নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এখন থেকে লিখব না আর সত্যিকারের কিছু/ বলব না আর, চলব শুধু ছায়ার পিছুপিছু।// সবাই যখন নামছে নীচে, আমার তখন কী দায়? / অন্ধকারের সঙ্গী হলাম—আলোক তোমায় বিদায়।// এখন আমি থমকে রব, জীবন হবে থ-ময়,/ মাথা নেড়ে আজ্ঞে বলেই কাটিয়ে দেব সময়।// মিথ্যেটাকে সত্যি জেনেই করব কারাবরণ—/ এখন থেকে জানবে, হে দেশ, কবির হলো মরণ।//
১.
প্রেম তো বড়ই পবিত্র চীজ এই দুনিয়ার মাঝার!
বিয়ের আগেই প্রেম করি তাই একশো,দুশো,হাজার!
শেষ বয়সে বিয়েয় বসে ভাঙল প্রেমের বাজার।
বউকে এখন ভাল্লাগে না—কল্কে টানি গাঁজার!
২.
তুই যে আমার প্রাণের প্রিয়া,তুই যে আমার হৃদয়!
তোর দেখা পাই যে-দিন আমি, সে-দিন আমার ঈদ হয়!
হুট করে তুই করলি ব্রেকাপ,লাগিয়ে দিলি দুয়োর।
দূর হয়ে যা সামনে থেকে ধুমসি,গাধা,শুয়োর!
৩.
তোমার প্রেমে বল পেয়েছি, তোমার প্রেমে সাহস;
সবাইকে কই—আয় দেখি তুই, বাঘ অথবা যা হোস!
হঠাৎ এল তোমার বাবা—হায় রে এ কোন ফাঁপর!
ঊর্ধ্বশ্বাসে দৌড়টা দিয়ে হারিয়ে গেল কাপড়!
—প্রেমিকের হালচাল।
স্নিগ্ধ মুগ্ধতা
৪ নভেম্বর, ২০১৭।
০৪ ঠা নভেম্বর, ২০১৭ বিকাল ৪:২৭
স্নিগ্দ্ধ মুগ্দ্ধতা বলেছেন: কৌতুক হলেও আমার তো মনে হয় এগুলো অহরহ ঘটছে।
২| ০৪ ঠা নভেম্বর, ২০১৭ বিকাল ৫:০৫
যূথচ্যুত বলেছেন:
০৪ ঠা নভেম্বর, ২০১৭ রাত ৯:৪৫
স্নিগ্দ্ধ মুগ্দ্ধতা বলেছেন:
৩| ০৪ ঠা নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৫১
ওমেরা বলেছেন:
০৪ ঠা নভেম্বর, ২০১৭ রাত ৯:৪৫
স্নিগ্দ্ধ মুগ্দ্ধতা বলেছেন:
©somewhere in net ltd.
১| ০৪ ঠা নভেম্বর, ২০১৭ বিকাল ৪:২৫
চাঁদগাজী বলেছেন:
পদ্যেে কৌতুক?