নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এখন থেকে লিখব না আর সত্যিকারের কিছু/ বলব না আর, চলব শুধু ছায়ার পিছুপিছু।// সবাই যখন নামছে নীচে, আমার তখন কী দায়? / অন্ধকারের সঙ্গী হলাম—আলোক তোমায় বিদায়।// এখন আমি থমকে রব, জীবন হবে থ-ময়,/ মাথা নেড়ে আজ্ঞে বলেই কাটিয়ে দেব সময়।// মিথ্যেটাকে সত্যি জেনেই করব কারাবরণ—/ এখন থেকে জানবে, হে দেশ, কবির হলো মরণ।//
নিঝুম ঝুম—নিঝুম ঝুম!
আয়রে দিই—বাদলা-ঘুম।
বৃষ্টি জোর বইছে ওই,
ফুটছে তার ঝাপসা খই;
উঠছে তাল,উঠছে সুর—
পাগলাকাশ মেঘ-মেদুর।
বইছে জোর বাদলা বায়—
ঝিনকি ঝিন মল বাজায়!
ফিনকি স্রোত যায় নিলাজ—
চিন্তা নাই,নাইরে কাজ!
আয় রে ভাই,আয় রে আয়,
মিষ্টি-সুর জল ছিটাই !
বৃষ্টি ওই ঝরছে ঝুম;
আয়রে দিই বাদলা-ঘুম।
নিঝুম ঝুম নিঝুম ঝুম!
বাজছে সুর—নীল চুঁড়ির,
লাল ঠোঁটের চুমকুড়ির!
জল-সানাই বাজছে আজ।
ঝরছে রাজ-লাল-সিরাজ!
দেখ রে দেখ রূপ নিখাঁদ!—
হুর-পুরীর স্বপ্ন-সাধ!
মগ্ন এই লগ্ন যায়;
আয় রে ভাই,আয় রে আয়।
পায়রা গায় বাক-বাকুম;
আয়রে দিই বাদলা-ঘুম।
নিঝুম ঝুম নিঝুম ঝুম!
জানলা ফাঁক,লাগছে ছাঁট
ভিজছে ঘর,ভিজছে খাট।
তন্বী সব মন নীরব—
বাইরে ঝুম ভিজছে সব।
ভিজছে ভুঁই,উচ্ছে-পুঁই;
ফিঙ-বাবুই,কাতলা-রুই।
পাতলা মেঘ ভাসছে ওই,
ঝরছে জল,নেই রে থই।
মাছ ধরার পড়ছে ধুম;
আয়রে দিই বাদলা-ঘুম।
নিঝুম ঝুম নিঝুম ঝুম!
ঝিম-হৃদয় মুগ্ধ হায়
জুঁই ফুলের স্নিগ্ধতায়!
জল-পরির জলসা আজ—
নাই বাঁধন,নাই রে লাজ।
আয়রে খাই মিষ্টি চুম!
আয়রে দিই বাদলা-ঘুম।
নিঝুম ঝুম নিঝুম ঝুম।
ঝাপসা জল,ঝাপসা বিল;
আবছা সব—আবছা দিল!
ঝুমকো ফুল দুলছে দোল,
জল-ঝাঁঝির মন বিভোল।
কলমি-ঝোঁপ ঝাপটা খায়
জল-ঝড়ের হাত-পাখায়!
কী ঘোর-ঘোর এই মোসুম!
আয়রে দিই বাদলা-ঘুম।
নিঝুম ঝুম নিঝুম ঝুম!
—ঝুম বর্ষায়
স্নিগ্ধ মুগ্ধতা।
২১ অক্টোবর,২০১৭।
২১ শে অক্টোবর, ২০১৭ রাত ১১:৩৫
স্নিগ্দ্ধ মুগ্দ্ধতা বলেছেন: হাবাকে আর মেরে কী হবে, ভাই? বুদ্ধিমান বানানো যাবে?
২| ২১ শে অক্টোবর, ২০১৭ রাত ১০:১৯
শাহরিয়ার কবীর বলেছেন: দারুণ লিখেছেন !!!
বৃষ্টি মোবারক !!!
২১ শে অক্টোবর, ২০১৭ রাত ১১:৩৬
স্নিগ্দ্ধ মুগ্দ্ধতা বলেছেন: হা হা হা!বৃষ্টি মোবারক !!!
৩| ২২ শে অক্টোবর, ২০১৭ রাত ২:৪৪
মনিরা সুলতানা বলেছেন: বেশ রিমঝিম রিমঝিম ছন্দ !!
২২ শে অক্টোবর, ২০১৭ সকাল ৭:০১
স্নিগ্দ্ধ মুগ্দ্ধতা বলেছেন: টবিতা লিখবেন কবে?
