝবি কিছু তোরা?
বুঝলে কি আর মানকে মিয়া হতেন ‘মানিক চোরা’?
তোরা ভাবিস চুরি করা এক্কেবারে সোজা!
নিজে যদি করতি চুরি তবেই যেত বোঝা।


চুরি তো নয় ছ্যাঁচড়ামি রে, শিল্প অনেক বড়ো—
সে-সব ব্যাপার বুঝবে কি আর তোদের মতোন জড়?
আছিস খালি নিজের তালে—পরের সাথেই আড়ি,
পরকে এমন আপন ভেবে ঢুকিস তাদের বাড়ি?
পরের জিনিস আপন ভেবে নিজের করে নেয়া!
চোর ছাড়া এই বিশ্ব-মাঝে আর পারে তা কে, আঁ?


কেন তবে সিঁদ কেটে রোজ ঢুকতে হবে তাঁকে?
এমনি করে ঢুকলে ঘরে মান-সম্মান থাকে?
তাই তো তিনি আজকে রাতে ঢোকেন সদর দোরে;
তাই বলে হায়! এমনি করেই ফেলতে হবে ধরে?
এই জগতে মেধার কোনও কদর আছে কি রে?
জাপটে ধরিস কাঁচরে তোরা, আছড়ে ভাঙিস হিরে।
হিরের কদর নেইরে যখন কী আর করা যাবে,
রাত্রিবেলায় সব মেধাবী এমনি ধরা খাবে।


মানুষ, তোদের এই জগতে নিয়ম হলো এটাই—
যোগ্য লোকে পায় না কদর, সবাই ধরে পেটায়!
মেধার কদর থাকত যদি একটা হলেও লাখে—
এমনি করে ধাপুস-ধুপুস দিতিস কি আর তাঁকে?

—চোরের মর্যাদা
আহমদ মুসা,
‎২০ ডিসেম্বর, ২০১৭।

মন্তব্য ১৬ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ২০ শে ডিসেম্বর, ২০১৭ বিকাল ৩:৪৪

সাহসী সন্তান বলেছেন: খাঁড়ান ছেলেপুলে ডেকে নিয়ে আসি। এধরনের কবিতা বয়স্কদের পড়া হয়তো ঠিক হবে না! চুরি করাও যে একটা আর্ট সেইটা সম্ভবত আপনার কবিতাটা না পড়লে বুঝতামই না! ধইন্যা নেন... ;)

ছড়ায় ভাললাগা! শুভ কামনা জানবেন!

২০ শে ডিসেম্বর, ২০১৭ বিকাল ৪:৩০

স্নিগ্দ্ধ মুগ্দ্ধতা বলেছেন: ছেলেপুলে ডেকে বাপু! লাভ হবে না কিছু,
তারচে এসো রাত্রিবেলা আমার পিছু-পিছু।

২| ২০ শে ডিসেম্বর, ২০১৭ বিকাল ৩:৪৫

রাজীব নুর বলেছেন: কবিতায় সঠিক কথাই বলেছেন।

২০ শে ডিসেম্বর, ২০১৭ বিকাল ৪:২৭

স্নিগ্দ্ধ মুগ্দ্ধতা বলেছেন: কেমনে ভায়া বুঝলে তুমি সঠিক কথা এটা
তুমিও ভায়া এই দলে কি, এবং কি কেউকেটা?

৩| ২০ শে ডিসেম্বর, ২০১৭ বিকাল ৪:২৯

লেখা চোর বলেছেন: আসা করি এটা আমাকে নিয়ে লেখা নয়। X(

২০ শে ডিসেম্বর, ২০১৭ বিকাল ৪:৩৩

স্নিগ্দ্ধ মুগ্দ্ধতা বলেছেন: এদ্দিন তো তোরেই ব্যাটা খুঁজতে ছিলাম আমি,
বুকের মাঝে আয় ব্যাটা, তুই হিরের চেয়েও দামি।

