নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কি যে লিখি ছাই মাথা ও মুণ্ডু আমিই কি বুঝি তার কিছু?/হাত উঁচু আর হ\'ল না ত ভাই, তাই লিখি ক\'রে ঘাড় নীচু!

স্নিগ্দ্ধ মুগ্দ্ধতা

এখন থেকে লিখব না আর সত্যিকারের কিছু/ বলব না আর, চলব শুধু ছায়ার পিছুপিছু।// সবাই যখন নামছে নীচে, আমার তখন কী দায়? / অন্ধকারের সঙ্গী হলাম—আলোক তোমায় বিদায়।// এখন আমি থমকে রব, জীবন হবে থ-ময়,/ মাথা নেড়ে আজ্ঞে বলেই কাটিয়ে দেব সময়।// মিথ্যেটাকে সত্যি জেনেই করব কারাবরণ—/ এখন থেকে জানবে, হে দেশ, কবির হলো মরণ।//

স্নিগ্দ্ধ মুগ্দ্ধতা › বিস্তারিত পোস্টঃ

স্বাধীনতার মানে

১৬ ই ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:২২



চারটে দশক কুয়াশার মতো চলে গেল অবিরাম,
শোষণের বিষ-যাঁতাকল আজও ঘুরছে অবিশ্রাম।
অভাগা এ জাত আওড়েছে শুধু,পায় নি তো পরিচয়—
স্বাধীনতা শুধু ম্যাপের জমিন, শুধু যে পতাকা নয়!
নিপীড়িত যত পীড়িতের ধ্বনি বাতাসে উঠছে ভেসে;
কাপুরুষ-দল এরপরও বলে স্বাধীনতা আছে দেশে!
বিরুদ্ধ মত নিরুদ্ধ করা স্বাধীনতা যদি হয়,
কেয়ামত তবে নামুক সহসা,লোকালয় হবে লয়।
লক্ষ-কোটি নিষ্পেষিতের হায় রে, অভাগা দেশ,
গর্জাস শুধু বাঘের মতোই—দিল আজও তোর মেষ!
যেই বোন আজ ধর্ষিতা হলো সেই মরে লজ্জায়,
ধর্ষক যত শকুনের দলে হুঙ্কার দিয়ে যায়!
এরপরও তোর স্বাধীনতা হায়! হয় না কখনো ম্লান!
কত নীরিহের রক্ত ঝরাবি—আর কতো তোর প্লান?
যে হাতে তোকে আনল বাঁচিয়ে,যে হাতে চালাল গুলি,
আহা! সেই মহা-যোদ্ধার হাতে দোলে ভিক্ষের ঝুলি!
ভাগাড়ে লুটানো গরিবের লাশ শকুনেরা লুটে খায়,
রাজনীতিকেরা ‘স্বাধীনতা’ বুলি আজও তবু কপচায়!
স্বাধীনতা মানে কোন স্বাধীনতা—দেশ, তোর নাই সেন্স,
শোষকের হাতে দিয়ে গেলি তাই শোষণের লাইসেন্স!
ক্ষমতায় যারা, মমতাই শুধু দিয়ে গেলি তারে তুই,
দেখলিনা তোর উপচানো পাপে হাবিয়াও ছুঁইছুঁই!


আজকে যখন চারদিকে দেখি রক্তের ঝিলিমিলি—
স্বাধীনতা মানে কোন স্বাধীনতা—তুই তা বুঝিয়ে দিলি।
স্বাধীনতা আজ টাকার বাজারে বিবেকের বিকিকিনি,
স্বাধীনতা আজ ক্ষমতার জোরে অকারণ ছিনিমিনি!
স্বাধীনতা আছে নেতা-নেত্রীর অকারণ তোষামোদে,
স্বাধীনতা আজ—চিরকাল থাকা ক্ষমতার মসনদে।
স্বাধীনতা আছে চুরি-চামারির,পুলিশি হয়রানির,
স্বাধীনতা আছে আইনের নামে খামোখা শয়তানির।


