নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কি যে লিখি ছাই মাথা ও মুণ্ডু আমিই কি বুঝি তার কিছু?/হাত উঁচু আর হ\'ল না ত ভাই, তাই লিখি ক\'রে ঘাড় নীচু!

স্নিগ্দ্ধ মুগ্দ্ধতা

এখন থেকে লিখব না আর সত্যিকারের কিছু/ বলব না আর, চলব শুধু ছায়ার পিছুপিছু।// সবাই যখন নামছে নীচে, আমার তখন কী দায়? / অন্ধকারের সঙ্গী হলাম—আলোক তোমায় বিদায়।// এখন আমি থমকে রব, জীবন হবে থ-ময়,/ মাথা নেড়ে আজ্ঞে বলেই কাটিয়ে দেব সময়।// মিথ্যেটাকে সত্যি জেনেই করব কারাবরণ—/ এখন থেকে জানবে, হে দেশ, কবির হলো মরণ।//

স্নিগ্দ্ধ মুগ্দ্ধতা › বিস্তারিত পোস্টঃ

কালজয়ী কবিতা(“ছেলেপুলের খেলো ছড়া” সিরিজ)

৩১ শে অক্টোবর, ২০১৭ রাত ৮:২৫


বদন আলীর চাঁদ-বদনে ভীষণ রকম চিন্তা রে!
ছন্দ নিয়ে ভাবতে বসে পার করে দেয় দিনটারে।
নব্য ধারার কাব্য লিখে ছন্দে সে দেয় ধাক্কা রে!
ভাবের চোটে কাব্যগুলো গরুর মতো ডাক ছাড়ে!
সনেটগুলোর বুনোট ভালো—লাফায় যেন খচ্চরই!
কোবতে যেন কোপ্তা-কাবাব কিংবা আলুর চচ্চড়ি!
পয়ারগুলো চেয়ারগুলোর পায়ার মতোই টনটনে,
ছড়ায়-ছড়ায় ধরায় গড়ায় ভাবের হাওয়া কনকনে!

কিন্তু যখন পত্রিকাতে কোবতে গেল ছাপতে সে,
খিঁচড়ে গেল সম্পাদকে—রাস্তা বলে মাপতে সে!
হায়! জগতে মেধার কদর এখন আছে আর কি রে?
মুখ্যুতে সব দেশ ছেয়েছে—বদন একা তার ভিড়ে!
প্রচার ছাড়া প্রসার এখন এই দেশে আর নেই তো রে,
মাইক কিনে কোবতে সে তাই পড়তে থাকে সেই জোরে!
কাণ্ড দেখে আমজনতা ভিড়তে থাকে চারদিকে;
কেউ বলে সে পাগলা কবি, কেউবা বলে—তার্কিক এ!

এমন সময় এক ভিখিরি আসল ছুটে কোত্থেকে!
বলল—বাবা! প্রাণডা আমার ঠাণ্ডা হলো তোর দেখে!
আমার গাঁয়ে লোক ছিল এক—ভাই হতো মোর ধর্মত!
সব সময়ে আবোল-তাবোল বকতো খালি তোর মতো!
ও ব্যাটা তুই! যেমন করে পাগল হয়ে গাস জোরে!
সেই ছেলেটাও তোর মতোনই বকতে ভালোবাসতো রে!
টান দিয়েছিস তুই হৃদয়ে—যেমন জেলে জাল টানে!
আর কিছু নেই দেওয়ার মতো, এই নে আমার থালটা নে!

ভুল নিয়তির ধোঁকায় পড়ে, ভাগ্যদোষের এই ফেরে
থালটা নিয়ে বদন মিয়া চুপসে গেলেন এক্কেরে!
তার যে কতো ইচ্ছে ছিল ক্রমে হবেন কালজয়ী,
হায়! বিধির এ কেমন বিধি—ভ্রমে হলেন থালজয়ী!

