নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কি যে লিখি ছাই মাথা ও মুণ্ডু আমিই কি বুঝি তার কিছু?/হাত উঁচু আর হ\'ল না ত ভাই, তাই লিখি ক\'রে ঘাড় নীচু!

স্নিগ্দ্ধ মুগ্দ্ধতা

এখন থেকে লিখব না আর সত্যিকারের কিছু/ বলব না আর, চলব শুধু ছায়ার পিছুপিছু।// সবাই যখন নামছে নীচে, আমার তখন কী দায়? / অন্ধকারের সঙ্গী হলাম—আলোক তোমায় বিদায়।// এখন আমি থমকে রব, জীবন হবে থ-ময়,/ মাথা নেড়ে আজ্ঞে বলেই কাটিয়ে দেব সময়।// মিথ্যেটাকে সত্যি জেনেই করব কারাবরণ—/ এখন থেকে জানবে, হে দেশ, কবির হলো মরণ।//

স্নিগ্দ্ধ মুগ্দ্ধতা › বিস্তারিত পোস্টঃ

দানবীর:একটি সাই-ফাই ছড়া(“ছেলেপুলের খেলো ছড়া” সিরিজ)

১৫ ই নভেম্বর, ২০১৭ রাত ১০:৩২

ওপাড়ার চৌধুরি বড়লোক ভারি!
কোটি-কোটি টাকা তার বড় বড় গাড়ি!
বিল আছে ঝিল আছে, মিল আছে কতো,
দেখো যদি এক্ষুনি খাবে থতমত!
দ্যানে-ধ্যানে সবখানে তারে পাবে খুঁজে,
দান-টান করে যান চোখকান বুঁজে!
দান করে তাঁর কতো নামডাক হলো,
তবু হায়! তাঁর কাছে সব লাগে জোলো!
আরও তাঁর নাম হবে,যশ হবে মেলা—
এইসব ভেবেটেবে কাটে তাঁর বেলা।
আর কারে দান করে কামাবেন নাম,
সেই লিস্ট করে তার ছুটে যায় ঘাম!
শেষকালে হুট করে কী যে তাঁর হলো—
কোত্থেকে তেল ভরা ড্রাম এলো ষোলো;
ইঞ্জিন-টিঞ্জিন এলো কতো কিছু,
টন টন লোহাটোহা এলো আগুপিছু।
ধুম-ধাম শব্দতে টেকা হলো দায়,
লোক খালি ছুটে মরে ডানে আর বায়;
ছুটে ছুটে শেষতক হলে নির্মাণ
বোঝা গেল সেটা এক মহাকাশ-যান!
লোকজন ছুটে এলো কাণ্ডটা দেখে—
চোখ হলো ছানাবড়া গাল গেল বেঁকে!
বিস্মিত সকলেই মহাউঁচু-স্বরে
‘এটা দিয়ে কী হবে গো?’ জিজ্ঞাসা করে।
সব শুনে চৌধুরি গমগমে স্বরে
কন—বাপু! বোঝোনি তা এতোদিন পরে?
কাজ আছে এতে বাপু! শুধু নয় ভাব এ,
এতে করে সহজেই চাঁদে যাওয়া যাবে।
চাঁদে গিয়ে দান করে আমি হবো দাতা—
চাঁদের বুড়িকে দেব বয়স্কভাতা!

—দানবীর
স্নিগ্ধ মুগ্ধতা।
‎১০ নভেম্বর, ২০১৭।

মন্তব্য ২২ টি রেটিং +৩/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ১৫ ই নভেম্বর, ২০১৭ রাত ১০:৪০

সত্যপথিক শাইয়্যান বলেছেন:
চাঁদের বুড়িকে দিলে জিনাও কিন্তু খুব খুশি হবে।

তবে, ডোমিনো রাগ হতে পারে।

১৫ ই নভেম্বর, ২০১৭ রাত ১০:৪৩

স্নিগ্দ্ধ মুগ্দ্ধতা বলেছেন: এই! আপনি সেদিন দেখলাম এই এতটুকু! আজকে হুট করে এতো বড়ো হয়ে গেলেন ক্যামনে?

২| ১৫ ই নভেম্বর, ২০১৭ রাত ১০:৪৪

সত্যপথিক শাইয়্যান বলেছেন: হাঁ, হাঁ, হাঁ!

বড় হতে তো পয়সা লাগে না!

১৫ ই নভেম্বর, ২০১৭ রাত ১০:৪৯

স্নিগ্দ্ধ মুগ্দ্ধতা বলেছেন: কি কন ভাই,আপনার বাপের কাছে শুনে দেখেন আপনাকে পেলে-পুষে বড়ো করতে তার কী পরিমাণ পয়সা গেছে!

৩| ১৫ ই নভেম্বর, ২০১৭ রাত ১০:৫২

কঙ্কাবতী রাজকন্যা বলেছেন: চাঁদের বুড়িকে বয়স্কভাতা? দারুন।

১৫ ই নভেম্বর, ২০১৭ রাত ১১:৩৮

স্নিগ্দ্ধ মুগ্দ্ধতা বলেছেন: দাতা হওয়া কি সোজা কথা? হু?