৪| ২২ শে অক্টোবর, ২০১৭ ভোর ৫:৩৭
মলাসইলমুইনা বলেছেন: ঝুম বর্ষায় (তিনদিন ধরে আমাদের এখানেও দারুন বৃষিট) কবিতা যেই পড়লাম স্নিগ্ধ মুগ্ধতায় কবিতার সুর ছন্দে যেন ভিজলাম |খুবই ভালো লাগা নিয়ে পড়লাম |
২২ শে অক্টোবর, ২০১৭ সকাল ৭:০৩
স্নিগ্দ্ধ মুগ্দ্ধতা বলেছেন: ভাই তো দেখি স্রোতের বিপরীতে চলেন।নামটারে এক্কেরে উল্টো করে ফেলাইছেন!
৫| ২২ শে অক্টোবর, ২০১৭ ভোর ৬:১১
ডঃ এম এ আলী বলেছেন: খুব সুন্দর ছন্দময় হয়েছে ছড়া কবিতা ।
ঝুম বর্ষায় যে প্লাবিত করে ফেলল
ঢাকা শহরাসীকে এখন কি উপায় ।
শুভেচ্ছা রইল
২২ শে অক্টোবর, ২০১৭ সকাল ৭:০৬
স্নিগ্দ্ধ মুগ্দ্ধতা বলেছেন: ভাই,আমি সিলেটে থাকি।সিলেট আসলে স্বপ্নের এক শহর।যানজট নেই,ভজঘট নেই!আপনাদের দুঃখ রইল এক ঝুড়ি।আর,বৃষ্টির শুভেচ্ছা।
৬| ২২ শে অক্টোবর, ২০১৭ সকাল ৮:২১
মলাসইলমুইনা বলেছেন: লভু নছেলেব | নম্যা ফঅ এএল |
২২ শে অক্টোবর, ২০১৭ সকাল ১১:৫৩
স্নিগ্দ্ধ মুগ্দ্ধতা বলেছেন: মাথার উপর দিয়ে গেল।
৭| ২২ শে অক্টোবর, ২০১৭ সকাল ৮:৫৩
ডঃ এম এ আলী বলেছেন: হযরত শাহ জালালের পুণ্য স্মৃতিময় সিলেট খুব সুন্দর শান্তির শহড় , সেখানে সুখেই সকলে থাকবে আজিবন ।
কামনা করি সুখে শান্তিতে খাকুন সেখানে ।
আমাদেরও তেমন চিন্তা নাই, কথায় বলে দু:খে যাদের জীবন গড়া
তাদের আবার দু:খ কিসের
প্রথমবার হাতে সময় কম থাকায় মন্তব্যের ঘরে কবিতাটিকে সঠিকভাবে তুলে ধরতে পারিনি । এবার মন্তব্যের উত্তর দেখতে এসে আর একবার চোখ বোলালাম তাতে । গুনগুনিয়ে একে পাঠও করলাম সাথে সাথে । মনে হল ছন্দ, নির্মাণ কৌশল, শব্দ ও ভাষার কারুকার্যময়তায় বেশ উজ্জ্বলতা রয়েছে কবিতাটিতে ।
প্রথমেই বলে নিই আমি ছন্দ বিশারদ নই কিংবা বাংলার ছাত্রও ছিলাম না কোন কালে । তবে শুনেছি স্বরবৃত্ত, মাত্রাবৃত্ত এবং অক্ষরবৃত্ত আবহমানকাল ধরে এই তিন ছন্দেই ছড়া, কবিতা, গান বা গীতিনাট্য লেখা হয়ে আসছে । কবিতাকে ছন্দবদ্ধভাবে বিশ্লেষন করা আমার সাধ্য নহে । তবে সহজাত প্রবৃত্তি থেকে স্বরবৃত্ত বা লৌকিক ছন্দ যেন দেখতে পেলাম কবিতাটিতে । এই ছন্দ নাকি মানুষের ভেতর আপনা আপনি খেলে, কবিতাটি পাঠে এরকমই একটি অনুভুতিই আমার মর্মমুলে দিয়েছে ডেলে । কবিতাটি একটু টেনে টেনে পড়াতেও এর ছন্দটা সহজেই কানে বাজে । স্বরবৃত্ত যেমন চলে কাহারবা বা ঝুমুর তালে তেমনি মাত্রাবৃত্তের মত এটা যেন চলেছে দাদরা বা তেওড়া তালে। পুরাতন ও নতুন আধুনিক অনেক কবিদের কবিতা পাঠ কালেও দেখেছি এরকম একটা ছন্দের আবহ আমার মাঝে বেশ অনুরনন তুলে ।
ছন্দময় এই কবিতাটির চরণ যথা
নিঝুম ঝুম—নিঝুম ঝুম!