—কালজয়ী কবিতা
স্নিগ্ধ মুগ্ধতা।
৩১ অক্টোবর, ২০১৭।

মন্তব্য ৫৩ টি রেটিং +৪/-০

মন্তব্য (৫৩) মন্তব্য লিখুন

১| ৩১ শে অক্টোবর, ২০১৭ রাত ৮:৩২

সত্যপথিক শাইয়্যান বলেছেন: হা, হা, হা

৩১ শে অক্টোবর, ২০১৭ রাত ৮:৩৬

স্নিগ্দ্ধ মুগ্দ্ধতা বলেছেন: এত হা করলে মুখে মাছি ঢুকবে তো!

২| ৩১ শে অক্টোবর, ২০১৭ রাত ৮:৪৩

তারেক ফাহিম বলেছেন: সত্যি, কবির কবিতার ভাবর্থ করুণ B-))


কবিদের ছড়াছড়িতে সম্পাদকরা আজ নিচ্ছে ওজন কোন কবিতাটি ভারি
কোনটা পরিতার্য্য অার কোনটা দরকারী।

৩১ শে অক্টোবর, ২০১৭ রাত ৮:৪৭

স্নিগ্দ্ধ মুগ্দ্ধতা বলেছেন: আমার অবস্থাও কিন্তু বদন মিয়ার চেয়ে ভালো নয়!

৩| ৩১ শে অক্টোবর, ২০১৭ রাত ৮:৪৪

সত্যপথিক শাইয়্যান বলেছেন: একবার নাহয় ঢুকলোই!!!

এটা অন্ততঃ বলতে পারবো যে, ছড়া পড়তে গিয়ে ঢুকেছে। :)

৩১ শে অক্টোবর, ২০১৭ রাত ৮:৫১

স্নিগ্দ্ধ মুগ্দ্ধতা বলেছেন: পড়তে গিয়ে ঢোকে নি তো! পড়ার পর রি-অ্যাকশনের সময় ঢুকেছে! B-))

৪| ৩১ শে অক্টোবর, ২০১৭ রাত ৮:৫৫

সত্যপথিক শাইয়্যান বলেছেন: কে জানালেন কথাটা? মুসা? ;)

৩১ শে অক্টোবর, ২০১৭ রাত ৯:০৬

স্নিগ্দ্ধ মুগ্দ্ধতা বলেছেন: চারিদিকে টিকটিকি!

৫| ৩১ শে অক্টোবর, ২০১৭ রাত ৯:১৩

সত্যপথিক শাইয়্যান বলেছেন: টিকটিকি'র ভয় করলে ব্লগে না আসাই ভালো। :)

৩১ শে অক্টোবর, ২০১৭ রাত ১০:০১

স্নিগ্দ্ধ মুগ্দ্ধতা বলেছেন: :P

৬| ৩১ শে অক্টোবর, ২০১৭ রাত ১১:২২

যূথচ্যুত বলেছেন: তুখোড়!

অনেস্টলি, সুকুমার রায়ের কথা মনে করিয়ে দিলেন।

আপনি প্রফেশনাল ছড়াকার?

৩১ শে অক্টোবর, ২০১৭ রাত ১১:২৯

স্নিগ্দ্ধ মুগ্দ্ধতা বলেছেন: না,দাদা।মেডিকেল কলেজে পড়ছি।শেষ বর্ষে।আচ্ছা,ওপারে এই রকম কোনও লেখালেখির প্লাটফর্ম আছে?

৭| ০১ লা নভেম্বর, ২০১৭ রাত ১২:০৯

যূথচ্যুত বলেছেন: আম্মো মেডিকেল কলেজ। প্রথম বর্ষ। ;)

ওপারে মানে কোন পারে? পশ্চিমবঙ্গ?

০১ লা নভেম্বর, ২০১৭ রাত ১২:৫৬

স্নিগ্দ্ধ মুগ্দ্ধতা বলেছেন: হ্যাঁ, পশ্চিমবঙ্গে।

৮| ০১ লা নভেম্বর, ২০১৭ রাত ১২:২৬

সত্যপথিক শাইয়্যান বলেছেন: মেডিকেল শুনে ফিরে আসলুম, ছোট ভাইটি।
চাটগা'র কোন মেডিকেলে!!!

