নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কি যে লিখি ছাই মাথা ও মুণ্ডু আমিই কি বুঝি তার কিছু?/হাত উঁচু আর হ\'ল না ত ভাই, তাই লিখি ক\'রে ঘাড় নীচু!

স্নিগ্দ্ধ মুগ্দ্ধতা

এখন থেকে লিখব না আর সত্যিকারের কিছু/ বলব না আর, চলব শুধু ছায়ার পিছুপিছু।// সবাই যখন নামছে নীচে, আমার তখন কী দায়? / অন্ধকারের সঙ্গী হলাম—আলোক তোমায় বিদায়।// এখন আমি থমকে রব, জীবন হবে থ-ময়,/ মাথা নেড়ে আজ্ঞে বলেই কাটিয়ে দেব সময়।// মিথ্যেটাকে সত্যি জেনেই করব কারাবরণ—/ এখন থেকে জানবে, হে দেশ, কবির হলো মরণ।//

স্নিগ্দ্ধ মুগ্দ্ধতা › বিস্তারিত পোস্টঃ

ইসলামি হালচাল

০৩ রা নভেম্বর, ২০১৭ সকাল ১০:০২

১.
পড়ছ জানি হাদিস-কোরআন কিতাব-সিরাত প্রচুর;
ওসব কিছু পড়লে কি হয়, মুমিন তুমি কচুর!
ঈমান-আমল-নিয়ত তোমার সবই হবে কাবার!
মুরিদ যদি না হও তুমি ‘অমুক’ খাজা বাবার।



২.
সকল লোকের বাবা আমি, দেশের বড় পীর তো।
আমিই সবার মক্কা-কাবা, আমিই সবার তীর্থ!
সব সময়ে খেয়াল রাখি মুরিদ-কূলের স্বার্থ।
এই কারণেই নামাজ-রোজার পাই নে সময় আর তো!



৩.
আর কতো তোর দিন-দুনিয়া,অফিস-দোকান-বাজার?
মোহের মায়ায় রোজ অকারণ করবি কতো কাজ আর?
দিন-দুনিয়া ভুলতে হলে আয় রে বাপের মাজার,
হাসিল হবে বেহেস্ত্ যখন টানবি ধোঁয়া গাঁজার!



—ইসলামি হালচাল।
স্নিগ্ধ মুগ্ধতা।
৩ নভেম্বর, ২০১৭।

মন্তব্য ২৫ টি রেটিং +১/-০

মন্তব্য (২৫) মন্তব্য লিখুন

১| ০৩ রা নভেম্বর, ২০১৭ সকাল ১০:১৭

নাহিদ০৯ বলেছেন: অল্প কথায় বর্তমান হালচাল তুলে ধরার জন্য আপনাকে ধন্যবাদ। খুবই ভালো লাগলো আপনার লিখাটি পড়ে।

০৩ রা নভেম্বর, ২০১৭ সকাল ১০:৩১

স্নিগ্দ্ধ মুগ্দ্ধতা বলেছেন: আপনাকেও ধন্যবাদ।

২| ০৩ রা নভেম্বর, ২০১৭ সকাল ১০:৩০

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
ভণ্ড বাবা কত খাবা,
ঈমান-আমল নাই,
মরার পরে কিযে হবে
তা কি জানা নাই?

০৩ রা নভেম্বর, ২০১৭ সকাল ১০:৩৩

স্নিগ্দ্ধ মুগ্দ্ধতা বলেছেন: এই কারণেই ভাই,
ওসব কিছু ভোলার তরে কল্কে টেনে যাই!

৩| ০৩ রা নভেম্বর, ২০১৭ সকাল ১০:৪৪

সত্যপথিক শাইয়্যান বলেছেন: অবুঝদের সাথে চলো না। তাহলে অবুঝই থেকে যাবে।

চোখ খুলে তাকাও, ছোট্ট ভাইটি। দুনিয়াটা অনেক বড়।

ঘৃণা প্রকাশে নিজেরই ক্ষতি।

সিলেবাসের সিলেক্টিভ বই পড়লে, চোখ কখনো খুলবে না।

আগে বিশ্ববিদ্যালয়ে পড়েছো। হাত-পা বাধা ছিলো।

এখন তো ইচ্ছে করলে অনেক কিছুই জানতে পারো। তাই, পড়।

বাংলাদেশে অনেক কিছুই হয়তো পাবে না। তাই, তোমাকে অন্য দেশে পাড়ি দিতে হবে যেখানে রয়েছে জ্ঞানের আধার।

একটা কথা মনে রাখবে, নবী এবং জ্ঞানের পথে যে বের হয়, তার দূরত্ব এক বিঘত/হাত।

আল্লাহ তোমাকে সুমতি দিন।

০৩ রা নভেম্বর, ২০১৭ দুপুর ২:২৯

স্নিগ্দ্ধ মুগ্দ্ধতা বলেছেন: আমার তো মনে হলো আপনি আমাকে ভুল বুঝলেন!
তবে আমি সব-সময় পরিবর্তনের প্রত্যাশী। আমার যে-কোনও ভুল আমি স্বীকার করে নিয়ে নিজেকে পরিবর্তন করতে প্রস্তুত। বলুন,কোথায় ভুল হয়েছে। আমি নিজেকে শুধরে নেব। আপনার প্রতি অনেক অনেক ভালোবাসা।

৪| ০৩ রা নভেম্বর, ২০১৭ সকাল ১০:৪৯

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
কল্কে টেনে পার পাবানা,
মালিকের সব জানা,
সময় আছে সামলে চলো
কখন যমদূতে দেয় হানা।

০৩ রা নভেম্বর, ২০১৭ দুপুর ২:৩২

স্নিগ্দ্ধ মুগ্দ্ধতা বলেছেন: ওক্কে বাবা,ওকে,
গাঁজা আমি লুকিয়ে খাবো—দেখবে না কেউ চোখে!