আয়রে দিই—বাদলা-ঘুম।
এর সাথে ফররুখ আহমদ এর কবিতা যথা
বৃষ্টি নামে রিমঝিমিয়ে
রিমঝিমিয়ে রিমঝিমিয়ে,
টিনের চালে, গাছের ডালে
বৃষ্টি ঝরে হাওয়ার তালে,
হাওয়ার তালে গাছের ডালে
এরকমই কিছুটা অনুরনন অনুভুত হয়েছে এ কবিতাটি পাঠের কালে ।
অভিনন্দন রইল কবির প্রতি । অামার মনে হল বিলম্বে হলেও সামুর একজন শক্তিমান কবির কবিতাই পাঠ করছি ।
অনেক অনেক শুভেচ্ছা রইল ।
২২ শে অক্টোবর, ২০১৭ দুপুর ১২:০৫
স্নিগ্দ্ধ মুগ্দ্ধতা বলেছেন: আপনার এত বড় মন্তব্যে আমি অভিভূত।
ছন্দের বিষয়ে বলতে গেলে—মূলত এটি আরবি “হজয” ছন্দ।আমি নিজের মতো শুধু একটু মডিফাই করে নিয়েছি।
৮| ২২ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৫:১৯
ডঃ এম এ আলী বলেছেন: ভাল লাগল কবিতায় ব্যবহৃত ছন্দটির কথা শুনে ।
প্রাচীন আরবী সাহিত্যের ইতিহাস অতি সমৃদ্ধ , এমনকি জাহিলী যুগেও আরবে কাব্যচর্চার প্লাবন বয়ে চলেছিল বলে জানা যায়, অসংখ্য কবির নাম পাওয়া যায় যা গুণেও শেষ করা যাবে না । আরবী ফারসি কবিতার ছন্দগুলি যেমন আগুন জ্বালিয়ে দিত ,তেমনিভাবে কোথাও জীবনের বারি বর্ষণও করতো। যেমন ঝুম বর্ষার এ কবিতাতেও ছন্দের তালে বারি বর্ষনের কথামালা ভেসে উঠেছে দারুনভাবে ।
হযরত কা’ব ইবন যোহায়ের রচিত (রা) প্রথম নাথ এ রসুল এর একটি অনুবাদ করে এ ব্লগে পোষ্ট করার সময় আরবি কবিতার 'হজয' ছন্দের কথা শুনেছিলাম । আমাদের জাতীয় কবি কাজী নজরুলও একাধিক আরবি-ফার্সি ছন্দকে বিস্ময়করভাবে এবং অনায়াসে বাংলা কবিতায় ব্যবহার করেছেন যার মধ্যে 'মোতাকারিব', 'মোতদারিক', 'হজয, 'রজয', 'মাশাকেল' ইত্যাদি উল্লেখ যোগ্য । যাহোক, বাংলা কবিতার ছন্দের ইতিহাসে 'হযজ' ছন্দ সমন্বয়ে গঠিত কবিতার নব নব সংযোজন আমাদের কবিতার জগতকে আরো সমৃদ্ধ করবে বলে আশা করি । এমনতর কাব্য গুণের জন্য আবারো রইল অভিনন্দন ।
শুভেচ্ছা রইল
২২ শে অক্টোবর, ২০১৭ রাত ১১:০৫
স্নিগ্দ্ধ মুগ্দ্ধতা বলেছেন: আল্লাহু আলাম।যাজাকাল্লাহ খয়রান।আপনার বক্তব্যে যারপরনাই অনুপ্রাণিত হলাম।
৯| ২৫ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৫:৩৭
দেশ প্রেমিক বাঙালী বলেছেন: আপনার মধ্যে আমি সত্যবাবুর প্রতিচ্ছবি দেখতে পাচ্ছি। চালিয়ে যান আপনি ভালো করবেন।
ভালো থাকুন নিরন্তর।
২৬ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৫:০২
স্নিগ্দ্ধ মুগ্দ্ধতা বলেছেন: ভাইজান কি সত্যবাবু বলতে সত্যেন্দ্রনাথকে বুঝিয়েছেন?
১০| ২৬ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৫:৩১
বানেসা পরী বলেছেন: ওয়াও!!
রিমঝিম বৃষ্টির মতই দারুণ ছন্দ কবিতা।
মনে হচ্ছে এই মুহূর্তে বৃষ্টিতে ভিজতে।
২৬ শে অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৬:১৬
স্নিগ্দ্ধ মুগ্দ্ধতা বলেছেন: প্রীত হলাম।
১১| ২৭ শে অক্টোবর, ২০১৭ সকাল ৮:৩৯
দেশ প্রেমিক বাঙালী বলেছেন: হ্যাঁ সত্যেন্দ্রনাথকে বুঝিয়েছি।
ভালো থাকুন নিরন্তর। ধন্যবাদ।
©somewhere in net ltd.
১| ২১ শে অক্টোবর, ২০১৭ রাত ৯:৫৩
মাহবুবুল আজাদ বলেছেন: বাহ বাহ কি সুন্দর , মারহাবা