০১ লা নভেম্বর, ২০১৭ রাত ১২:৫৭

স্নিগ্দ্ধ মুগ্দ্ধতা বলেছেন: সিলেট মেডিকেল। সিলেটে।

০১ লা নভেম্বর, ২০১৭ রাত ১২:৫৮

স্নিগ্দ্ধ মুগ্দ্ধতা বলেছেন: আপনিও কি ডাক্তার-টাক্তার নাকি?

৯| ০১ লা নভেম্বর, ২০১৭ রাত ১:১৭

সত্যপথিক শাইয়্যান বলেছেন: হ্যাঁ, আমিও ডাক্তার! :)

বাবা-মা'র দেওয়া নামটা কেমন করে যেন এখনো ধরে রেখেছি! উপন্যাসের নায়ক আর হয়ে উঠা হলো না!!!

০১ লা নভেম্বর, ২০১৭ রাত ১:২২

স্নিগ্দ্ধ মুগ্দ্ধতা বলেছেন: প্র্যাকটিস করেন কোথায়?

১০| ০১ লা নভেম্বর, ২০১৭ রাত ১:৩০

সত্যপথিক শাইয়্যান বলেছেন: কম্পিউটার নামক এক ডাস্টবিনে।

০১ লা নভেম্বর, ২০১৭ রাত ১:৪৯

স্নিগ্দ্ধ মুগ্দ্ধতা বলেছেন: মাথা পুরো ঘুলিয়ে গেল, ভাইজান।

১১| ০১ লা নভেম্বর, ২০১৭ রাত ১:৩৪

যূথচ্যুত বলেছেন: কিউরিওসার অ্যান্ড কিউরিওসার!

আপনি কীভাবে জানলেন আমি পশ্চিমবঙ্গের? #:-S

০১ লা নভেম্বর, ২০১৭ রাত ১:৫০

স্নিগ্দ্ধ মুগ্দ্ধতা বলেছেন: শিবরাম চক্রবর্তীকে নিয়ে লেখা আপনার পোস্টটা পড়ে।

১২| ০১ লা নভেম্বর, ২০১৭ রাত ২:০৪

যূথচ্যুত বলেছেন: টু বি অনেস্ট, পশ্চিমবঙ্গের বাঙালিদের নিয়ে আমি বিশেষরকম হতাশ।

আমার ক্ষুদ্র অভিজ্ঞতায় যা দেখেছি, এখানে বাংলা লেখার নামে আঁতলামি হয় ষোলআনা। সাহিত্য এখানে বাধ্যতারকম ভাবে কলকাতা কেন্দ্রিক। চারপাশে অসংখ্য বিদগ্ধ লোকজন বাংলা সাহিত্য নিয়ে অনর্গল মাথা ঘামিয়ে ও কামিয়ে তাতে ঘোল ঢেলে চলেছেন। প্রায় সকলেই বাংলা সাহিত্যে বিপ্লব আনতে চান! তাঁর জন্য তুলকালাম কঠিন ও ভয়ানক রাগী রাগী সব কবিতা লিখে চলেছেন। এবং সেই সব লেখায় প্রতিষ্ঠান-কে গালি দিয়ে, লিটল ম্যাগ বের করে নিজেরাই এক একটি প্রতিষ্ঠানে পরিণত হয়ে উঠেছেন। নিজের পাণ্ডিত্য প্রদর্শনের একমাত্র পন্থা, এঁদের কাছে, পাশের লোকটিকে তাচ্ছিল্য করা। এদিকে ব্লগ বলতে গুরুচণ্ডালী-ই মূলত অ্যাক্টিভ।


www.golpokobita.com
আমি নিজেই বাংলাদেশের এই প্ল্যাটফর্মটা ফলো করি। এবং এই জাতীয় আরও কিছুর সন্ধানে আছি।

