নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কি যে লিখি ছাই মাথা ও মুণ্ডু আমিই কি বুঝি তার কিছু?/হাত উঁচু আর হ\'ল না ত ভাই, তাই লিখি ক\'রে ঘাড় নীচু!

স্নিগ্দ্ধ মুগ্দ্ধতা

এখন থেকে লিখব না আর সত্যিকারের কিছু/ বলব না আর, চলব শুধু ছায়ার পিছুপিছু।// সবাই যখন নামছে নীচে, আমার তখন কী দায়? / অন্ধকারের সঙ্গী হলাম—আলোক তোমায় বিদায়।// এখন আমি থমকে রব, জীবন হবে থ-ময়,/ মাথা নেড়ে আজ্ঞে বলেই কাটিয়ে দেব সময়।// মিথ্যেটাকে সত্যি জেনেই করব কারাবরণ—/ এখন থেকে জানবে, হে দেশ, কবির হলো মরণ।//

স্নিগ্দ্ধ মুগ্দ্ধতা › বিস্তারিত পোস্টঃ

সুখের স্বর্গরাজ্যে

১১ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৮:৩৪

আজগুবি এই রাজার দেশে সবাই ভীষণ ভালো,
বিনা টাকায় ছুলবে তোমায়, তুলবে পিঠের ছালও!
আপন ভেবে তোমার জিনিস করবে দখল নিজে—
বাড়িয়ে দেবে রুমাল তোমার চোখ যদি যায় ভিজে!
সবাই সবার ভীষণ প্রিয়, সবাই সবার আপন,
নিজের টাকায় পরের তরে আনবে কিনে কাফন!
পরের তরে ভীষণ দয়া বুকে-মাথায়-পেটে,
ভেঙে দেবে যাত্রা তোমার নাকটা নিজের কেটে!
সাধু-টাধু থানায় থাকে, গুণ্ডা থাকে ছাড়া।
নীরিহকে বাঁশ দিতে ভাই, একপায়ে সব খাড়া!
পুলিশগুলোও সুবোধ ভীষণ, বন্ধু সবার তারা—
গুণ্ডা-ডাকাত সবার সাথেই সখ্য লাগামছাড়া!


মন্ত্রী-কোটাল দশের কথা চিন্তা করে সারা,
ভাবার চোটেই কাজ করবার পায় না সময় তাঁরা!
দেশের তরে তাঁদের চোখে জল মানে না বাঁধা,
সেই কারণেই দেয় না পানি পাশের দেশের দাদা!
দেশের প্রতি জীবনভরই থাকবে তারা ঋণী,
লোন নিয়ে তাই দেয় না তারা ফেরত কোনও দিনই!
নোংরা জলে মশা-মাছির বংশ বাড়ে যদি,
ভরাট করে তাইতো তারা দখল করে নদী!
দেশের প্রতি তাঁদের আহা অপরিসীম দরদ!
এমন দেশে “দুঃখে আছি” বলবে কোনও মরদ?


—সুখের স্বর্গরাজ্যে
স্নিগ্ধ মুগ্ধতা,
১১ ডিসেম্বর,২০১৭।








মন্তব্য ১৪ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ১১ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৮:৫২

রাজীব নুর বলেছেন: বাস্তব কবিতা।

১১ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৮:৫৯

স্নিগ্দ্ধ মুগ্দ্ধতা বলেছেন: তবু ভাই, বলো দেখি ভুলবে কি ভবী তা?

২| ১১ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৮:৫৭

করুণাধারা বলেছেন: সুখের স্বর্গরাজ্যে , শিরোনামটা যথাযথ। কবিতায় স্বর্গরাজ্য সৃজনকারীদের ছন্দেভরা বর্ণনাও খুব ভাল।

১১ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৯:০২

স্নিগ্দ্ধ মুগ্দ্ধতা বলেছেন: সেলাম বুবু, সেলাম।
অনেক দিনের পরে যে আজ তোমার কমেন্ট পেলাম।

৩| ১২ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৮:২৮

মনিরা সুলতানা বলেছেন: কিছু ফেলে গেলেন কি !!!
উপস কিছু বাদ গিয়েছি কি ??

না মানে স্বর্গের সব সব সুশীল সুন্দর ভাবে সুরচিত হলেই না
স্বর্গ বাসের শুকরিয়া আদায় হবে ।

১২ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৮:৩৯

স্নিগ্দ্ধ মুগ্দ্ধতা বলেছেন: কেন, এখনই তো অনেক কিছুই shoe-রচিত! মন্ত্রী-আমলার জুতোর বাড়ি তো সকলেই খাচ্ছে!

৪| ১২ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৮:৪৭

আহমেদ জী এস বলেছেন: স্নিগ্দ্ধ মুগ্দ্ধতা ,




ছন্দবদ্ধ, চৌকস একটি স্যাটায়ার ।

তবে মুশকিলটা হলো, এমন স্বর্গরাজ্যের আমরা সবাই-ই এক এক জন রাজা ।

১৩ ই ডিসেম্বর, ২০১৭ বিকাল ৪:১৯

স্নিগ্দ্ধ মুগ্দ্ধতা বলেছেন: এমন স্বর্গরাজ্যের আমরা সবাই-ই এক এক জন রাজা । আপনারা কারা, জাতি জানতে চায়! :P

৫| ১২ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৯:০৬

উম্মে সায়মা বলেছেন: আহা, স্বর্গরাজ্যে আবার দুঃখ কিসের! কেবল বোকারাই এমন বলবে!
ছন্দময় কবিতা ভালো লেগেছে।

১৩ ই ডিসেম্বর, ২০১৭ বিকাল ৪:২০

স্নিগ্দ্ধ মুগ্দ্ধতা বলেছেন: আচ্ছা, একটা বিষয় জানার ছিলো। আপনার মেয়ের নাম কি সায়মা?

৬| ১৩ ই ডিসেম্বর, ২০১৭ রাত ২:৪১

নূর-ই-হাফসা বলেছেন: বাহ সুন্দর কবিতা

১৩ ই ডিসেম্বর, ২০১৭ বিকাল ৪:২১

স্নিগ্দ্ধ মুগ্দ্ধতা বলেছেন: নয় মোটে সুন্দর,
এটা যে ধুরন্ধর!

৭| ১৪ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১০:৪৬

জাহিদ অনিক বলেছেন:

দারুণ স্যাটায়ার

১৪ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১১:১৫

স্নিগ্দ্ধ মুগ্দ্ধতা বলেছেন: আপনার কাছে এটা স্যাটায়ার হলেও অনেকের কাছে শুধুই টায়ার!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.