৫| ০৩ রা নভেম্বর, ২০১৭ দুপুর ১২:৫৮

কুঁড়ের_বাদশা বলেছেন:

আপনার মত বড় মওলনা দরকার:) আপনার হালচাল বা কম কিসের, যতবার এই পোষ্ট নিজে নিজে পড়েছেন, তারচেয়েও কম সময়ে যদি অন্যর ব্লগে মন্তব্য করতেন। তারাও আপনার এ পোষ্টে মন্তব্য করতো,তখন আপনার এ পোষ্ট এমনিতে আলোচিত পাতায় আসতো ।। :)

০৩ রা নভেম্বর, ২০১৭ দুপুর ২:২৩

স্নিগ্দ্ধ মুগ্দ্ধতা বলেছেন: ভাই,এই পোস্ট ৬৯২ বার পঠিত হয়েছে দেখে আমি তো থ।ধরুন, আমি নিজেই না হয় ৯২ বার পড়লাম।কিন্তু অন্যরা তো ৬০০ বার পড়েছে না কি?
কারও বিরুদ্ধে অভিযোগ করার আগে সত্যতা ক্ষতিয়ে দেখবেন।
মনটা বিষিয়ে দিলেন,ভাই।
ভালো থাকুন।

৬| ০৩ রা নভেম্বর, ২০১৭ দুপুর ১:২১

আবু তালেব শেখ বলেছেন: ভালোই লাগলো।
সুন্দর লেখা হয়েছে

০৩ রা নভেম্বর, ২০১৭ দুপুর ২:৩০

স্নিগ্দ্ধ মুগ্দ্ধতা বলেছেন: ধন্যবাদ ভাই।

৭| ০৩ রা নভেম্বর, ২০১৭ রাত ১০:১৪

জাহিদ হাসান বলেছেন:

০৩ রা নভেম্বর, ২০১৭ রাত ১০:৩৭

স্নিগ্দ্ধ মুগ্দ্ধতা বলেছেন: যাজাকাল্লাহ,ভাই।

৮| ০৩ রা নভেম্বর, ২০১৭ রাত ১০:১৮

মেরিনার বলেছেন: দেখুন: view this link

০৩ রা নভেম্বর, ২০১৭ রাত ১০:৩৬

স্নিগ্দ্ধ মুগ্দ্ধতা বলেছেন: লিংক দেখলাম,ভাই।আমি কবিতায় যা বলতে চেয়েছি আপনার পোস্টে সেটাই বিশদ লেখা।ধন্যবাদ।

৯| ০৩ রা নভেম্বর, ২০১৭ রাত ১১:২১

বিচার মানি তালগাছ আমার বলেছেন: ঐদিন এক বলদে ওয়াজ করতেছে, নামাজ ,রোজা যেমন ফরজ তেমন পীরের কথা মানাও ফরজ। নামাজ রোজার কাজা আছে মাগার পীরের কথা না মানার কোন কাজা নাই!!!!! নাউজুবিল্লাহ...

০৪ ঠা নভেম্বর, ২০১৭ রাত ১২:৫০

স্নিগ্দ্ধ মুগ্দ্ধতা বলেছেন: পীরের কথার নাইরে কাজা,
আয় মাজারে,খাই রে গাঁজা!

১০| ০৪ ঠা নভেম্বর, ২০১৭ সকাল ৯:৩৮

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: বহুত তাৎপর্যপূর্ণ কাব্যসাধনা।

০৪ ঠা নভেম্বর, ২০১৭ সকাল ১১:০৩

স্নিগ্দ্ধ মুগ্দ্ধতা বলেছেন:
ও ভাই তুমি সুযোগ পেয়ে করলে কি আজ ব্যঙ্গ?
আজকে তবে করব সালাম, বাড়াও তোমার ঠ্যাং গো!

১১| ০৪ ঠা নভেম্বর, ২০১৭ বিকাল ৩:০৩

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

লেখক বলেছেন: ওক্কে বাবা,ওকে,
গাঁজা আমি লুকিয়ে খাবো—দেখবে না কেউ চোখে!


কেউনা দেখুক, দেখেন
আমার আল্লায়,
যতই লুকাও কল্কে তোমার
হিসাব হবে পাল্লায়।

০৪ ঠা নভেম্বর, ২০১৭ বিকাল ৪:১২

স্নিগ্দ্ধ মুগ্দ্ধতা বলেছেন: সে ভয় যদিই পেতাম,
তাইলে কি আর এমনি করে কল্কে টেনে যেতাম?

১২| ০৪ ঠা নভেম্বর, ২০১৭ বিকাল ৫:১৮

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
ভয় ডর হীন সীমার তুমি
গোয়ার্তুমি ভাব,
ধরা খেয়ে সাজা পাবে
নেইকো তোমার মাফ।

০৬ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১২:৪৩

স্নিগ্দ্ধ মুগ্দ্ধতা বলেছেন: হায় এ কী তুই বললি খোকা, বুক ফেটে যায় আমার
এর চেয়ে তুই কল্কে দিয়েই আমার মাথায় ঘা মার।

১৩| ০৭ ই নভেম্বর, ২০১৭ সকাল ১১:১৮

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
ঘা মারা কি এতই সহজ
নাইযে তত শক্তি,
ঘৃনা করি কল্কে খাওয়া
আমি সুবোধ ব্যক্তি।



আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.