নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কি যে লিখি ছাই মাথা ও মুণ্ডু আমিই কি বুঝি তার কিছু?/হাত উঁচু আর হ\'ল না ত ভাই, তাই লিখি ক\'রে ঘাড় নীচু!

স্নিগ্দ্ধ মুগ্দ্ধতা

এখন থেকে লিখব না আর সত্যিকারের কিছু/ বলব না আর, চলব শুধু ছায়ার পিছুপিছু।// সবাই যখন নামছে নীচে, আমার তখন কী দায়? / অন্ধকারের সঙ্গী হলাম—আলোক তোমায় বিদায়।// এখন আমি থমকে রব, জীবন হবে থ-ময়,/ মাথা নেড়ে আজ্ঞে বলেই কাটিয়ে দেব সময়।// মিথ্যেটাকে সত্যি জেনেই করব কারাবরণ—/ এখন থেকে জানবে, হে দেশ, কবির হলো মরণ।//

স্নিগ্দ্ধ মুগ্দ্ধতা › বিস্তারিত পোস্টঃ

চোর ধরার ফ্যাসাদ(“ছেলেপুলের খেলো ছড়া” সিরিজ)

১২ ই নভেম্বর, ২০১৭ রাত ৮:৪২

জৈন্তাপুরের ওসি সাহেব বিষম প্যারায় আছেন।
নিজেই তিনি দ্বিধায় আছেন—মরেন নাকি বাঁচেন!
চতুর্দিকে হঠাত্ করেই ধুম পড়েছে চুরির—
হচ্ছে চুরি বুড়োর জিনিস, হচ্ছে ছোটো ছুঁড়ির!
ওসি সাহেব যখন দেখেন চুকছে নাতো ল্যাঠা!
কনস্টেবল মুকুলকে কন—চোর ধরে আন, ব্যাটা!
আজকে রাতে চোর যদি তুই আনতে না পাস ধরে
লকাপ খুলে ঘাড়টা ধরে তোরেই দেব ভরে!
মুকুল মিয়া এহেন কথায় গেলেন পড়ে ঠেকায়,
চোর ধরে তাই আনতে তিনি বেরিয়ে গেলেন একাই!

সারাটা রাত খুঁজে-খুঁজে যখন প্রায় ভোরই!
চোরকে তিনি আনেন ধরে গলায় বেঁধে দড়ি!
ব্যাপার শুনে ওসি সাহেব এসে দেখেন নিচে
চার-ঠেঙে এক চোর এনেছে —লেজ আছে তার পিছে!
লেজ তো আছে, লোমও আছে সারাটা গা ভরে!
ওসি সাহেব বলেন—ব্যাটা! আনলি কেমন চোর এ?

মুকুল বলেন—রাতভরই তো করে গেলাম ধাওয়া
ছিঁচকে বলেন পুঁচকে বলেন—সব চোরেরাই হাওয়া!
সিঁধকাটা-চোর, ট্যাঁককাটা-চোর—চোর যে কতো আরও
গাইগরু-চোর, ভ্যানগাড়ি-চোর পেলাম না খোঁজ কারও!
কত রকম চোর ধরিতে কত্তখানেই গেলাম!
কোনও চোরই পেলাম না, এই “খচ্চর”টাই পেলাম!


—চোর ধরার ফ্যাসাদ
স্নিগ্ধ মুগ্ধতা।
‎১২ নভেম্বর, ২০১৭।

[অনিবার্য কারণবশত ছড়াটি ব্লগার "মিথী_মারজান"কে উৎসর্গ করা হলো!]

মন্তব্য ২৪ টি রেটিং +৪/-০

মন্তব্য (২৪) মন্তব্য লিখুন

১| ১২ ই নভেম্বর, ২০১৭ রাত ৮:৪৫

চাঁদগাজী বলেছেন:


কবিরা একা প্রমের বাণী প্রচার করেন, প্রতিবেশীদের কিছুই দিতে চান না, সেখানে চুরির কারণ লুকিয়ে আছে

১২ ই নভেম্বর, ২০১৭ রাত ৮:৪৭

স্নিগ্দ্ধ মুগ্দ্ধতা বলেছেন: প্রথমেই চাঁদগাজী ভাইয়ের চাঁদবদনের দেখা পেলাম! মাশাআল্লাহ!