৪| ১৫ ই নভেম্বর, ২০১৭ রাত ১১:০২

বানেসা পরী বলেছেন: হুহ!
বয়স্ক ভাতা না ছাই!
অবসরে কাটাতে যাচ্ছে সুন্দরি চাঁদের বুড়ীর দেশে। :P

১৫ ই নভেম্বর, ২০১৭ রাত ১১:৪০

স্নিগ্দ্ধ মুগ্দ্ধতা বলেছেন: আপনি ব্যাটাছেলে হলে বুঝতেন—বুড়িরা সুন্দরী হয় না।

৫| ১৫ ই নভেম্বর, ২০১৭ রাত ১১:০৩

বানেসা পরী বলেছেন: আবাসন ব্যবসাও উদ্দেশ্য হতে পারে।

১৫ ই নভেম্বর, ২০১৭ রাত ১১:৪২

স্নিগ্দ্ধ মুগ্দ্ধতা বলেছেন: আবাসনের সাথে বাসন-কোসনের ব্যবসাও হতে পারে। দানের পাশাপাশি ব্যবসা করা যাবে না—এমন তো কোনও কথা নেই!

৬| ১৫ ই নভেম্বর, ২০১৭ রাত ১১:১৩

মনিরা সুলতানা বলেছেন:
হায় হায় রবে উঠে ;যাই করে দানবীর
আর কত কি যে চায় ভুখা নাঙা এ ফকির ।

ছোট লোক ছোট মন ,বোঝে না যে বিশ্ব
তারা কি চায় সব ঢেলে হবে আজ নিঃস্ব ?

চেয়েছিল গুটিকয় কাগজের সম্মান
তাতে যদি এই বেলা বাড়ে মান ।

সেতু খেয়ে ব্যাংক খেয়ে ভুঁড়ি আজ টানটান
শিক্ষার চিতাতে ও হয় নী সে অবসান ।

কাল ছিল শেষ দিন যে শিরদাঁড়া উচু যার
দেখ দেখ পরিণতি আজ ঐ অভাগার ।

দেশ আজ শান্তিতে ঘুম যায় দেখ সব
কলরব যদি কর তুলে নিবে ,দিবে শব ।

আজ সেই মহা জন আজ সেই ত্রাতা
চাঁদের বুড়ি কে ও দেয় সে যে ভাতা !!!!!!!!!!

১৫ ই নভেম্বর, ২০১৭ রাত ১১:৪৫

স্নিগ্দ্ধ মুগ্দ্ধতা বলেছেন: হু-হু বাপু দাতা হওয়া সোজা নয় মোটে
হতে যদি বুঝতে গো কতো বড়ো ঘোঁট এ।

৭| ১৫ ই নভেম্বর, ২০১৭ রাত ১১:৫০

মাইনুল ইসলাম আলিফ বলেছেন: অসম্ভব সুন্দর একটি ছড়া।
খুব ভাল লেগেছে।
শুভ কামনা।

১৬ ই নভেম্বর, ২০১৭ রাত ১২:০৬

স্নিগ্দ্ধ মুগ্দ্ধতা বলেছেন: শুভ কামনা, হুঁ? এর মধ্যে বানেসা পরীর মতো আপনিও কামনার গন্ধ পাচ্ছেন, হুঁ?

৮| ১৬ ই নভেম্বর, ২০১৭ রাত ১২:০৭

জাহিদ অনিক বলেছেন:


বাহ ! ভারী সুন্দর তো !
চাঁদের বুড়িকে বয়স্কভাতা।
চাঁদের বুড়ির বয়স কত? জন্মের পর থেকেই তো সে বুড়ি ! কি কুড়ি, কি আশি !

১৬ ই নভেম্বর, ২০১৭ রাত ১২:১৬

স্নিগ্দ্ধ মুগ্দ্ধতা বলেছেন: ভারী সুন্দর মানে? সুন্দর না হয় বুঝলাম! ভারী হলো কীভাবে? অ্যা?

৯| ১৬ ই নভেম্বর, ২০১৭ রাত ১২:১৮

জাহিদ অনিক বলেছেন:

মহাকাশ যানের ভর আছে না ? সেটা যে উড়ে উড়ে চাদে যাবে তার একটা ওজন আছে না !

ভর= m হলে,
ওজন= mg

তাহলে সেটা ভারী হবে না !

১৬ ই নভেম্বর, ২০১৭ রাত ১২:২১

স্নিগ্দ্ধ মুগ্দ্ধতা বলেছেন: হু। আপনার কথার ওজন আছে। একেবারে ফেলে দেওয়ার মতো না।

১০| ১৬ ই নভেম্বর, ২০১৭ রাত ২:৩৭

ওমেরা বলেছেন: চাঁদের বুড়ীর বয়স্ক ভাতার দরকার নেই সে সারা জীবন চরকাতে সুতা কাটছে তার অনেক পেনশন আছে তাতেই চলবে। তার চেয়ে দেশে অনেক বয়স্ক আছে তাদের কোন পেনশন নেই তাদের ভাতার দরকার তাদের দেন।

১৬ ই নভেম্বর, ২০১৭ ভোর ৬:১৯

স্নিগ্দ্ধ মুগ্দ্ধতা বলেছেন: তাদের কী দরকার বললেন? এমন অশ্লীল কথা আপনি বলতে পারলেন? ভাই, ছেলেপুলের জন্য একটা ছড়া লিখলাম। তাতেও যদি...

১১| ২১ শে নভেম্বর, ২০১৭ সকাল ৮:৩৪

নতুন নকিব বলেছেন:



দারুন ছড়ায় অভিনন্দন।

২১ শে নভেম্বর, ২০১৭ দুপুর ১:৪৯

স্নিগ্দ্ধ মুগ্দ্ধতা বলেছেন: আপনাকে কবি-নন্দন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.