৪| ২০ শে ডিসেম্বর, ২০১৭ বিকাল ৫:৩৬

স্বপ্নের_ফেরিওয়ালা বলেছেন: সামুতে লেখা চোর ওমেরার মর্যাদাও কিন্তু কম না। :-B

২০ শে ডিসেম্বর, ২০১৭ বিকাল ৫:৫২

স্নিগ্দ্ধ মুগ্দ্ধতা বলেছেন: আপনি কি বলতে চাচ্ছেন যে, মর্যাদা= মর(হারাম)-জাদা? মধ্যপদলোপী কর্মধারয়?
ওমের আপা আমার পোস্টে প্রায়ই কমেন্ট করেন। তাই তাঁরে কিছু বলে নিজের বিপদ ডেকে আনতে চাই নে।
আর চোর মানেই হিরের টুকরো, এতে কোনও সন্দেহ নেই।
আপনি মিয়া স্বপ্ন বিক্রি করে খান, আপনার এতো চোরের মর্যাদার খোঁজ নিয়ে লাভ কী মিয়া?

৫| ২০ শে ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:১০

স্বপ্নের_ফেরিওয়ালা বলেছেন: যে, মর্যাদা= মর(হারাম)-জাদা? কথাটা মনে ধরেছে ভীষণ।আর ওমেরা আপা নিজেই একজন সোনা, ধুক্ক হিরের টুকরো। সে আন্তজার্তিক খ্যাতিসম্পন্ন লেখা চোরও বটে। লেখা চুরি ধরা খাওয়ার পরেও খাঁড়ার উপরে অস্বীকার করে।সামুতে তার অসংখ্য বার চুরি ধরা খাওয়ার রেকর্ডস আছে। আর আমি স্বপ্ন বিক্রয় করতে করতে ওমেরা চোরের খপ্পরে পরে। সব কাজ কাম বাদ দিয়ে। এখন আমি সকল ব্লগারের কাছে একটা বাইনচোদ। কারণ,ওমেরা চোরের মুখোশ খুলে দিয়েছি বলে। আর কিছু বাইচোদ মার্কা ব্লগারের সাথে ব্লগিং করতে করতে আমি নিজে যে কখন একটা বাইনচোদ হয়ে গেছি তা বুঝতে পারিনি। :(

২০ শে ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৩৫

স্নিগ্দ্ধ মুগ্দ্ধতা বলেছেন: হাসতে-হাসতে শেষ! তবে “ছেলেপুলের খেলো ছড়া” সিরিজে "বাইন--" মার্কা শব্দ-চয়ন একটু বেশি হয়ে গেল না?

৬| ২০ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১১:২৬

সোহানী বলেছেন: আরে ঠিকতো.... চুরিতো একটা কঠিন শিল্প ;) সবাই তা পারে না। উপযুক্ত যোগ্যতা আবশ্যক B:-/

২১ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১:২৯

স্নিগ্দ্ধ মুগ্দ্ধতা বলেছেন: ঠিক বলেছ, ঠিক।
নইলে বাপু! চোররা তোমার করত ভুঁড়ি লিক!

৭| ২১ শে ডিসেম্বর, ২০১৭ রাত ২:২০

সচেতনহ্যাপী বলেছেন: আমি চোর, সে চোর, সবাই চোর।। কিন্তু চুরি হলেই নাম পড়ে মাইন্কার।। কোন কথা হলো এটার!!

২১ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ৯:৩৩

স্নিগ্দ্ধ মুগ্দ্ধতা বলেছেন: ‘মাইনকার চিপা’ তো এইজন্যই বলে হে ভায়া!

৮| ২৫ শে ডিসেম্বর, ২০১৭ রাত ২:২২

জাহিদ অনিক বলেছেন:

চুরি বিদ্যা মহান বিদ্যা যদি না পড়ে ধরা

৩০ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ৭:১২

স্নিগ্দ্ধ মুগ্দ্ধতা বলেছেন: এই লাইনে কত বছর আছেন,ভাই?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.