২| ১২ ই নভেম্বর, ২০১৭ রাত ৮:৪৯

হাসান১২১২১২ বলেছেন: ভালোই লিখেছেন

১২ ই নভেম্বর, ২০১৭ রাত ৮:৫২

স্নিগ্দ্ধ মুগ্দ্ধতা বলেছেন: ভালোই বলেছেন।

৩| ১২ ই নভেম্বর, ২০১৭ রাত ৯:০৪

দীপঙ্কর বেরা বলেছেন: ভাল লাগল।

১২ ই নভেম্বর, ২০১৭ রাত ৯:২৮

স্নিগ্দ্ধ মুগ্দ্ধতা বলেছেন: থ্যাংকু।

৪| ১২ ই নভেম্বর, ২০১৭ রাত ৯:১৬

রাজীব নুর বলেছেন: সুন্দর হয়েছে।

১২ ই নভেম্বর, ২০১৭ রাত ৯:২৮

স্নিগ্দ্ধ মুগ্দ্ধতা বলেছেন: ধন্যবাদ।

৫| ১২ ই নভেম্বর, ২০১৭ রাত ৯:৩৯

মিথী_মারজান বলেছেন: হা হা হা।
দারুণ লিখেন আপনি।
আমার টিউবলাইট মার্কা মগজটাও এল.ই.ডি. বাতির আলোতে ভরে গেল।
ঠিক নাকি ভুল বুঝলাম সেটা আর প্রকাশ করলাম না তবে থিমটা এবার বুঝেছি।

পঁচা স্টুডেন্ট হওয়ার ফায়দা আছে।
টিচারদের স্পেশাল কেয়ার আর এ্যাটেনশন দুটোই পাওয়া যায়। !:#P
কৃতজ্ঞতা দিমাগের বাত্তির কানেকশন দিয়ে দেবার জন্য।:-B

১২ ই নভেম্বর, ২০১৭ রাত ৯:৪৫

স্নিগ্দ্ধ মুগ্দ্ধতা বলেছেন: আপনার কারণেই এই রাত্রিবেলাতে আবার ছড়া লিখতে বসতে হলো।অবশ্য আগেরটার মান নিয়ে আমি নিজেও দোটানায় ছিলাম।যাই হোক,ভালো থাকুন।

৬| ১২ ই নভেম্বর, ২০১৭ রাত ১০:০৩

মিথী_মারজান বলেছেন: আগেরটার মান অবশ্যই ভাল ছিল।
ক্লাসে সবাই তো ভাল স্টুডেন্ট হয়না রে ভাই।

একটা পপি গাইড, আরেকটা পাঞ্জেরী গাইড হয়েছে।
হা হা হা।
কষ্ট দেবার জন্য লজ্জিত। :)

১২ ই নভেম্বর, ২০১৭ রাত ১০:০৮

স্নিগ্দ্ধ মুগ্দ্ধতা বলেছেন: দেখি,"পপি" গাইড তো হলো,এরপর "মৌসুমি" গাইড, "শাবনুর" গাইড এগুলোও বের করে ফেলব!

৭| ১২ ই নভেম্বর, ২০১৭ রাত ১০:৩৮

উম্মে সায়মা বলেছেন: খুব মজার ছড়া হয়েছে :)

১২ ই নভেম্বর, ২০১৭ রাত ১০:৪৪

স্নিগ্দ্ধ মুগ্দ্ধতা বলেছেন: ঠ্যাংস! :-B

৮| ১২ ই নভেম্বর, ২০১৭ রাত ১০:৫২

উম্মে সায়মা বলেছেন: ওয়েলস্ B-)

১২ ই নভেম্বর, ২০১৭ রাত ১০:৫৬

স্নিগ্দ্ধ মুগ্দ্ধতা বলেছেন: টাইম মেশিন পড়ছেন নাকি? এইচ জি ওয়েলস্?

৯| ১২ ই নভেম্বর, ২০১৭ রাত ১১:০১

উম্মে সায়মা বলেছেন: হাহাহা। না।
এনিওয়ে, ছড়ারা আসলেই বেশ ভালো হয়েছে :)

১২ ই নভেম্বর, ২০১৭ রাত ১১:০৩

স্নিগ্দ্ধ মুগ্দ্ধতা বলেছেন: ঠ্যাংস! :-B

১০| ১২ ই নভেম্বর, ২০১৭ রাত ১১:০৯

শাহরিয়ার কবীর বলেছেন:

আপনার কি কারো সাথে সমাজ-জামাত নাই,নাকি !!!!! :) :P

১২ ই নভেম্বর, ২০১৭ রাত ১১:৩৫

স্নিগ্দ্ধ মুগ্দ্ধতা বলেছেন: ঝেড়ে কাশেন, ব্রাদার। এইটুকুতে কিছুই বুঝলাম না।

১১| ১২ ই নভেম্বর, ২০১৭ রাত ১১:৩৬

ঋতো আহমেদ বলেছেন: কারণটা অনিবার্য কেন বুঝতে পারিনি কিন্তু কবিতা ভালো হয়েছে। ++

১২ ই নভেম্বর, ২০১৭ রাত ১১:৫০

স্নিগ্দ্ধ মুগ্দ্ধতা বলেছেন: হা হা! কারণ জানতে এই লিংকে গিয়ে কমেন্টগুলো চেক করতে পারেন। Click This Link

১২| ১৩ ই নভেম্বর, ২০১৭ রাত ১২:৩০

এফ.কে আশিক বলেছেন: ভালো লাগলো...

১৩ ই নভেম্বর, ২০১৭ রাত ১২:৩২

স্নিগ্দ্ধ মুগ্দ্ধতা বলেছেন: আমারও ভালো লাগল—আপনার মন্তব্যে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.