তিলতিল করে বুঝতে শিখেছি বাঙালি কেঁচোর জাত,
কোনও শালা তাই একবারও ফুঁসে ওঠে না অকস্মাৎ!
তবু কেন আজ মনে হয় যেন ঐ এল মহাঝড়—
আর কতো কাল চুপ করে থেকে বেদনায় জরজর!
হৃদয়ের যত ধিক্কার-ক্ষোভ আজ তোকে জানালাম,
সেই দিন আর নয় বেশি দূর—চুকেবুকে নেব দাম।



—স্বাধীনতার মানে
আহমদ মুসা।
২৭ অক্টোবর, ২০১৭।

মন্তব্য ১৫ টি রেটিং +১/-০

মন্তব্য (১৫) মন্তব্য লিখুন

১| ১৬ ই ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৩১

শাহানাজ সুলতানা অধরা বলেছেন: **মহান বিজয় দিবসের শুভেচ্ছা।

১৬ ই ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৩৩

স্নিগ্দ্ধ মুগ্দ্ধতা বলেছেন: আপনার শুভ ইচ্ছা গ্রহণ করলুম।

২| ১৬ ই ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৫৬

প্রামানিক বলেছেন: বিরুদ্ধ মত নিরুদ্ধ করা স্বাধীনতা যদি হয়,
কেয়ামত তবে নামুক সহসা,লোকালয় হবে লয়।


বিজয় দিবসের শুভেচ্ছা রইল।

১৬ ই ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:০১

স্নিগ্দ্ধ মুগ্দ্ধতা বলেছেন: ফিরতি শুভেচ্ছা আপনাকেও।

৩| ১৬ ই ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৫৬

জাহিদ অনিক বলেছেন:


স্বাধীনতার কাব্য ভালো লেগেছে।
শুভেচ্ছা রইলো কবিকে।

১৬ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৮:২১

স্নিগ্দ্ধ মুগ্দ্ধতা বলেছেন: ধন্যবাদ আপনাকে।

৪| ১৭ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১২:৪৮

সচেতনহ্যাপী বলেছেন: কবিতায় একটু হাহাকার কি!!
তবে "বাঙ্গালি কেঁচোর জাত" মানতে পারি নি।। যদি তাই হতো, তাহলে কি এত পরিবর্তন হতো??!! "যা হয়েছে", তা কিন্তু কেউ আমাদের তুলে দেয় নি!!
ধন্যবাদ।।

১৭ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ১১:০৯

স্নিগ্দ্ধ মুগ্দ্ধতা বলেছেন: সময়ের পরিবর্তনে সাপও কেঁচো হয়ে যায়। আপনার বক্তব্যেও যুক্তি আছে।

৫| ১৭ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১:০৬

নূর-ই-হাফসা বলেছেন: কবিতা ভালো লেগেছে

১৭ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ১১:২৭

স্নিগ্দ্ধ মুগ্দ্ধতা বলেছেন: ধন্যবাদ, বোন।

৬| ১৭ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ১০:০৮

মোঃ মাইদুল সরকার বলেছেন: দারুণ কবিতা।

১৭ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ১১:২৭

স্নিগ্দ্ধ মুগ্দ্ধতা বলেছেন: প্রায় সরকার-বিরোধী এই কবিতাতে সরকারই যদি বলে দারুণ, তাহলে আসলেই দারুণ।

৭| ১৭ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ১০:২০

নতুন নকিব বলেছেন:



অসাধারন!

অভিনন্দন!

৮| ১৭ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৮:৩৫

বিদ্রোহী ভৃগু বলেছেন: সত্য বড় তেতো!

কবিতায় ভাললাগা

+++

১৭ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৯:০৩

স্নিগ্দ্ধ মুগ্দ্ধতা বলেছেন: দারুণ বলেছেন। সত্য অনেক সময়ই তেতো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.