তবে, এদিকের এইদুটো সাইট ঘেঁটে দেখতে পারেন। এগুলো নিয়ে আমি সম্প্রতি ইন্টারেস্টেড হয়েছি।

১) http://www.ichchhamoti.in

২) http://www.magiclamp.net.in


০১ লা নভেম্বর, ২০১৭ রাত ২:১৫

স্নিগ্দ্ধ মুগ্দ্ধতা বলেছেন: কৃতজ্ঞ হলেম।

১৩| ০১ লা নভেম্বর, ২০১৭ রাত ২:০৬

যূথচ্যুত বলেছেন: ছরি। বাধ্যতামূলক* :(

১৪| ০১ লা নভেম্বর, ২০১৭ রাত ২:১৬

সচেতনহ্যাপী বলেছেন: ও রাজা, তুমি নাংটো :-P ।। মনে পড়ে গেলো গল্পটি।।

০১ লা নভেম্বর, ২০১৭ রাত ২:১৭

স্নিগ্দ্ধ মুগ্দ্ধতা বলেছেন: কেন মনে পড়ল, বুঝলাম না তো!

১৫| ০১ লা নভেম্বর, ২০১৭ রাত ২:১৮

যূথচ্যুত বলেছেন: শিবরাম-এর লেখাটা পড়ে কীভাবে বোঝা গেল!? #:-S

০১ লা নভেম্বর, ২০১৭ রাত ২:২৮

স্নিগ্দ্ধ মুগ্দ্ধতা বলেছেন: হে হে! ওইটা বুঝতে চাইলে আপনাদের ঐপারের ‘অদ্রীশ বর্ধনের’ করা ‘শার্লক হোমসের’ অনুবাদটা রিভাইজ দেন।

১৬| ০১ লা নভেম্বর, ২০১৭ রাত ২:২২

সচেতনহ্যাপী বলেছেন: কবিতার বাহুল্য আর লেখকদের ভাবগতিক।। অবশ্য আমার ভুলও হতে পারে।।

০১ লা নভেম্বর, ২০১৭ রাত ২:৩৩

স্নিগ্দ্ধ মুগ্দ্ধতা বলেছেন: ব্লগারেরা সবগুলো নিশাচর। এরা নিশার চড় না খেলে বোধহয় ঠিক হবে না! :P

১৭| ০১ লা নভেম্বর, ২০১৭ রাত ২:৩১

যূথচ্যুত বলেছেন: ঐ লালমাটি প্রকাশনের যেটা? হাজারের ওপর দাম যেটার? বেটার, আমি ইংরেজিতেই পড়ে নেব /:)

০১ লা নভেম্বর, ২০১৭ রাত ২:৩৬

স্নিগ্দ্ধ মুগ্দ্ধতা বলেছেন: হায়! PDF গুলোর কী হবে!

১৮| ০১ লা নভেম্বর, ২০১৭ রাত ২:৩৬

সচেতনহ্যাপী বলেছেন: ঠিক বুঝে উঠতে..........। বলবেন কি??

০১ লা নভেম্বর, ২০১৭ রাত ২:৪০

স্নিগ্দ্ধ মুগ্দ্ধতা বলেছেন: বলছি, এত রাতে যে ঘুম বাদ দিয়ে আমরা এইখানে ত্যানা প্যাঁচাচ্ছি—বাড়িতে জানতে পারলে আমারে এই রাত্রেই সাইজ করবে! তাই ওই কবিতার বাহুল্য নিয়ে আলোচনা করাটাও বাহুল্য!

১৯| ০১ লা নভেম্বর, ২০১৭ রাত ২:৪৩

যূথচ্যুত বলেছেন: পিডিএফ নামানোই হয় কিন্তু পড়া হয় না। কারণ, ঠিক জমে না! কী বুঝলেন?

আর তাছাড়া মহাপুরুষেরা বলেই গেছেন, বই হচ্ছে স্তনের মতো। মানে, স্ক্রিনের ওপর--ঠিক আছে। কিন্তু হাতে নেওয়ার মজাই আলাদা! :P

২০| ০১ লা নভেম্বর, ২০১৭ দুপুর ২:৪১

করুণাধারা বলেছেন: দারুন কবিতা, কালজয়ী কবিতা হয়ে উঠুক।

দারুন মুগ্ধতা!!!

০১ লা নভেম্বর, ২০১৭ বিকাল ৪:১৮

স্নিগ্দ্ধ মুগ্দ্ধতা বলেছেন: আহা!

মনটা সিক্ত হলো করুণাধারায়
দোয়া করি, কারও যেন গরু না হারায়

২১| ০১ লা নভেম্বর, ২০১৭ দুপুর ২:৪৭

মোহেবুল্লাহ অয়ন বলেছেন: আপনিই বদন আলী না তো ! =p~

০১ লা নভেম্বর, ২০১৭ বিকাল ৩:১২

স্নিগ্দ্ধ মুগ্দ্ধতা বলেছেন: বদন আলীর চেয়েও অবস্থা খারাপ। মদন আলী বলতে পারেন!

২২| ০১ লা নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৩০

সত্যপথিক শাইয়্যান বলেছেন: কবি সাহেব, একটা পোস্ট থেকে আরেকটা পোস্টের ২২ ঘণ্টা ফারাক থাকতে হবে। সামুতে এটা নিয়ম। কে যেন এ নিয়ে লিখেছিলেন এ নিয়ে। তাই, সাবধান থাকা ভালো।

০১ লা নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৩৩

স্নিগ্দ্ধ মুগ্দ্ধতা বলেছেন: জানতাম না।ভবিষ্যতে সাবধান হবো।সত্য কথা সোজাসাপ্টা বলার জন্য কালো গোলাপের শুভেচ্ছা! :P

২৩| ০১ লা নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৪৮

সত্যপথিক শাইয়্যান বলেছেন: তোমার গোলাপের শুভেচ্ছা পৌঁছে যাক ভীনগ্রহী সেই চার তরুণী'র যে কোন একজনের কাছে।

আজ রাত ৯টায় তারা অভিযানে নামতে পারে বলে খবর আছে!!! :)

০১ লা নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৫২

স্নিগ্দ্ধ মুগ্দ্ধতা বলেছেন: ওকে! শালবনে অপেক্ষায় আছি।জলদি আসেন।

২৪| ০১ লা নভেম্বর, ২০১৭ রাত ৮:৩৯

প্রামানিক বলেছেন: চমৎকার! চমৎকার!! চমৎকার!!!

০১ লা নভেম্বর, ২০১৭ রাত ৯:০৮

স্নিগ্দ্ধ মুগ্দ্ধতা বলেছেন: যাক,প্রামানিক ভাইয়ের কথায় প্রমাণিত হলো—আমি চমৎকার লিখি!

২৫| ০১ লা নভেম্বর, ২০১৭ রাত ১১:৪১

ধ্রুবক আলো বলেছেন: বেশ চমৎকার লাগলো +

০২ রা নভেম্বর, ২০১৭ রাত ১২:১২

স্নিগ্দ্ধ মুগ্দ্ধতা বলেছেন: ধন্যবাদ।আলোকিত হলাম।

২৬| ০১ লা নভেম্বর, ২০১৭ রাত ১১:৪১

কবীর হুমায়ূন বলেছেন:
ছন্দকলার কাব্যকথা অতি সুমধুর হয়েছে।

০২ রা নভেম্বর, ২০১৭ রাত ১২:১৩

স্নিগ্দ্ধ মুগ্দ্ধতা বলেছেন: এত মধুর হলো।কিন্তু, কোনও মৌমাছি তো জুটল না!

২৭| ০১ লা নভেম্বর, ২০১৭ রাত ১১:৫৩

রাসেল উদ্দীন বলেছেন: অদ্ভুত সব শব্দমালার সমারোহ!

০২ রা নভেম্বর, ২০১৭ রাত ১২:১৪

স্নিগ্দ্ধ মুগ্দ্ধতা বলেছেন: :P

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.